কলকাতা, 15 সেপ্টেম্বর : রাতের কলকাতায় বেপরোয়া গতির জেরে ফের বড়সড় পথ দুর্ঘটনা । দুর্ঘটনায় গুরুতর আহত দুই যুবক। নাম বিশাল সেন ও অভ্র গোস্বামী । দুজনকে উদ্ধার করে কেপিসি মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে তাঁরা ইনটেনসিভ কেয়ার ইউনিটে চিকিৎসাধীন ৷
পুলিশ সূত্রে জানা গেছে, গতরাত 10 টা নাগাদ বিশাল বাইপাসে বেপোরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন ৷ তাঁর সঙ্গে ছিলেন অভ্র ৷ নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎ অপর একটি গাড়িতে ধাক্কা মারে ৷ তাতে আহত হন বিশাল ও অভ্র ৷ সামনের গাড়ির যাত্রীরা আহত হননি ৷
বিশাল সেন্ট্রাল পার্কের বাসিন্দা ও অভ্র নবদ্বীপের বাসিন্দা ৷ ঘটনাস্থানে পুলিশ আসে ৷ দুটি গাড়ি গড়ফা থানার পুলিশ বাজেয়াপ্ত করেছে ৷ CCTV ফুটেজ খতিয়ে দেখছে ৷ এছাড়া ওই দুজন মদ্যপ অবস্থায় ছিলেন কি না তাও খতিয়ে দেখছে পুলিশ ৷