ETV Bharat / city

সল্টলেকে অটোর টুলবক্স থেকে উদ্ধার আড়াই কোটি টাকার সোনা, গ্রেপ্তার 4 - kolkata

সোনা পাচার করতে গিয়ে গ্রেপ্তার হলেন তিন মহিলাসহ অটোচালক । উদ্ধার হয় 6347.95 গ্রাম সোনা ।

অটোর টুলবক্স থেকে উদ্ধার আড়াই কোটি টাকার সোনা, গ্রেপ্তার 4
author img

By

Published : Aug 31, 2019, 6:53 PM IST

কলকাতা, 31 অগাস্ট : অটোর যাত্রী সেজে সোনা পাচার করতে গিয়ে গ্রেপ্তার হলেন তিন মহিলাসহ অটোচালক । ঘটনাটি সল্টলেকের । গোপন সূত্রে খবর পেয়ে সল্টলেকের রাস্তায় নজর রেখেছিলেন ডিরেক্টরেট অফ রেভিনিউ ইনটেলিজেন্সের তদন্তকারীরা । সেখানে অটোটি থামিয়ে তল্লাশি চালাতেই টুলবক্স থেকে উদ্ধার হয় 12 টি আয়তাকার কাগজের প্যাকেট । কাগজ খুলতেই বেরিয়ে আসে বিদেশি সোনা । বাজেয়াপ্ত করা সোনার ওজন 6347.95 গ্রাম । যার বাজার মূল্য প্রায় 2 কোটি 54 লাখ টাকা । এরপর পাচারকারীদের গ্রেপ্তার করে DRI আধিকারিকরা ।

জানা গেছে, বাংলাদেশ থেকে ভারতে বিদেশি সোনা পাচারের নতুন পদ্ধতি আমদানি হয়েছে । বাংলাদেশি পাচারকারীরা BSF-র নজর এড়িয়ে বিদেশি সোনা পাচার করছে এদেশে । চক্রের সঙ্গে জড়িত এদেশের পাচারকারীরা সেগুলো সংগ্রহ করছে । সীমান্তবর্তী এলাকার মহিলারা সেই সোনা টাকার বিনিময়ে ট্রেনে ও বাসে করে নিয়ে আসছে সল্টলেকে । ক্যারিয়ারের এই কাজ করার জন্য মোটা অঙ্কের টাকা পাচ্ছে মহিলারা । ওই ক্যারিয়াদের বলে দেওয়া হচ্ছে নির্দিষ্ট অটোর নম্বর । সঙ্গে কোন রাস্তায় সেই অটো থাকবে তাও । নির্দিষ্ট সময়ে অটো পৌঁছে যাচ্ছে ওই চত্বরে । মহিলাদের কাজ হল, প্যাসেঞ্জার সেজে সেই অটোওয়ালার হাতে সোনার বার তুলে দেওয়া । তারপর সেই অটো ড্রাইভার সোনা পৌঁছে দিচ্ছে বড় বাজার । এমনটাই জেনেছেন DRI এর তদন্তকারীরা ।

টুলবক্স থেকে উদ্ধার হয় 12 টি আয়তাকার কাগজের প্যাকেট, কাগজ খুলতেই বেরিয়ে আসে বিদেশি সোনা
টুলবক্স থেকে উদ্ধার হয় 12 টি আয়তাকার কাগজের প্যাকেট, কাগজ খুলতেই বেরিয়ে আসে বিদেশি সোনা

DRI-এর তদন্তকারীরা সল্টলেক থেকে অটোটি বাজেয়াপ্ত করে অফিসে নিয়ে আসেন । ধৃতদের জিজ্ঞাসাবাদ করে বড় বাজারে কার কাছে ওই সোনা পৌঁছে দেওয়া হত তার খোঁজ চালানো হচ্ছে । পাশাপাশি ওই মহিলাদের হাতে কে সোনা দিয়েছিল তারও খোঁজ নেওয়া হচ্ছে । তদন্তকারীদের ধারণা এর পেছনে রয়েছে বড়সড়ো আন্তর্জাতিক চক্র ।

কলকাতা, 31 অগাস্ট : অটোর যাত্রী সেজে সোনা পাচার করতে গিয়ে গ্রেপ্তার হলেন তিন মহিলাসহ অটোচালক । ঘটনাটি সল্টলেকের । গোপন সূত্রে খবর পেয়ে সল্টলেকের রাস্তায় নজর রেখেছিলেন ডিরেক্টরেট অফ রেভিনিউ ইনটেলিজেন্সের তদন্তকারীরা । সেখানে অটোটি থামিয়ে তল্লাশি চালাতেই টুলবক্স থেকে উদ্ধার হয় 12 টি আয়তাকার কাগজের প্যাকেট । কাগজ খুলতেই বেরিয়ে আসে বিদেশি সোনা । বাজেয়াপ্ত করা সোনার ওজন 6347.95 গ্রাম । যার বাজার মূল্য প্রায় 2 কোটি 54 লাখ টাকা । এরপর পাচারকারীদের গ্রেপ্তার করে DRI আধিকারিকরা ।

জানা গেছে, বাংলাদেশ থেকে ভারতে বিদেশি সোনা পাচারের নতুন পদ্ধতি আমদানি হয়েছে । বাংলাদেশি পাচারকারীরা BSF-র নজর এড়িয়ে বিদেশি সোনা পাচার করছে এদেশে । চক্রের সঙ্গে জড়িত এদেশের পাচারকারীরা সেগুলো সংগ্রহ করছে । সীমান্তবর্তী এলাকার মহিলারা সেই সোনা টাকার বিনিময়ে ট্রেনে ও বাসে করে নিয়ে আসছে সল্টলেকে । ক্যারিয়ারের এই কাজ করার জন্য মোটা অঙ্কের টাকা পাচ্ছে মহিলারা । ওই ক্যারিয়াদের বলে দেওয়া হচ্ছে নির্দিষ্ট অটোর নম্বর । সঙ্গে কোন রাস্তায় সেই অটো থাকবে তাও । নির্দিষ্ট সময়ে অটো পৌঁছে যাচ্ছে ওই চত্বরে । মহিলাদের কাজ হল, প্যাসেঞ্জার সেজে সেই অটোওয়ালার হাতে সোনার বার তুলে দেওয়া । তারপর সেই অটো ড্রাইভার সোনা পৌঁছে দিচ্ছে বড় বাজার । এমনটাই জেনেছেন DRI এর তদন্তকারীরা ।

টুলবক্স থেকে উদ্ধার হয় 12 টি আয়তাকার কাগজের প্যাকেট, কাগজ খুলতেই বেরিয়ে আসে বিদেশি সোনা
টুলবক্স থেকে উদ্ধার হয় 12 টি আয়তাকার কাগজের প্যাকেট, কাগজ খুলতেই বেরিয়ে আসে বিদেশি সোনা

DRI-এর তদন্তকারীরা সল্টলেক থেকে অটোটি বাজেয়াপ্ত করে অফিসে নিয়ে আসেন । ধৃতদের জিজ্ঞাসাবাদ করে বড় বাজারে কার কাছে ওই সোনা পৌঁছে দেওয়া হত তার খোঁজ চালানো হচ্ছে । পাশাপাশি ওই মহিলাদের হাতে কে সোনা দিয়েছিল তারও খোঁজ নেওয়া হচ্ছে । তদন্তকারীদের ধারণা এর পেছনে রয়েছে বড়সড়ো আন্তর্জাতিক চক্র ।

Intro:কলকাতা, ৩১ অগাস্ট: রাস্তাটা সল্টলেকে। তিন মহিলা হাত দেখালেন সেই অটো থামাতে। তাদের পরনে শাড়ি। দেখলেই বোঝা যায়, তারা এসেছেন মফস্বল থেকে। কেউই জানত না তাদের অনুসরণ করছে কয়েক জোড়া চোখ। তারা ডাইরেক্টরেট অফ রেভিনিউ ইনটেলিজেন্স অফিসার। স্টার্ট দিতেই ফের থামানো হলো অটো। তার টুলবক্স খুলতেই বেরিয়ে পড়ল ১২ টি সোনার বার। বিদেশি সোনা। যার ওজন ৬৩৪৭.৯৫ গ্রাম। বাজার মূল্য প্রায় ২ কোটি ৫৪ লাখ টাকা। ৩ মহিলাসহ অটোচালককে হেফাজতে নিয়েছে ডাইরেক্টরেট অফ রেভিনিউ ইনটেলিজেন্স। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।Body:এ এক নতুন মোডাস অপারেন্ডি। বাংলাদেশী স্মাগলাররা বিদেশি সোনা বিএসএফের নজর এড়িয়ে ঢুকিয়ে দিচ্ছে এদেশে। চক্রের সঙ্গে জড়িত এদেশের স্মাগলার সেগুলো সংগ্রহ করছে। সীমান্তবর্তী এলাকার মহিলারা সেই সোনা টাকার বিনিময় ট্রেনে এবং বাসে করে নিয়ে আসছে সল্টলেক। ক্যারিয়ারের এই কাজ করার জন্য মোটা অংকের টাকাই পাচ্ছে মহিলারা। ওই ক্যারিয়াদের বলে দেওয়া হচ্ছে নির্দিষ্ট অটোর নম্বর। সঙ্গে কোন রাস্তায় সেই অটো থাকবে তাও। নির্দিষ্ট সময়ে অটো পৌছে যাচ্ছে ওই চত্বরে। মহিলাদের কাজ হল, প্যাসেঞ্জার সেজে সেই অটো ওয়ালার হাতে সোনার বার তুলে দেওয়া। তারপর সেই অটো ড্রাইভার সোনা পৌঁছে দিচ্ছে বড় বাজার।এমনটাই জেনেছেন DRI এর তদন্তকারীরা।Conclusion:আজ DRI এর অফিসাররা সল্টলেক থেকে অটোটি বাজেয়াপ্ত করে অফিসে নিয়ে আসে। টুল বক্সের মধ্যে পাওয়া যায় 12 টি আয়তাকার কাগজের প্যাকেট। সেগুলি খুলতেই বেরিয়ে পড়ে বিভিন্ন ওজনের বারোটি সোনার বার। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে বড় বাজারে কার কাছে ওই সোনা পৌঁছে দেওয়া হতো তার খোঁজ চালানো হচ্ছে। পাশাপাশি ওই মহিলাদের হাতে কে সোনা দিয়েছিল তারও খোঁজ নেওয়া হচ্ছে। তদন্তকারীদের ধারণা এর পেছনে রয়েছে বড়সড়ো আন্তর্জাতিক চক্র।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.