ETV Bharat / city

রাজাবাগানে বড় বোনকে ধর্ষণ, ছোটো বোনকে শ্লীলতাহানির অভিযোগ - 60 বছরের বৃদ্ধ

বড় বোনকে ধর্ষণ এবং ছোটো বোনের শ্লীলতাহানির অভিযোগ প্রতিবেশী বৃদ্ধের বিরুদ্ধে ৷ ঘটনার প্রায় একমাস পর দায়ের অভিযোগ ৷ কলকাতার রাজাবাগান থানা এলাকার ঘটনা ৷

wb-rep-molestation-rajabagan-police-station-7209715
ধর্ষণ, শ্লীলতাহানিতে অভিযুক্ত ষাটের বৃদ্ধ
author img

By

Published : Mar 6, 2021, 3:40 PM IST

কলকাতা, 6 মার্চ : বড় বোনকে ধর্ষণ এবং ছোটো বোনের শ্লীলতাহানি ৷ কাঠগড়ায় এলাকারই 60 বছরের এক বৃদ্ধ । কলকাতার রাজাবাগান থানা এলাকায় মাসখানেক আগের এই ঘটনায় অভিযোগ দায়ের হল শুক্রবার রাতে ৷ কী কারণেই এই দেরি, উত্তর খুঁজছে পুলিশ ৷

লালবাজার সূত্রে খবর, আক্রান্ত দুই যুবতি রাজাবাগানেরই বাসিন্দা ৷ সম্পর্কে তাঁরা দুই বোন ৷ অভিযোগ, মাসখানেক আগে তাঁদের নিজের ঘরে ডাকে প্রতিবেশী ওই বৃদ্ধ ৷ এরপর বড় বোনকে ধর্ষণ করে ওই ব্যক্তি ৷ ছোটো বোনেরও শ্লীলতাহানি করে সে ৷ কিন্তু, অজানা কোনও কারণে গোটা ঘটনাই ধামাচাপা পড়ে যায় ৷

স্থানীয় সূত্রে খবর, শুক্রবার বিকেলে মায়ের সঙ্গে রাস্তায় বেরিয়েছিলেন দুই বোন ৷ সেই সময়েই অভিযুক্ত বৃদ্ধের সঙ্গে মুখোমুখি দেখা হয় তাঁদের ৷ ভেঙে পড়েন বড় বোন ৷ রাস্তাতেই কাঁদতে শুরু করেন তিনি ৷ তখনই গোটা ঘটনা প্রকাশ্য়ে আসে ৷ খেপে যান এলাকার বাসিন্দারা ৷ তাঁরা ওই বৃদ্ধকে এলাকাছাড়া করার সিদ্ধান্ত নেন ৷

আরও পড়ুন: অপহরণের পর বার বার ধর্ষণ, 22 দিন পর উদ্ধার কিশোরী

এরপর শুক্রবার রাতেই অভিযুক্তের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয় ৷ তাকে আটকও করে পুলিশ ৷ তবে ঠিক কী কারণে টানা প্রায় একমাস ওই বৃদ্ধের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করলেন না নিগৃহীতা দুই বোন, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা ৷ কথা বলা হচ্ছে আক্রান্ত ও তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গেও ৷ এ বিষয়ে কথা বলার জন্য কলকাতা পুলিশের ডিসি বন্দরকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি ৷

কলকাতা, 6 মার্চ : বড় বোনকে ধর্ষণ এবং ছোটো বোনের শ্লীলতাহানি ৷ কাঠগড়ায় এলাকারই 60 বছরের এক বৃদ্ধ । কলকাতার রাজাবাগান থানা এলাকায় মাসখানেক আগের এই ঘটনায় অভিযোগ দায়ের হল শুক্রবার রাতে ৷ কী কারণেই এই দেরি, উত্তর খুঁজছে পুলিশ ৷

লালবাজার সূত্রে খবর, আক্রান্ত দুই যুবতি রাজাবাগানেরই বাসিন্দা ৷ সম্পর্কে তাঁরা দুই বোন ৷ অভিযোগ, মাসখানেক আগে তাঁদের নিজের ঘরে ডাকে প্রতিবেশী ওই বৃদ্ধ ৷ এরপর বড় বোনকে ধর্ষণ করে ওই ব্যক্তি ৷ ছোটো বোনেরও শ্লীলতাহানি করে সে ৷ কিন্তু, অজানা কোনও কারণে গোটা ঘটনাই ধামাচাপা পড়ে যায় ৷

স্থানীয় সূত্রে খবর, শুক্রবার বিকেলে মায়ের সঙ্গে রাস্তায় বেরিয়েছিলেন দুই বোন ৷ সেই সময়েই অভিযুক্ত বৃদ্ধের সঙ্গে মুখোমুখি দেখা হয় তাঁদের ৷ ভেঙে পড়েন বড় বোন ৷ রাস্তাতেই কাঁদতে শুরু করেন তিনি ৷ তখনই গোটা ঘটনা প্রকাশ্য়ে আসে ৷ খেপে যান এলাকার বাসিন্দারা ৷ তাঁরা ওই বৃদ্ধকে এলাকাছাড়া করার সিদ্ধান্ত নেন ৷

আরও পড়ুন: অপহরণের পর বার বার ধর্ষণ, 22 দিন পর উদ্ধার কিশোরী

এরপর শুক্রবার রাতেই অভিযুক্তের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয় ৷ তাকে আটকও করে পুলিশ ৷ তবে ঠিক কী কারণে টানা প্রায় একমাস ওই বৃদ্ধের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করলেন না নিগৃহীতা দুই বোন, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা ৷ কথা বলা হচ্ছে আক্রান্ত ও তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গেও ৷ এ বিষয়ে কথা বলার জন্য কলকাতা পুলিশের ডিসি বন্দরকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.