ETV Bharat / city

KMC Election 2021 Result : বাংলায় ঘৃণা ও হিংসা ব্রাত্য, কলকাতা জয়ে বার্তা অভিষেকের

একুশের বিধানসভা নির্বাচনের পর কলকাতা পৌরভোটেও (KMC Election 2021 Result) বিপুল জয় তৃণমূলের ৷ ভোটের ফল সামনে আসতেই টুইটারে কলকাতাবাসীকে কৃতজ্ঞতা জানালেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (Abhishek Banerjee Tweet) ৷ আরও একবার মনে করিয়ে দিলেন, বাংলায় ঘৃণা ও হিংসার রাজনীতির কোনও জায়গা নেই ৷

abhishek banerjee tweet on kmc election 2021 result
KMC Election 2021 Result : বাংলায় ঘৃণা ও হিংসা ব্রাত্য, কলকাতা জয়ে বার্তা অভিষেকের
author img

By

Published : Dec 21, 2021, 3:25 PM IST

কলকাতা, 21 ডিসেম্বর : কলকাতা পৌরভোটের ফল (KMC Election 2021 Result) ঘোষিত হতেই শহরবাসীকে ধন্যবাদ জানিয়ে টুইট করলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (Abhishek Banerjee Tweet) ৷ যার মোদ্দা কথা হল, বাংলায় ঘৃণা ও হিংসার রাজনীতির যে কোনও জায়গা নেই, কলকাতার বাসিন্দারা তা আরও একবার প্রমাণ করে দিয়েছেন ৷ বিধানসভা নির্বাচনের পর কলকাতা পৌরভোটেও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে তৃণমূল কংগ্রেস ৷ সকাল থেকে যে ট্রেন্ড সামনে আসতে শুরু করে, তাতে একটা জিনিস স্পষ্ট হয়ে গিয়েছিল ৷ 144টি ওয়ার্ডের মধ্যে সব মিলিয়ে বিরোধীদের ঝোলায় দশের বেশি আসন যে যাচ্ছে না, তা দিনের শুরুতেই বোঝা যাচ্ছিল ৷ বেলা যত বেড়েছে, সেই সম্ভাবনা আরও দৃঢ় হয়েছে ৷ এমন ফলে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷

আরও পড়ুন : KMC Election 2021 Results : ‘বিজেপি ভোকাট্টা-সিপিএম নো পাত্তা’, জয়ের পর মন্তব্য মমতার

অভিষেক তাঁর টুইট বার্তায় ‘ঘৃণা’ ও ‘হিংসা’ শব্দ দু’টির উপর গুরুত্ব দিয়েছেন ৷ এক্ষেত্রে তাঁর লক্ষ্য যে গেরুয়া শিবির, তা আর বলার অপেক্ষা রাখে না ৷ বস্তুত, এই মুহূর্তে বিজেপিই রাজ্যের প্রধান বিরোধী শক্তি ৷ একুশের ভোটে ক্ষমতা দখল করতে না পারলেও 77টি আসনে জয়লাভ করে তারা ৷ যা এখনও পর্যন্ত বিধাসভা নির্বাচনে তাদের সেরা পারফরম্যান্স ৷ পরে অবশ্য দলবদল এবং সাংসদ-বিধায়কদের বিধায়ক পদে ইস্তফার জেরে সংখ্যাটা খানিকটা কমে যায় ৷ তা সত্ত্বেও এই ফল খারাপ নয় মোটেই ৷

  • People of Kolkata have once again proven that politics of HATE & VIOLENCE have NO PLACE in BENGAL!

    I thank everyone for blessing us with such a huge mandate. We are truly humbled and shall always remain committed in our goals towards YOUR BETTERMENT!

    Thank you Kolkata 🙏

    — Abhishek Banerjee (@abhishekaitc) December 21, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই প্রেক্ষাপটে রাজনৈতিক মহলের একাংশের ধারণা ছিল, কলকাতা পৌরভোটেও হয়তো বিধানসভা ভোটের মতোই ফল করবে বিজেপি ৷ যদিও তা নিয়ে দ্বিমতের অবকাশ ছিল যথেষ্ট ৷ আর বাস্তবে দেখা যাচ্ছে, গতবারের পৌর নির্বাচনের তুলনায় বিজেপির এবারের ফলাফল আরও খারাপ হয়েছে ৷ স্বাভাবিকভাবেই এই ঘটনায় আপ্লুত ডায়মন্ডহারবারের তৃণমূল সাংসদ ৷

আরও পড়ুন : KMC Election 2021 Result: রবীন্দ্রভারতীর গণনাকেন্দ্রে সব আসনে এগিয়ে তৃণমূল

তৃণমূল কংগ্রেসকে এভাবে সমর্থন জানানোর জন্য কলকাতাবাসীকে কৃতজ্ঞতা জানিয়েছেন অভিষেক ৷ তাঁর প্রতিশ্রুতি, আগামী দিনে কলকাতার নাগরিক পরিষেবা যাতে আরও উন্নত হয়, সেই চেষ্টাই করবে তৃণমূল কংগ্রেস ৷

কলকাতা, 21 ডিসেম্বর : কলকাতা পৌরভোটের ফল (KMC Election 2021 Result) ঘোষিত হতেই শহরবাসীকে ধন্যবাদ জানিয়ে টুইট করলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (Abhishek Banerjee Tweet) ৷ যার মোদ্দা কথা হল, বাংলায় ঘৃণা ও হিংসার রাজনীতির যে কোনও জায়গা নেই, কলকাতার বাসিন্দারা তা আরও একবার প্রমাণ করে দিয়েছেন ৷ বিধানসভা নির্বাচনের পর কলকাতা পৌরভোটেও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে তৃণমূল কংগ্রেস ৷ সকাল থেকে যে ট্রেন্ড সামনে আসতে শুরু করে, তাতে একটা জিনিস স্পষ্ট হয়ে গিয়েছিল ৷ 144টি ওয়ার্ডের মধ্যে সব মিলিয়ে বিরোধীদের ঝোলায় দশের বেশি আসন যে যাচ্ছে না, তা দিনের শুরুতেই বোঝা যাচ্ছিল ৷ বেলা যত বেড়েছে, সেই সম্ভাবনা আরও দৃঢ় হয়েছে ৷ এমন ফলে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷

আরও পড়ুন : KMC Election 2021 Results : ‘বিজেপি ভোকাট্টা-সিপিএম নো পাত্তা’, জয়ের পর মন্তব্য মমতার

অভিষেক তাঁর টুইট বার্তায় ‘ঘৃণা’ ও ‘হিংসা’ শব্দ দু’টির উপর গুরুত্ব দিয়েছেন ৷ এক্ষেত্রে তাঁর লক্ষ্য যে গেরুয়া শিবির, তা আর বলার অপেক্ষা রাখে না ৷ বস্তুত, এই মুহূর্তে বিজেপিই রাজ্যের প্রধান বিরোধী শক্তি ৷ একুশের ভোটে ক্ষমতা দখল করতে না পারলেও 77টি আসনে জয়লাভ করে তারা ৷ যা এখনও পর্যন্ত বিধাসভা নির্বাচনে তাদের সেরা পারফরম্যান্স ৷ পরে অবশ্য দলবদল এবং সাংসদ-বিধায়কদের বিধায়ক পদে ইস্তফার জেরে সংখ্যাটা খানিকটা কমে যায় ৷ তা সত্ত্বেও এই ফল খারাপ নয় মোটেই ৷

  • People of Kolkata have once again proven that politics of HATE & VIOLENCE have NO PLACE in BENGAL!

    I thank everyone for blessing us with such a huge mandate. We are truly humbled and shall always remain committed in our goals towards YOUR BETTERMENT!

    Thank you Kolkata 🙏

    — Abhishek Banerjee (@abhishekaitc) December 21, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই প্রেক্ষাপটে রাজনৈতিক মহলের একাংশের ধারণা ছিল, কলকাতা পৌরভোটেও হয়তো বিধানসভা ভোটের মতোই ফল করবে বিজেপি ৷ যদিও তা নিয়ে দ্বিমতের অবকাশ ছিল যথেষ্ট ৷ আর বাস্তবে দেখা যাচ্ছে, গতবারের পৌর নির্বাচনের তুলনায় বিজেপির এবারের ফলাফল আরও খারাপ হয়েছে ৷ স্বাভাবিকভাবেই এই ঘটনায় আপ্লুত ডায়মন্ডহারবারের তৃণমূল সাংসদ ৷

আরও পড়ুন : KMC Election 2021 Result: রবীন্দ্রভারতীর গণনাকেন্দ্রে সব আসনে এগিয়ে তৃণমূল

তৃণমূল কংগ্রেসকে এভাবে সমর্থন জানানোর জন্য কলকাতাবাসীকে কৃতজ্ঞতা জানিয়েছেন অভিষেক ৷ তাঁর প্রতিশ্রুতি, আগামী দিনে কলকাতার নাগরিক পরিষেবা যাতে আরও উন্নত হয়, সেই চেষ্টাই করবে তৃণমূল কংগ্রেস ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.