কলকাতা, 22 সেপ্টেম্বর : নিত্যদিনের অশান্তি ৷ আর তার জেরেই ছেলেকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ মায়ের বিরুদ্ধে ৷ গতকাল রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার বাঁশদ্রোণীতে ৷ পুলিশ সূত্রে খবর, আজ সকালে মা ও ছেলের মধ্যে কথা কাটাকাটি চলার সময় কাবেরী দাস নামে ওই মহিলা তার ছেলে সুরজিৎ দাসকে কাঠারি দিয়ে কোপ মারে ৷ এর পর তারা দু’জনে একইসঙ্গে বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য যায় ৷ সেখানেই ঘটনাটি সামনে আসে ৷ পুলিশ মহিলাকে গ্রেফতার করেছে ৷
জানা গিয়েছে, বাঁশদ্রোণী এলাকার ওই বাড়িতে মহিলা এবং তার ছেলে থাকত ৷ পাড়া প্রতিবেশী কারও সঙ্গে তারা মেলামেশা করত না ৷ এমনকি, কেউ তাদের সঙ্গে কথাও বলত না ৷ আর প্রায় রোজই মা ও ছেলের মধ্যে অশান্তি হত ৷ পুলিশ জানতে পেরেছে টাকা পয়সা এবং অন্যান্য আরও বিষয় নিয়ে দু’জনের মধ্যে অশান্তি হতো ৷ গতকাল রাতেও দু’জনের মধ্যে তর্কাতর্কি হয় ৷ অভিযোগ তখনই কাবেরী দাস তার ছেলে সুরজিৎ দাসকে কাঠারি দিয়ে কোপাতে যায় ৷ তাতেই সুরজিৎ আহত হন ৷
আরও পড়ুন : Crime : শহরে অবৈধ টেলিকম ইনস্টলেশন করে সাইবার হানার চেষ্টা, ভেস্তে দিল এসটিএফ
পুলিশ সূত্রে খবর, কাবেরী দাস আহত ছেলেকে নিয়ে হেঁটে বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে যায় ৷ সেখানে যাওয়ার পরেই মা ও ছেলেকে কী হয়েছে জানতে চায় হাসপাতালের কর্মীরা ৷ সেখানে দু’জনের কথাবার্তাতেই অসংগতি ধরা পড়ে ৷ এর পরে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয় ৷ পুলিশ গিয়ে দু’জনকে জিজ্ঞাসাবাদ করতেই আসল সত্যি সামনে চলে আসে ৷ সুরজিৎ দাসের আচরণ দেখে প্রাথমিকভাবে পুলিশের ধারণা তাঁর মানসিক সমস্যা রয়েছে ৷ তবে, বিষয়টি নিয়ে নিশ্চিত হতে, বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া হতে পারে ৷ পুলিশ খুনের চেষ্টার অভিযোগে কাবেরী দাসকে গ্রেফতার করেছে ৷
আরও পড়ুন : Sunderban: নিম্নচাপ-ভরা কোটালের জের, ভাঙছে নদী বাঁধ; সরানো হল 10 হাজার মানুষকে