ETV Bharat / city

Abhishek Banerjee: 21 জুলাইয়ের প্রস্তুতি খতিয়ে দেখতে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র ও ধর্মতলায় অভিষেক - TMC Leader Partha Chatterjee

আগামী বৃহস্পতিবার শহিদ দিবসের কর্মসূচি রয়েছে তৃণমূল কংগ্রেসের (TMCs 21 July Rally) ৷ কলকাতার ভিক্টোরিয়া হাউজের সামনে ওই সমাবেশ হবে ৷ সেখানেই বক্তৃতা করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (TMC Chief Mamata Banerjee) ৷ তার আগে সেখানকার প্রস্তুতি খতিয়ে দেখলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee Inspects TMCs 21 July Rally Preparation) ।

Abhishek Banerjee Inspects TMCs 21 July Rally Preparation
Abhishek Banerjee: 21 জুলাইয়ের প্রস্তুতি খতিয়ে দেখতে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র ও ধর্মতলায় অভিষেক
author img

By

Published : Jul 19, 2022, 8:16 PM IST

কলকাতা, 19 জুলাই : একুশে জুলাইয়ের প্রস্তুতি খতিয়ে দেখতে মঙ্গলবার প্রথমে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে এবং পরে ধর্মতলায় যান তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (TMC MP Abhishek Banerjee) ।

করোনা আবহে দু'বছর বন্ধ ছিল ধর্মতলায় একুশে জুলাইয়ের অনুষ্ঠান (TMCs 21 July Rally) । এবছর করোনা সংক্রমণের (Covid Infection) পরিমাণ কিছুটা কমায় আবার শহিদ তর্পণের অনুষ্ঠান ধর্মতলায় ফিরিয়ে নিয়ে আসা হয়েছে । মূলত, এই সমাবেশ উপলক্ষে দূরদূরান্ত থেকে সাধারণ কর্মী সমর্থকেরা আজ থেকেই কলকাতায় আসতে শুরু করেছেন ৷

Abhishek Banerjee Inspects TMCs 21 July Rally Preparation
21 জুলাইয়ের প্রস্তুতি খতিয়ে দেখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

এদিন তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদক তাই ঘুরে দেখলেন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে যাঁরা থাকবেন, তাঁদের থাকার জন্য প্রস্তুতি ঠিকঠাক আছে কি না । এখনও পর্যন্ত ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে প্রায় 400 জন কর্মী-সমর্থক এসে পৌঁছেছেন । মূলত, তাঁদের থাকা খাওয়ার ব্যবস্থা এখানে থেকে পর্যালোচনা করছেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বকসি (TMC Leader Subrata Bakshi), মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (TMC Leader Partha Chatterjee) এবং বিধায়ক তাপস রায় । এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে এসে তাঁদের সঙ্গেই সামগ্রিকভাবে এখানে কী ব্যবস্থা করা হয়েছে, সে বিষয়ে খোঁজখবর নিয়েছেন ।

Abhishek Banerjee Inspects TMCs 21 July Rally Preparation
21 জুলাইয়ের প্রস্তুতি খতিয়ে দেখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

মূলত, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে পুরুলিয়া থেকে আসা কর্মী-সমর্থকদের থাকার ব্যবস্থা করা হয়েছে । অভিষেক জানান, প্রায় 400 জনের মতো কর্মী-সমর্থক পুরুলিয়া থেকে এখানে এসেছেন । তাঁরা খাওয়া দাওয়া করতে গিয়েছেন । অনেক দূর থেকে এসেছেন, তাই তাঁদের বিশ্রাম প্রয়োজন রয়েছে ৷ সেই কারণে আর আলাদা করে তাঁদের সঙ্গে কথা বলেননি অভিষেক ৷ তবে সামগ্রিকভাবে গোটা পরিস্থিতি সম্পর্কে তিনি খোঁজ নিলেন ।

প্রসঙ্গত, গতকাল একুশে জুলাইয়ের সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখতে গীতাঞ্জলি স্টেডিয়ামে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ সেখানকার পরিস্থিতিও তিনি খতিয়ে দেখেন । সেই মতো আজ ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে এলেন অভিষেক ।

Abhishek Banerjee Inspects TMCs 21 July Rally Preparation
21 জুলাইয়ের প্রস্তুতি খতিয়ে দেখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে বেশ কিছুক্ষণ থাকার পর বিকেল 5টা নাগাদ ধর্মতলায় সভাস্থলে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । যেখানে একুশে জুলাইয়ের মূল কর্মসূচির জন্য মঞ্চ প্রস্তুত করা হয়েছে । মঞ্চ প্রস্তুতির কাজ শেষ পর্যায়ে । যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় (TMC Chief Mamata Banerjee), অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও অন্যান্য রাজ্যের দলীয় প্রতিনিধিরা এখানে থাকবেন । তাই কড়া নিরাপত্তার বন্দোবস্ত রাখা হয়েছে ধর্মতলায় ।

এদিন সামগ্রিকভাবে সবটা ঘুরে দেখেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক । এখানে শুধু মঞ্চের কাজকর্মের প্রস্তুতি নয়, পর্যালোচনা করেন নিরাপত্তার বিষয়টি নিয়েও । মোটের উপর বৃহস্পতিবার একুশে জুলাইয়ের মূল সমাবেশ থাকলেও তার আটচল্লিশ ঘণ্টা আগে থেকেই একুশে জুলাইয়ের সভাকে কেন্দ্র করে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের ব্যস্ততা তুঙ্গে ।

Abhishek Banerjee Inspects TMCs 21 July Rally Preparation
21 জুলাইয়ের প্রস্তুতি খতিয়ে দেখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

আরও পড়ুন : Special CM Security on 21 July: 21 জুলাই শহিদ দিবসের মঞ্চে মুখ্যমন্ত্রীর জন্য বিশেষ নিরাপত্তার পরিকল্পনা এসটিএফের

কলকাতা, 19 জুলাই : একুশে জুলাইয়ের প্রস্তুতি খতিয়ে দেখতে মঙ্গলবার প্রথমে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে এবং পরে ধর্মতলায় যান তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (TMC MP Abhishek Banerjee) ।

করোনা আবহে দু'বছর বন্ধ ছিল ধর্মতলায় একুশে জুলাইয়ের অনুষ্ঠান (TMCs 21 July Rally) । এবছর করোনা সংক্রমণের (Covid Infection) পরিমাণ কিছুটা কমায় আবার শহিদ তর্পণের অনুষ্ঠান ধর্মতলায় ফিরিয়ে নিয়ে আসা হয়েছে । মূলত, এই সমাবেশ উপলক্ষে দূরদূরান্ত থেকে সাধারণ কর্মী সমর্থকেরা আজ থেকেই কলকাতায় আসতে শুরু করেছেন ৷

Abhishek Banerjee Inspects TMCs 21 July Rally Preparation
21 জুলাইয়ের প্রস্তুতি খতিয়ে দেখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

এদিন তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদক তাই ঘুরে দেখলেন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে যাঁরা থাকবেন, তাঁদের থাকার জন্য প্রস্তুতি ঠিকঠাক আছে কি না । এখনও পর্যন্ত ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে প্রায় 400 জন কর্মী-সমর্থক এসে পৌঁছেছেন । মূলত, তাঁদের থাকা খাওয়ার ব্যবস্থা এখানে থেকে পর্যালোচনা করছেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বকসি (TMC Leader Subrata Bakshi), মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (TMC Leader Partha Chatterjee) এবং বিধায়ক তাপস রায় । এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে এসে তাঁদের সঙ্গেই সামগ্রিকভাবে এখানে কী ব্যবস্থা করা হয়েছে, সে বিষয়ে খোঁজখবর নিয়েছেন ।

Abhishek Banerjee Inspects TMCs 21 July Rally Preparation
21 জুলাইয়ের প্রস্তুতি খতিয়ে দেখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

মূলত, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে পুরুলিয়া থেকে আসা কর্মী-সমর্থকদের থাকার ব্যবস্থা করা হয়েছে । অভিষেক জানান, প্রায় 400 জনের মতো কর্মী-সমর্থক পুরুলিয়া থেকে এখানে এসেছেন । তাঁরা খাওয়া দাওয়া করতে গিয়েছেন । অনেক দূর থেকে এসেছেন, তাই তাঁদের বিশ্রাম প্রয়োজন রয়েছে ৷ সেই কারণে আর আলাদা করে তাঁদের সঙ্গে কথা বলেননি অভিষেক ৷ তবে সামগ্রিকভাবে গোটা পরিস্থিতি সম্পর্কে তিনি খোঁজ নিলেন ।

প্রসঙ্গত, গতকাল একুশে জুলাইয়ের সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখতে গীতাঞ্জলি স্টেডিয়ামে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ সেখানকার পরিস্থিতিও তিনি খতিয়ে দেখেন । সেই মতো আজ ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে এলেন অভিষেক ।

Abhishek Banerjee Inspects TMCs 21 July Rally Preparation
21 জুলাইয়ের প্রস্তুতি খতিয়ে দেখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে বেশ কিছুক্ষণ থাকার পর বিকেল 5টা নাগাদ ধর্মতলায় সভাস্থলে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । যেখানে একুশে জুলাইয়ের মূল কর্মসূচির জন্য মঞ্চ প্রস্তুত করা হয়েছে । মঞ্চ প্রস্তুতির কাজ শেষ পর্যায়ে । যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় (TMC Chief Mamata Banerjee), অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও অন্যান্য রাজ্যের দলীয় প্রতিনিধিরা এখানে থাকবেন । তাই কড়া নিরাপত্তার বন্দোবস্ত রাখা হয়েছে ধর্মতলায় ।

এদিন সামগ্রিকভাবে সবটা ঘুরে দেখেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক । এখানে শুধু মঞ্চের কাজকর্মের প্রস্তুতি নয়, পর্যালোচনা করেন নিরাপত্তার বিষয়টি নিয়েও । মোটের উপর বৃহস্পতিবার একুশে জুলাইয়ের মূল সমাবেশ থাকলেও তার আটচল্লিশ ঘণ্টা আগে থেকেই একুশে জুলাইয়ের সভাকে কেন্দ্র করে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের ব্যস্ততা তুঙ্গে ।

Abhishek Banerjee Inspects TMCs 21 July Rally Preparation
21 জুলাইয়ের প্রস্তুতি খতিয়ে দেখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

আরও পড়ুন : Special CM Security on 21 July: 21 জুলাই শহিদ দিবসের মঞ্চে মুখ্যমন্ত্রীর জন্য বিশেষ নিরাপত্তার পরিকল্পনা এসটিএফের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.