ETV Bharat / city

North Bengal defunct airports : উত্তরের তিন অচল বিমানবন্দরের পরিকাঠামো দেখতে আসছে কেন্দ্রীয় দল - Latest News on Airports

পশ্চিমবঙ্গ সরকার দ্রুত কোচবিহার, বালুরঘাট ও মালদায় অচল বিমানবন্দর চালু করতে চায় ৷ এই সপ্তাহে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার প্রতিনিধিদল এই নিয়ে পরিদর্শনে আসছে ৷ ওই প্রতিনিধিদল খতিয়ে দেখবে বিমানবন্দর চালু করার মতো পরিস্থিতি কতটা রয়েছে ৷ তার পর কেন্দ্রকে তারা রিপোর্ট দেবে (AAI team will visit three defunct North Bengal airports to check their readiness for operationalisation) ৷

aai team will visit three defunct north bengal airports to check their readiness for operationalisation
North Bengal defunct airports : উত্তরের তিন অচল বিমানবন্দরের পরিকাঠামো দেখতে আসছে কেন্দ্রীয় দল
author img

By

Published : Dec 20, 2021, 5:00 PM IST

কলকাতা, 20 ডিসেম্বর : চলতি সপ্তাহে বাংলায় আসছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার এক প্রতিনিধিদল ৷ ওই দলের সদস্যরা উত্তরবঙ্গের তিনটি বিমানবন্দর পরিদর্শন করবেন ৷ সোমবার রাজ্য সরকারের তরফে এই তথ্য দেওয়া হয়েছে (AAI team will visit three defunct North Bengal airports to check their readiness for operationalisation) ৷

সরকারের এক আধিকারিক জানিয়েছেন, উত্তরবঙ্গের কোচবিহার, বালুরঘাট ও মালদায় - তিনটি বিমানবন্দর রয়েছে ৷ ওই তিনটি বিমানবন্দর দ্রুত চালু করতে চায় রাজ্য সরকার ৷ তাই কেন্দ্রীয় এই প্রতিনিধিদল আসছে ৷

ওই প্রতিনিধিদল খতিয়ে দেখবে ওই অচল বিমানবন্দরগুলির এখন কী অবস্থা, কী ধরনের পরিকাঠামো রয়েছে, কতদিনের মধ্যে সেখানে বিমান পরিষেবা চালু করা যেতে পারে ৷ রাজ্য সরকারের দাবি, সংশ্লিষ্ট জেলা প্রশাসনের তরফে কাজ শুরু হয়েছে ৷ দক্ষিণ দিনাজপুরের মাহিনগরে বালুরঘাট বিমানবন্দরের কাজ প্রায় 90 শতাংশ শেষ ৷

পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বালুরঘাটের সাংসদ ৷ তিনি জানিয়েছেন, বালুরঘাটের বিমানবন্দর চালু করার ব্যাপারে কেন্দ্র আগ্রহী ৷ এই নিয়ে ইতিমধ্যেই বেশ কয়েকটি সংস্থার সঙ্গে কথাও হয়েছে ৷ অন্যদিকে কোচবিহার বিমানবন্দরে রানওয়ের দৈর্ঘ্য বৃদ্ধি নিয়ে সমস্যা রয়েছে বলে জানিয়েছে রাজ্য সরকার ৷ বিষয়টি মেটানোর চেষ্টা করছে ওই জেলার প্রশাসন ৷

আরও পড়ুন : Kolkata 2nd Airport : কলকাতায় দ্বিতীয় বিমানবন্দরের জায়গা খুঁজছে কেন্দ্র, জানালেন সিন্ধিয়া

কলকাতা, 20 ডিসেম্বর : চলতি সপ্তাহে বাংলায় আসছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার এক প্রতিনিধিদল ৷ ওই দলের সদস্যরা উত্তরবঙ্গের তিনটি বিমানবন্দর পরিদর্শন করবেন ৷ সোমবার রাজ্য সরকারের তরফে এই তথ্য দেওয়া হয়েছে (AAI team will visit three defunct North Bengal airports to check their readiness for operationalisation) ৷

সরকারের এক আধিকারিক জানিয়েছেন, উত্তরবঙ্গের কোচবিহার, বালুরঘাট ও মালদায় - তিনটি বিমানবন্দর রয়েছে ৷ ওই তিনটি বিমানবন্দর দ্রুত চালু করতে চায় রাজ্য সরকার ৷ তাই কেন্দ্রীয় এই প্রতিনিধিদল আসছে ৷

ওই প্রতিনিধিদল খতিয়ে দেখবে ওই অচল বিমানবন্দরগুলির এখন কী অবস্থা, কী ধরনের পরিকাঠামো রয়েছে, কতদিনের মধ্যে সেখানে বিমান পরিষেবা চালু করা যেতে পারে ৷ রাজ্য সরকারের দাবি, সংশ্লিষ্ট জেলা প্রশাসনের তরফে কাজ শুরু হয়েছে ৷ দক্ষিণ দিনাজপুরের মাহিনগরে বালুরঘাট বিমানবন্দরের কাজ প্রায় 90 শতাংশ শেষ ৷

পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বালুরঘাটের সাংসদ ৷ তিনি জানিয়েছেন, বালুরঘাটের বিমানবন্দর চালু করার ব্যাপারে কেন্দ্র আগ্রহী ৷ এই নিয়ে ইতিমধ্যেই বেশ কয়েকটি সংস্থার সঙ্গে কথাও হয়েছে ৷ অন্যদিকে কোচবিহার বিমানবন্দরে রানওয়ের দৈর্ঘ্য বৃদ্ধি নিয়ে সমস্যা রয়েছে বলে জানিয়েছে রাজ্য সরকার ৷ বিষয়টি মেটানোর চেষ্টা করছে ওই জেলার প্রশাসন ৷

আরও পড়ুন : Kolkata 2nd Airport : কলকাতায় দ্বিতীয় বিমানবন্দরের জায়গা খুঁজছে কেন্দ্র, জানালেন সিন্ধিয়া

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.