ETV Bharat / city

রাতের কলকাতায় স্কুলছাত্রীকে নিগ্রহ, ছিনতাই ! শ্রীঘরে 2

এক স্কুলছাত্রীকে নিগ্রহ ও ব্যাগ ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে ২ যুবককে গ্রেফতার করল গড়িয়াহাট থানার পুলিশ । খাস কলকাতায় এই ঘটনা ঘটায় রাতের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠেছে ।

2 men arrested for snatching bag from school girl at gariahat
রাতের কলকাতায় স্কুলছাত্রীকে নিগ্রহ, ছিনতাই ! শ্রীঘরে 2
author img

By

Published : Mar 3, 2021, 12:02 PM IST

কলকাতা, 3 মার্চ: সাহায্য করার অছিলায় ছিনতাইয়ের চেষ্টা খাস কলকাতায় । মোটর সাইকেল সারিয়ে দেওয়ার নাম করে স্কুলছাত্রীকে নিগ্রহও করা হয় বলে অভিযোগ । পুলিশ দুই অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে। উদ্ধার করা হয়েছে ছিনতাই হওয়া ব্যাগ ।

পুলিশ সূত্রে খবর, একটি ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্রী রাতে টিউশন থেকে ফেরার সময় গড়িয়াহাটের কাছে তার স্কুটিটি আচমকাই খারাপ হয়ে যায় । সেই সময়ে তার সঙ্গে তার মা-ও ছিলেন। পুলিশ সূত্রের খবর, এরপর ছাত্রী নিজের কাঁধে ব্যাগটি নিয়ে স্কুটিটি ঠেলতে ঠেলতে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে । অভিযোগ, সেই সময় আচমকাই তার সামনে দুই যুবক এসে দাঁড়ায় । তারা বাইকে ছিল ।

প্রথমে ভদ্র আচরণ করে স্কুলছাত্রীকে সাহায্য করার আশ্বাস দেয় তারা। তারা ছাত্রীর মোটর সাইকেল সারিয়ে দেবে বলেও প্রতিশ্রুতি দেয় । এরপরে হঠাত্‍‌ই ছাত্রীর কাঁধে থাকা ব্যাগটি নিয়ে পালানোর চেষ্টা করে দুই যুবক। যেহেতু ব্যাগটি ছাত্রীর কাঁধে ছিল, তাই সেটি ছিনতাই করতে খানিকটা বেগ পেতে হয় ছিনতাইকারীদের । ব্যাগ জাপটে ধরেই রাস্তায় পড়ে যায় ওই যুবতী। এরপর বেশ খানিকটা টেনে হিঁচড়ে তাকে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ । তবে লোকজন জড়ো হয়ে যাওয়ায় ওই দুই যুবক নিজেদের বাইকে চড়ে এলাকা থেকে চম্পট দেয় । অভিযোগ, সেই রাতেই তারা গড়িয়াহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

আরও পড়ুন: ছিনতাই করে পালানোর সময় আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার 2

তদন্তে নেমে প্রথমে গড়িয়াহাট থানার পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে । আর সেই ফুটেজ দেখেই গোটা ঘটনাটি স্পষ্ট হয়। এই ঘটনায় তিলজলা এলাকা থেকে দুই যুবককে গ্রেফতার করে পুলিশ, ঘটনার সময় তাদের কাছে যে বাইক ছিল, সেটিও বাজেয়াপ্ত করে গড়িয়াহাট থানার পুলিশ ।

গড়িয়াহাট থানা এলাকার ম্যান্ডেভিলা গার্ডেনের মতো অভিজাত এলাকায় এমন ঘটনায় ফের রাতের কলকাতার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে । অভিযুক্তরা নিয়মিত অপরাধের সঙ্গে যুক্ত কি না, তা তদন্ত করে দেখছে পুলিশ ।

কলকাতা, 3 মার্চ: সাহায্য করার অছিলায় ছিনতাইয়ের চেষ্টা খাস কলকাতায় । মোটর সাইকেল সারিয়ে দেওয়ার নাম করে স্কুলছাত্রীকে নিগ্রহও করা হয় বলে অভিযোগ । পুলিশ দুই অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে। উদ্ধার করা হয়েছে ছিনতাই হওয়া ব্যাগ ।

পুলিশ সূত্রে খবর, একটি ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্রী রাতে টিউশন থেকে ফেরার সময় গড়িয়াহাটের কাছে তার স্কুটিটি আচমকাই খারাপ হয়ে যায় । সেই সময়ে তার সঙ্গে তার মা-ও ছিলেন। পুলিশ সূত্রের খবর, এরপর ছাত্রী নিজের কাঁধে ব্যাগটি নিয়ে স্কুটিটি ঠেলতে ঠেলতে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে । অভিযোগ, সেই সময় আচমকাই তার সামনে দুই যুবক এসে দাঁড়ায় । তারা বাইকে ছিল ।

প্রথমে ভদ্র আচরণ করে স্কুলছাত্রীকে সাহায্য করার আশ্বাস দেয় তারা। তারা ছাত্রীর মোটর সাইকেল সারিয়ে দেবে বলেও প্রতিশ্রুতি দেয় । এরপরে হঠাত্‍‌ই ছাত্রীর কাঁধে থাকা ব্যাগটি নিয়ে পালানোর চেষ্টা করে দুই যুবক। যেহেতু ব্যাগটি ছাত্রীর কাঁধে ছিল, তাই সেটি ছিনতাই করতে খানিকটা বেগ পেতে হয় ছিনতাইকারীদের । ব্যাগ জাপটে ধরেই রাস্তায় পড়ে যায় ওই যুবতী। এরপর বেশ খানিকটা টেনে হিঁচড়ে তাকে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ । তবে লোকজন জড়ো হয়ে যাওয়ায় ওই দুই যুবক নিজেদের বাইকে চড়ে এলাকা থেকে চম্পট দেয় । অভিযোগ, সেই রাতেই তারা গড়িয়াহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

আরও পড়ুন: ছিনতাই করে পালানোর সময় আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার 2

তদন্তে নেমে প্রথমে গড়িয়াহাট থানার পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে । আর সেই ফুটেজ দেখেই গোটা ঘটনাটি স্পষ্ট হয়। এই ঘটনায় তিলজলা এলাকা থেকে দুই যুবককে গ্রেফতার করে পুলিশ, ঘটনার সময় তাদের কাছে যে বাইক ছিল, সেটিও বাজেয়াপ্ত করে গড়িয়াহাট থানার পুলিশ ।

গড়িয়াহাট থানা এলাকার ম্যান্ডেভিলা গার্ডেনের মতো অভিজাত এলাকায় এমন ঘটনায় ফের রাতের কলকাতার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে । অভিযুক্তরা নিয়মিত অপরাধের সঙ্গে যুক্ত কি না, তা তদন্ত করে দেখছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.