ETV Bharat / city

একটি করে চিট ফান্ড সংস্থার মামলা শুনবেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি - চিট ফান্ড মামলা

চিট ফান্ড সংক্রান্ত মামলার শুনানিতে গতি আনতে উদ্যোগী কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল ৷ প্রধান বিচারপতি জানান, এবার থেকে তিনি যে কোনও একটি করে চিট ফান্ড সংস্থার যাবতীয় মামলা শুনে নিষ্পত্তি করবেন ৷

acting chief justice of Calcutta High Court will hear all cases of one specific chit fund
একটি করে চিট ফান্ড সংস্থার যাবতীয় মামলা শুনবেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি
author img

By

Published : Jun 4, 2021, 5:49 PM IST

কলকাতা, 4 জুন : যে কোনও একটি চিট ফান্ড সংস্থার যাবতীয় মামলা এখন থেকে শুনবেন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ৷ শুক্রবার চিট ফান্ড সংক্রান্ত একাধিক মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে ৷ শুনানির সময় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল জানান, এবার থেকে তিনি যে কোনও একটি করে চিট ফান্ড সংস্থার যাবতীয় মামলা শুনে নিষ্পত্তি করবেন ৷ যদিও এতে আপত্তি জানিয়েছিলেন কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল ৷ তাঁর বক্তব্য ছিল, একইসঙ্গে জনস্বার্থ মামলা এবং চিট ফান্ড কাণ্ডে ধৃতদের জামিনের মামলার শুনানি কীভাবে হওয়া সম্ভব ?

বেআইনি অর্থলগ্নি সংস্থায় টাকা রেখে প্রতারিত হওয়া রাজ্যের কোটি কোটি মানুষকে ক্ষতিপূরণ পাইয়ে দেওয়ার ব্যবস্থা করতে 2015 সালের ডিসেম্বর মাসে তৎকালীন প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুরের ডিভিশন বেঞ্চ একটি বিশেষ বেঞ্চ তৈরি করে দিয়েছিল ৷ এতদিন সেই বেঞ্চেই মূলত প্রতারকদের সম্পত্তি বিক্রি, সম্পত্তির হিসেব-নিকেশ-সহ বিভিন্ন বিষয়ের উপর শুনানি হত ৷ প্রধান বিচারপতি এখন থেকে প্রতিদিন যদি কিছু কিছু মামলা আলাদাভাবে শোনেন, তাহলে বহু মামলাই দ্রুত নিষ্পত্তির সুযোগ তৈরি হবে ৷

এই ব্যাপারে চিট ফান্ড সংক্রান্ত মামলার আইনজীবী অরিন্দম দাস বলেন, ‘‘এটা অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ ৷ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির এই পদক্ষেপের ফলে দীর্ঘদিন ধরে পড়ে থাকা মামলাগুলির দ্রুত নিষ্পত্তি হবে বলেই আশা করা যায়।’’

আরও পড়ুন : আইএএস, আইপিএস বদলি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে জনস্বার্থ মামলা হাইকোর্টে

প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টের নির্দেশে বেশ কয়েকটি বেআইনি অর্থলগ্নি সংস্থার প্রতারিতদের কিছু কিছু টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে ৷ ফলে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি যদি এই সংক্রান্ত কিছু মামলা দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা করেন, তাহলে এই প্রক্রিয়ায় যে গতি আসবে সেটা বলাই বাহুল্য ৷ কলকাতা হাইকোর্টে সারদা, রোজভ্যালি, ভিবজিওর, পিনকন থেকে শুরু করে কয়েক হাজার চিট ফান্ড সংস্থার মামলা চলছে ৷ কিন্তু অতিমারি পরিস্থিতিতে এই মামলাগুলির বিচার প্রক্রিয়া দীর্ঘদিন ধরে থমকে রয়েছে।

কলকাতা, 4 জুন : যে কোনও একটি চিট ফান্ড সংস্থার যাবতীয় মামলা এখন থেকে শুনবেন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ৷ শুক্রবার চিট ফান্ড সংক্রান্ত একাধিক মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে ৷ শুনানির সময় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল জানান, এবার থেকে তিনি যে কোনও একটি করে চিট ফান্ড সংস্থার যাবতীয় মামলা শুনে নিষ্পত্তি করবেন ৷ যদিও এতে আপত্তি জানিয়েছিলেন কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল ৷ তাঁর বক্তব্য ছিল, একইসঙ্গে জনস্বার্থ মামলা এবং চিট ফান্ড কাণ্ডে ধৃতদের জামিনের মামলার শুনানি কীভাবে হওয়া সম্ভব ?

বেআইনি অর্থলগ্নি সংস্থায় টাকা রেখে প্রতারিত হওয়া রাজ্যের কোটি কোটি মানুষকে ক্ষতিপূরণ পাইয়ে দেওয়ার ব্যবস্থা করতে 2015 সালের ডিসেম্বর মাসে তৎকালীন প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুরের ডিভিশন বেঞ্চ একটি বিশেষ বেঞ্চ তৈরি করে দিয়েছিল ৷ এতদিন সেই বেঞ্চেই মূলত প্রতারকদের সম্পত্তি বিক্রি, সম্পত্তির হিসেব-নিকেশ-সহ বিভিন্ন বিষয়ের উপর শুনানি হত ৷ প্রধান বিচারপতি এখন থেকে প্রতিদিন যদি কিছু কিছু মামলা আলাদাভাবে শোনেন, তাহলে বহু মামলাই দ্রুত নিষ্পত্তির সুযোগ তৈরি হবে ৷

এই ব্যাপারে চিট ফান্ড সংক্রান্ত মামলার আইনজীবী অরিন্দম দাস বলেন, ‘‘এটা অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ ৷ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির এই পদক্ষেপের ফলে দীর্ঘদিন ধরে পড়ে থাকা মামলাগুলির দ্রুত নিষ্পত্তি হবে বলেই আশা করা যায়।’’

আরও পড়ুন : আইএএস, আইপিএস বদলি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে জনস্বার্থ মামলা হাইকোর্টে

প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টের নির্দেশে বেশ কয়েকটি বেআইনি অর্থলগ্নি সংস্থার প্রতারিতদের কিছু কিছু টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে ৷ ফলে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি যদি এই সংক্রান্ত কিছু মামলা দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা করেন, তাহলে এই প্রক্রিয়ায় যে গতি আসবে সেটা বলাই বাহুল্য ৷ কলকাতা হাইকোর্টে সারদা, রোজভ্যালি, ভিবজিওর, পিনকন থেকে শুরু করে কয়েক হাজার চিট ফান্ড সংস্থার মামলা চলছে ৷ কিন্তু অতিমারি পরিস্থিতিতে এই মামলাগুলির বিচার প্রক্রিয়া দীর্ঘদিন ধরে থমকে রয়েছে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.