ETV Bharat / city

বউবাজারের ফুটপাত থেকে শিশু চুরি করে ঝাড়খণ্ডে পাচার, গ্রেপ্তার 1 - শিশু চুরি করে ঝাড়খণ্ডে পাচার

25 জানুয়ারি কলকাতার বউবাজার থানায় শিশু চুরির একটি লিখিত অভিযোগ দায়ে করা হয় ৷ অভিযোগে জানানো হয়, সদ্য়োজাত ওই শিশুটি রাতে মায়ের পাশে শুয়েছিল ৷ সেই সময়ই কেউ বা কারা শিশুটিকে তুলে নিয়ে যায় ৷ তদন্তে নেমে পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে কড়েয়া থানা এলাকার এক ব্য়ক্তির খোঁজ পায় ৷ সে শিশুপাচারের সঙ্গে যুক্ত ৷ এরপর ঝাড়খণ্ড থেকে শিশু সহ ওই পাচারকারীকে গ্রেপ্তার করেছে বউবাজার থানার পুলিশ ৷

a child kidnapped from street of kolkata boubazar police rescue the child arrest 1
বউবাজারের ফুটপাত থেকে শিশু চুরি করে ঝাড়খণ্ডে পাচার, গ্রেপ্তার 1
author img

By

Published : Jan 30, 2021, 5:21 PM IST

কলকাতা, 30 জানুয়ারি :খাস কলকাতার ফুটপাত থেলে শিশুচুরি করে বাইরের রাজ্যে পাচার। হাড়হিম করা এই ঘটনাটি গত 25 জানুয়ারি বউবাজার থানা এলাকায় ঘটেছে ৷ তদন্তে নেমে পুলিশ অপহরণ হওয়া শিশুটিকে ইতিমধ্য়ে উদ্ধার করেছে ৷ পাশাপাশি ঘটনায় যুক্ত থাকার সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ । ধৃত ব্যক্তির নাম মহম্মদ ইউসুফ। তার বাড়ি কড়েয়া থানা এলাকায়।

আরও পড়ুন : টাকার প্রলোভন দেখিয়ে হাসপাতাল থেকে চুরি শিশু

পুলিশের তরফে জানানো হয়েছে, 25 জানুয়ারি বউবাজার থানায় শিশু চুরির একটি লিখিত অভিযোগ দায়ে করা হয় ৷ অভিযোগে জানানো হয়, সদ্য়োজাত ওই শিশুটি রাতে মায়ের পাশে শুয়েছিল ৷ সেই সময়ই কেউ বা কারা শিশুটিকে তুলে নিয়ে যায় ৷ তদন্তে নেমে প্রথমেই এলাকার সিসিটিভি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করে পুলিশ। সেখানে দেখা যায় এক ব্যক্তি ফুটপাত থেকে শিশুটিকে নিয়ে পালাচ্ছে ৷ তদন্তে পুলিশ জানতে পারে ওই ব্যক্তির বাড়ি কড়েয়া থানা এলাকায়। এরপর তার বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ জানতে পারে সে ঝাড়খণ্ডে রয়েছে। জানা যায় সে শিশুপাচারের সঙ্গে যুক্ত। তাছাড়াও ওই শিশুটিকে সে ঝাড়খণ্ডে পাচার করার জন্য নিয়ে গিয়েছে। এরপরেই বউবাজার থানার একটি বিশেষ টিম ঝাড়খণ্ডের উদ্দেশ্যে রওনা দেয় ৷ সেখানে থেকেই শিশু সহ অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে ৷ অভিযুক্তকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনা হবে ৷ পুলিশ জানতে পেরেছে শিশুটিকে একটি সাদা ট্য়াক্সিতে কলকাতা থেকে ঝাড়খণ্ডে নিয়ে যাওয়া হয়েছিল ৷

কলকাতা, 30 জানুয়ারি :খাস কলকাতার ফুটপাত থেলে শিশুচুরি করে বাইরের রাজ্যে পাচার। হাড়হিম করা এই ঘটনাটি গত 25 জানুয়ারি বউবাজার থানা এলাকায় ঘটেছে ৷ তদন্তে নেমে পুলিশ অপহরণ হওয়া শিশুটিকে ইতিমধ্য়ে উদ্ধার করেছে ৷ পাশাপাশি ঘটনায় যুক্ত থাকার সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ । ধৃত ব্যক্তির নাম মহম্মদ ইউসুফ। তার বাড়ি কড়েয়া থানা এলাকায়।

আরও পড়ুন : টাকার প্রলোভন দেখিয়ে হাসপাতাল থেকে চুরি শিশু

পুলিশের তরফে জানানো হয়েছে, 25 জানুয়ারি বউবাজার থানায় শিশু চুরির একটি লিখিত অভিযোগ দায়ে করা হয় ৷ অভিযোগে জানানো হয়, সদ্য়োজাত ওই শিশুটি রাতে মায়ের পাশে শুয়েছিল ৷ সেই সময়ই কেউ বা কারা শিশুটিকে তুলে নিয়ে যায় ৷ তদন্তে নেমে প্রথমেই এলাকার সিসিটিভি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করে পুলিশ। সেখানে দেখা যায় এক ব্যক্তি ফুটপাত থেকে শিশুটিকে নিয়ে পালাচ্ছে ৷ তদন্তে পুলিশ জানতে পারে ওই ব্যক্তির বাড়ি কড়েয়া থানা এলাকায়। এরপর তার বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ জানতে পারে সে ঝাড়খণ্ডে রয়েছে। জানা যায় সে শিশুপাচারের সঙ্গে যুক্ত। তাছাড়াও ওই শিশুটিকে সে ঝাড়খণ্ডে পাচার করার জন্য নিয়ে গিয়েছে। এরপরেই বউবাজার থানার একটি বিশেষ টিম ঝাড়খণ্ডের উদ্দেশ্যে রওনা দেয় ৷ সেখানে থেকেই শিশু সহ অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে ৷ অভিযুক্তকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনা হবে ৷ পুলিশ জানতে পেরেছে শিশুটিকে একটি সাদা ট্য়াক্সিতে কলকাতা থেকে ঝাড়খণ্ডে নিয়ে যাওয়া হয়েছিল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.