কলকাতা, 27 ডিসেম্বর: কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানিকে চিঠি লিখলেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরি । হাওড়ার আরতি কটন মিল খোলার দাবিতে চিঠি লিখেছেন তিনি । পরে টুইটারে চিঠিটি পোস্ট করেন ।
চিঠিতে তিনি লিখেছেন, ওই কটন মিল লকডাউনের সময় বন্ধ হয়ে গিয়েছে। আর সেখানকার শ্রমিকরা এর ফলে মারাত্মক সমস্যার মুখে পড়েছেন । তামিলনাড়ু, কেরালা ও মহারাষ্ট্রে এনটিসির অধীনে থাকা কটন মিলকে চাঙ্গা করতে সরকার পদক্ষেপ করেছে। সেভাবে আরতি মিলকেও সাহায্য করা হোক ।
আরও পড়ুন: অধীরই জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী, কংগ্রেস বিধায়কের টুইটে ক্ষোভ
তাঁর দাবি, ওই মিলও এনটিসির অধীনে রয়েছে । পশ্চিমবঙ্গে পাট শিল্পের সম্ভাবনার কথা মাথায় রেখেই কেন্দ্রীয় সরকারের এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত । হাওড়ার এই কটন মিল খোলা উচিত বলে দাবি করেছেন তিনি ।