কলকাতা, 15 মার্চ : কথায় বলে 'বাঙালির বারো মাসে তেরো পার্বণ' । সত্যিই কি তেরো ? নাকি পনেরো ? কারণ এরসঙ্গে বইমেলা আর চলচ্চিত্র উৎসবকে জুড়ে দিলে মন্দ হয় না । বলাই বাহুল্য, এই বিষয়ে বেশিরভাগ বাঙালিই সহমত পোষণ করবেন ।
দিনদুয়েক আগেই শেষ হয়েছে কলকাতা আন্তর্জাতিক পুস্তকমেলা । এবার সুখবর রয়েছে সিনেমাপ্রেমীদের জন্য । শুরু হতে চলেছে 27তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (27th Calcutta International Film Festival ) । 25 এপ্রিল থেকে 1 মে পর্যন্ত চলবে এই সিনেপার্বণ । চলতি বছরে 7 জানুয়ারি থেকে এই উৎসব শুরু হওয়ার কথা ছিল । যদিও কোভিডের অস্বাভাবিক বাড়বাড়ন্তের ফলে সাময়িক স্থগিত হয়ে যায় উৎসব । উৎসব শুরু হওয়ার দু'দিন আগেই সস্ত্রীক করোনা আক্রান্ত হন রাজ চক্রবর্তী । মারণভাইরাসের কবলে পড়েন পরমব্রত চট্টোপাধ্যায়ও । এর পরেই উদ্যোক্তাদের তরফে একটি বিবৃতি প্রকাশ করে চলচ্চিত্র উৎসব স্থগিত রাখার কথা জানানো হয় ।
তবে, এখন পরিস্থিতি কিছুটা হলেও স্বাভাবিক । ফলে সরকারি তরফে ফের দিন ঘোষণা করা হয়েছে । সত্যজিৎ রায়ের জন্ম শতবর্ষপূর্তির ঠিক আগের দিনই শেষ হবে চলচ্চিত্র উৎসব । সূত্রের খবর, নবান্নের বদলে নজরুল মঞ্চে আয়োজিত হবে উদ্বোধনী অনুষ্ঠান ।
আরও পড়ুন : Khela Hobe Book Record Sell : কলকাতা বইমেলায় রেকর্ড বিক্রি মুখ্যমন্ত্রীর লেখা 'খেলা হবে'
কোভিডের কথা মাথায় রেখে সমস্ত রকমের সামাজিক বিধি মেনেই চলবে চলচ্চিত্র উৎসব । আগের ঘোষণা অনুযায়ী, চলচ্চিত্র উৎসবের শুরুতেই দেখানো হবে সত্যজিৎ রায়ের 'অরণ্যের দিনরাত্রি' ৷ 10টি জায়গায় প্রদর্শিত হবে মোট 160টি সিনেমা । 62টি বাংলা সিনেমা দেখানো হবে । সিনেমাগুলি দেখানো হবে নন্দন 1, 2, 3, নজরুল তীর্থ 1,2, রবীন্দ্র সদন, রবীন্দ্র ওকাকুরা ভবন, চলচ্চিত্র শতবর্ষ ভবন, কনফারেন্স হল, কলকাতা ইনফর্মেশন সেন্টার ও শিশির মঞ্চে । পরবর্তীতে এই সিদ্ধান্তের কোনও রদবদল ঘটে কিনা সেদিকে নজর থাকবে ।