নিউটন, 25 ফেব্রুয়ারি : চার চাকা ও বাইকের মুখোমুখি সংঘর্ষ । ঘটনায় আহত তিন । গতকাল সন্ধেয় নিউটাউনের সাপুরজি আবাসনের কে ব্লকে ঘটনাটি ঘটে । টেকনো থানার পুলিশ বাইক ও চার চাকার গাড়িটি বাজেয়াপ্ত করেছে ।
জানা গিয়েছে, চার চাকার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিক থেকে আসা একটি বাইকে ধাক্কা মারে । তাতে বাইক চালক ছিটকে পড়ে । পরে গাড়ি চালক গাড়িটি নিয়ে পালানোর চেষ্টা করলে চালকের মাথার উপর দিয়ে চালিয়ে পরে একটি গাছে গিয়ে ধাক্কা দেয় ।
আরও পড়ুন : সাহপুরে লরির ধাক্কায় মৃত বাইক আরোহী
ঘটনায় বাইক চালক ও তাঁর সঙ্গী আহত হন, চার চাকা চালকও আহত হন । এলাকাবাসীরা আহতদের উদ্ধার করে স্থানীয় এক বেসরকারি হাসপাতালে নিয়ে যায় । অন্যদিকে চার চাকায় থাকা তিন যাত্রী পলাতক । খবর পেয়ে টেকনো সিটি পুলিশ ঘটনাস্থানে আসে ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাইক আরোহীর অবস্থা আশঙ্কাজনক । চার চাকার গাড়িটি চালাচ্ছিলেন এক মহিলা । ওই গাড়িতে আরও দুই মহিলা সহ একজন পুলিশ ছিলেন । পুলিশি তদন্ত শুরু হয়েছে ।