ETV Bharat / city

খোঁপায় ভরে মাদক পাচার, শ্রীঘরে বাঙালি অভিনেত্রী - drug

কলকাতা বিমানবন্দরে গ্রেপ্তার করা হল এক বাঙালি অভিনেত্রীকে। খোঁপায় ভরে তিনি ড্রাগ নিয়ে মুম্বই যাচ্ছিলেন। পাচারের জন্য নাকি নিজের জন্য ওই অভিনেত্রী ড্রাগ নিয়ে যাচ্ছিলেন, তা খতিয়ে দেখছে পুলিশ।

শ্রীঘরে বাঙালি অভিনেত্রী
author img

By

Published : Mar 22, 2019, 5:31 AM IST

কলকাতা, 22 মার্চ: পরিপাটি করে বাধা ছিল খোঁপা। কলকাতা ও মুম্বইয়ের উঠতি বাঙালি অভিনেত্রী চলেছিলেন ফ্লাইট ধরতে। সন্দেহ হয় কলকাতা বিমানবন্দরে থাকা CISF জওয়ানদের। খোঁপা খুলতে বললেন। প্রথমে ইতস্তত করছিলেন অভিনেত্রী। একটু চাপ দিতে খোঁপা খোলেন। বেরিয়ে পড়ে একটি ট্যাবলেটের প্যাকেট। CISF জওয়ানদের জহুরি চোখ বলে দেয়, সেই ট্যাবলেট অন্য কিছু নয়, নিষিদ্ধ মাদক MDMA। সঙ্গে সঙ্গে ওই অভিনেত্রীকে আটক করে নারকোটিক কন্ট্রোল বিওরোর (NCB) হাতে তুলে দেন এয়ারপোর্টের নিরাপত্তাকর্মীরা। NCB-র এক সুপারিনটেনডেন্ট ETV ভারতকে জানিয়েছেন, ওই অভিনেত্রী এই মুহূর্তে তাঁদের হেপাজতে রয়েছেন।

মধুর ভান্ডারকরের পরিচালনায় "ফ্যাশন' সিনেমার কথা মনে আছে? যেখানে খ্যাতির শীর্ষে থাকা মডেল সোনালি গুজরাল (কঙ্কনা রানাওয়াত) মাদকাসক্ত। মুহুর্মুহু ক্যামেরার ফ্ল্যাশের ঝলকানি। মিডিয়ার স্পটলাইটে থাকা সোনালির রঙিন জীবন। উঠতি মডেল মেঘনা মাথুর (প্রিয়াঙ্কা চোপড়া) অবশ্য প্রথমে তেমনটা ছিলেন না। পরে তিনিও জড়িয়ে পড়েন জালে। আসলে রঙিন জীবনে চক্রব্যূহে ঢুকে পড়ার কাহিনি। রিল লাইফের ফ্যাশন সিনেমার গল্প রিয়েল লাইফে গীতাঞ্জলি নাগপালের জীবনে বাস্তব হয়ে ধরা দিয়েছিল একটা সময়। এক সময়ের নামী মডেলকে উদ্ধার করা হয়েছিল ফুটপাথ থেকে। প্রদীপের তলায় থাকা অন্ধকারটা জনতার সামনে পরিষ্কার হয়ে যায় তখনই। বহু অভিনেতা-অভিনেত্রীর নাম জড়িয়েছে মাদকচক্রে।

যার বোধহয় সংযোজন উঠতি এই বাঙালি মডেল ও অভিনেত্রী। এমনিতে টলিউডে পরিচিত মুখ। সম্প্রতি টুকটাক কাজ করছিলেন মুম্বইয়েও। মডেল হিসেবে। NCB সূত্রে খবর, ওই মডেল জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, বিক্রি করার জন্য নয়। তিনি মাদক নিয়ে যাচ্ছিলেন নিজের ব্যবহারের জন্য।

বিমানবন্দর থেকে গ্রেপ্তারের পর ওই মডেলকে আদালতে তোলে নারকোটিক কন্ট্রোল বিওরো। তারপর তাঁকে নিজেদের হেপাজতে নেয়। আসলে তদন্তকারীরা বুঝতে চাইছেন ওই মাদক তিনি পেলেন কোথা থেকে। তদন্তকারীরা জানাচ্ছেন, ইতিমধ্যেই পাওয়া গেছে বেশ কিছু সূত্র। তবে একটা বিষয়ে তাঁরাও নিশ্চিত, ওই মডেল মাদক নিয়ে যাচ্ছিলেন নিজের ব্যবহারের জন্যই।

কলকাতা, 22 মার্চ: পরিপাটি করে বাধা ছিল খোঁপা। কলকাতা ও মুম্বইয়ের উঠতি বাঙালি অভিনেত্রী চলেছিলেন ফ্লাইট ধরতে। সন্দেহ হয় কলকাতা বিমানবন্দরে থাকা CISF জওয়ানদের। খোঁপা খুলতে বললেন। প্রথমে ইতস্তত করছিলেন অভিনেত্রী। একটু চাপ দিতে খোঁপা খোলেন। বেরিয়ে পড়ে একটি ট্যাবলেটের প্যাকেট। CISF জওয়ানদের জহুরি চোখ বলে দেয়, সেই ট্যাবলেট অন্য কিছু নয়, নিষিদ্ধ মাদক MDMA। সঙ্গে সঙ্গে ওই অভিনেত্রীকে আটক করে নারকোটিক কন্ট্রোল বিওরোর (NCB) হাতে তুলে দেন এয়ারপোর্টের নিরাপত্তাকর্মীরা। NCB-র এক সুপারিনটেনডেন্ট ETV ভারতকে জানিয়েছেন, ওই অভিনেত্রী এই মুহূর্তে তাঁদের হেপাজতে রয়েছেন।

মধুর ভান্ডারকরের পরিচালনায় "ফ্যাশন' সিনেমার কথা মনে আছে? যেখানে খ্যাতির শীর্ষে থাকা মডেল সোনালি গুজরাল (কঙ্কনা রানাওয়াত) মাদকাসক্ত। মুহুর্মুহু ক্যামেরার ফ্ল্যাশের ঝলকানি। মিডিয়ার স্পটলাইটে থাকা সোনালির রঙিন জীবন। উঠতি মডেল মেঘনা মাথুর (প্রিয়াঙ্কা চোপড়া) অবশ্য প্রথমে তেমনটা ছিলেন না। পরে তিনিও জড়িয়ে পড়েন জালে। আসলে রঙিন জীবনে চক্রব্যূহে ঢুকে পড়ার কাহিনি। রিল লাইফের ফ্যাশন সিনেমার গল্প রিয়েল লাইফে গীতাঞ্জলি নাগপালের জীবনে বাস্তব হয়ে ধরা দিয়েছিল একটা সময়। এক সময়ের নামী মডেলকে উদ্ধার করা হয়েছিল ফুটপাথ থেকে। প্রদীপের তলায় থাকা অন্ধকারটা জনতার সামনে পরিষ্কার হয়ে যায় তখনই। বহু অভিনেতা-অভিনেত্রীর নাম জড়িয়েছে মাদকচক্রে।

যার বোধহয় সংযোজন উঠতি এই বাঙালি মডেল ও অভিনেত্রী। এমনিতে টলিউডে পরিচিত মুখ। সম্প্রতি টুকটাক কাজ করছিলেন মুম্বইয়েও। মডেল হিসেবে। NCB সূত্রে খবর, ওই মডেল জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, বিক্রি করার জন্য নয়। তিনি মাদক নিয়ে যাচ্ছিলেন নিজের ব্যবহারের জন্য।

বিমানবন্দর থেকে গ্রেপ্তারের পর ওই মডেলকে আদালতে তোলে নারকোটিক কন্ট্রোল বিওরো। তারপর তাঁকে নিজেদের হেপাজতে নেয়। আসলে তদন্তকারীরা বুঝতে চাইছেন ওই মাদক তিনি পেলেন কোথা থেকে। তদন্তকারীরা জানাচ্ছেন, ইতিমধ্যেই পাওয়া গেছে বেশ কিছু সূত্র। তবে একটা বিষয়ে তাঁরাও নিশ্চিত, ওই মডেল মাদক নিয়ে যাচ্ছিলেন নিজের ব্যবহারের জন্যই।

sample description
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.