কলকাতা, 24 জানুয়ারি : বিয়ের অনুষ্ঠান চলাকালীন বড়সড় বিপত্তি ৷ ফায়ার ওয়াটার রিজার্ভার বিস্ফোরণে প্রাণ গেল এক ব্যক্তির ৷ কলকাতার বাগুইআটির একটি লজে সোমবার রাতে বিয়ের অনুষ্ঠান চলছিল ৷ তখনই ফায়ার ওয়াটার রিজার্ভার বিস্ফোরণে মৃত্যু হয় একজনের (a person died after fire reservoir blast in Baguiati banquet hall) ৷ আনন্দের মুহূর্তে আচমকা এই দুর্ঘটনায় হতচকিত হয়ে যান অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা ৷
ঘটনায় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও 4 জনকে ৷ একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক । দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বাগুইআটি থানার পুলিশ এবং দমকল কর্মীরা। আগুন যাতে ছড়িয়ে না পড়ে, সেদিকে খেয়াল রাখতে কাজ শুরু করে দমকল বাহিনী ।
সন্ধে সাড়ে ছ' টা নাগাদ আচমকাই একটি বিকট শব্দের পর ব্যাঙ্কোয়েটের ছাদের একাংশ কয়েকজনের উপর ভেঙে পড়ে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ৷ ছাদের ভেঙে পড়া অংশে চাপা পড়ে মৃত্যু হয় একজনের ৷ ধ্বংসস্তুপ সরিয়ে দেহ উদ্ধার করা হয় ৷ মৃত ব্যক্তি উপস্থিত অতিথিদের মধ্যে কেউ নাকি ওই লজের কর্মী তা এখনও জানা যায়নি ৷ তৃতীয় অথবা চতুর্থ তলায় দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে ৷ এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বিকট আওয়াজ হতেই তৃতীয় এবং চতুর্থ তলায় ধোঁয়ায় ভরে যায় ৷ ফায়ার এক্সিট দিয়ে বাকিদের নিরাপদে বের করে আনা হয় ৷
বিস্ফোরণের সঠিক কারণ সম্পর্কে সোমবার রাত পর্যন্ত দমকল কর্মীরা কিছু জানাতে পারেননি ৷ দমকল কর্মীরা মনে করছেন, ফায়ার ওয়াটার রিজার্ভার বিস্ফোরণের পাশাপাশি ব্যাঙ্কোয়েটের ইলেকট্রিক মিটার বক্সেও আগুন লেগে যায় ।