ETV Bharat / city

TET-এ সফল 130, ইন্টারভিউতে ডাক পেলেন 37 জন - 130 litigant qualified TET Exam

130 জন টেট পরীক্ষায় সফল মামলাকারীর মধ্যে মাত্র 37 জন ইন্টারভিউতে ডাক পেয়েছেন । 15 জানুয়ারি সকাল 11 থেকে পাঁচটা পর্যন্ত সল্টলেকে আচার্য প্রফুল্ল চন্দ্র ভবনে ইন্টারভিউ ও অ্যাপ্টিটিউড টেস্ট নেওয়া হবে ।

130 litigant qualified TET Exam
বিকাশ ভবন
author img

By

Published : Jan 9, 2020, 8:20 PM IST

Updated : Jan 9, 2020, 8:34 PM IST

কলকাতা, 9 জানুয়ারি : 2014 সালের TET-পরীক্ষার প্রশ্নপত্রে ছয়টি প্রশ্ন ভুল থাকায় মামলা করা হয় হাইকোর্টে ৷ পরে ওই ছয়টি প্রশ্নের জন্য মামলাকারীদের নম্বর দিয়ে পুনর্মূল্যায়ন করার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট । হাইকোর্টের নির্দেশে প্রাথমিক শিক্ষা পর্ষদ 175 জন মামলাকারীর TET-র উত্তরপত্র পুনর্মূল্যায়ন করে ৷ পুনর্মূল্যায়নের পর তাঁদের মধ্যে 130 জন সফল হয়েছিলেন টেট পরীক্ষায় । তারপরই তাঁদের পশ্চিমবঙ্গ প্রাথমিক স্কুল শিক্ষক নিয়োগ বিধি 2016 অনুযায়ী নিয়োগ করার প্রক্রিয়া শুরু হয় । অনলাইনে আবেদন, স্ক্রুটিনি বা ভেরিফিকেশনের পর এবার ইন্টারভিউয়ের পালা । আর তাতেই দেখা যাচ্ছে, ১৩০ জন টেট পরীক্ষায় সফল মামলাকারীর মধ্যে মাত্র 37 জন ইন্টারভিউতে ডাক পেয়েছেন । 15 জানুয়ারি তাঁদের ইন্টারভিউয়ের জন্য ডেকেছে পর্ষদ ।

উল্লেখ্য 2014 সালের TET-র পরিক্ষার প্রশ্নপত্রে মোট ছয়টি প্রশ্ন ভুল ছিল । বিষয়টি নিয়ে মামলা হয় হাইকোর্টে । সেই মামলায় হাইকোর্টের বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় নির্দেশ দেন, ওই ছয়টি ভুল প্রশ্নের উত্তর যাঁরা দেওয়ার চেষ্টা করেছিলেন তাঁদের পুরো নম্বর দিতে হবে । সেই নির্দেশ অনুযায়ী, 2014 সালের প্রাথমিক TET-র ভুল প্রশ্ন মামলায় 175 জন মামলাকারীর TET-র OMR শিট পুনর্মূল্যায়ন করে প্রাথমিক শিক্ষা পর্যদ ৷ গত বছর 25 সেপ্টেম্বর তার ফল প্রকাশ পাই । ফল প্রকাশের পর দেখা যায় 175 জন মামলাকারীর মধ্যে 130 জন TET পরীক্ষায় সফল হয়েছেন ।

130 litigant qualified TET Exam
প্রাথমিক শিক্ষা পর্ষদের বিজ্ঞপ্তি

উত্তরপত্র পুনর্মূল্যায়ন করে ফল প্রকাশের কিছুদিনের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া চালু করে দেয় প্রাথমিক শিক্ষা পর্ষদ । প্রথমেই পুনর্মূল্যায়নের পর যে 130 জন মামলাকারী 2014 সালের TET-এ সফল হয়েছেন তাঁদের অনলাইনে আবেদন করতে বলে প্রাথমিক শিক্ষা পর্ষদ । অনলাইনে আবেদনের পাশাপাশি প্রতিটি জেলায় কতগুলি শূন্যপদ রয়েছে তাও জানিয়ে দেওয়া হয় আবেদনের সেই বিজ্ঞপ্তিতে । তাতে উল্লেখ করা হয়েছিল, আবেদনের পর আবেদনকারীদের নথিপত্র স্ক্রুটিনি বা ভেরিফিকেশন করা হবে । তারপরে যোগ্য প্রার্থীদের ইন্টারভিউ ও অ্যাপ্টিটিউড টেস্টের জন্য ডাকা হবে । তারপরে ইন্টারভিউ ও অ্যাপ্টিটিউড টেস্টে প্রাপ্ত নম্বর, TET-এ প্রাপ্ত নম্বর, অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন, ট্রেনিং, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের ভিত্তিতে নিয়োগ করা হবে ।

130 litigant qualified TET Exam
ইন্টারভিউ ও অ্যাপ্টিটিউড টেস্টের জন্য ডাক পেয়েছেন তাঁদের নামের তালিকা

ইতিমধ্যেই নথিপত্র যাচাই হয়ে গেছে আবেদনকারীদের । এবার তাঁদের মধ্যে থেকে যোগ্য প্রার্থীদের ইন্টারভিউ ও অ্যাপ্টিটিউড টেস্টের জন্য ডাকল প্রাথমিক শিক্ষা পর্ষদ । গত 7 জানুয়ারি এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে পর্ষদ । সেখানে বলা হয়েছে, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী 6টি ভুল প্রশ্নের জন্য নম্বর দিয়ে মামলাকারীদের OMR শিট পুনর্মূল্যায়নের পর অনেকেই 2014 সালের TET সফল হয়েছেন । পশ্চিমবঙ্গ প্রাথমিক স্কুল শিক্ষক নিয়োগ বিধি 2016 অনুযায়ী, তাঁদের নথিপত্র স্ক্রুটিনি বা ভেরিফিকেশন করা হয়েছে গত বছর 7 নভেম্বর । এই নিয়োগ বিধি অনুযায়ী, 15 জানুয়ারি সকাল 11 থেকে পাঁচটা পর্যন্ত সল্টলেকে আচার্য প্রফুল্ল চন্দ্র ভবনে ইন্টারভিউ ও অ্যাপ্টিটিউড টেস্ট নেওয়া হবে । যে 37 জন মামলাকারী প্রার্থী ইন্টারভিউ ও অ্যাপ্টিটিউড টেস্টের জন্য ডাক পেয়েছেন তাঁদের নামের তালিকাও দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে ।

কলকাতা, 9 জানুয়ারি : 2014 সালের TET-পরীক্ষার প্রশ্নপত্রে ছয়টি প্রশ্ন ভুল থাকায় মামলা করা হয় হাইকোর্টে ৷ পরে ওই ছয়টি প্রশ্নের জন্য মামলাকারীদের নম্বর দিয়ে পুনর্মূল্যায়ন করার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট । হাইকোর্টের নির্দেশে প্রাথমিক শিক্ষা পর্ষদ 175 জন মামলাকারীর TET-র উত্তরপত্র পুনর্মূল্যায়ন করে ৷ পুনর্মূল্যায়নের পর তাঁদের মধ্যে 130 জন সফল হয়েছিলেন টেট পরীক্ষায় । তারপরই তাঁদের পশ্চিমবঙ্গ প্রাথমিক স্কুল শিক্ষক নিয়োগ বিধি 2016 অনুযায়ী নিয়োগ করার প্রক্রিয়া শুরু হয় । অনলাইনে আবেদন, স্ক্রুটিনি বা ভেরিফিকেশনের পর এবার ইন্টারভিউয়ের পালা । আর তাতেই দেখা যাচ্ছে, ১৩০ জন টেট পরীক্ষায় সফল মামলাকারীর মধ্যে মাত্র 37 জন ইন্টারভিউতে ডাক পেয়েছেন । 15 জানুয়ারি তাঁদের ইন্টারভিউয়ের জন্য ডেকেছে পর্ষদ ।

উল্লেখ্য 2014 সালের TET-র পরিক্ষার প্রশ্নপত্রে মোট ছয়টি প্রশ্ন ভুল ছিল । বিষয়টি নিয়ে মামলা হয় হাইকোর্টে । সেই মামলায় হাইকোর্টের বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় নির্দেশ দেন, ওই ছয়টি ভুল প্রশ্নের উত্তর যাঁরা দেওয়ার চেষ্টা করেছিলেন তাঁদের পুরো নম্বর দিতে হবে । সেই নির্দেশ অনুযায়ী, 2014 সালের প্রাথমিক TET-র ভুল প্রশ্ন মামলায় 175 জন মামলাকারীর TET-র OMR শিট পুনর্মূল্যায়ন করে প্রাথমিক শিক্ষা পর্যদ ৷ গত বছর 25 সেপ্টেম্বর তার ফল প্রকাশ পাই । ফল প্রকাশের পর দেখা যায় 175 জন মামলাকারীর মধ্যে 130 জন TET পরীক্ষায় সফল হয়েছেন ।

130 litigant qualified TET Exam
প্রাথমিক শিক্ষা পর্ষদের বিজ্ঞপ্তি

উত্তরপত্র পুনর্মূল্যায়ন করে ফল প্রকাশের কিছুদিনের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া চালু করে দেয় প্রাথমিক শিক্ষা পর্ষদ । প্রথমেই পুনর্মূল্যায়নের পর যে 130 জন মামলাকারী 2014 সালের TET-এ সফল হয়েছেন তাঁদের অনলাইনে আবেদন করতে বলে প্রাথমিক শিক্ষা পর্ষদ । অনলাইনে আবেদনের পাশাপাশি প্রতিটি জেলায় কতগুলি শূন্যপদ রয়েছে তাও জানিয়ে দেওয়া হয় আবেদনের সেই বিজ্ঞপ্তিতে । তাতে উল্লেখ করা হয়েছিল, আবেদনের পর আবেদনকারীদের নথিপত্র স্ক্রুটিনি বা ভেরিফিকেশন করা হবে । তারপরে যোগ্য প্রার্থীদের ইন্টারভিউ ও অ্যাপ্টিটিউড টেস্টের জন্য ডাকা হবে । তারপরে ইন্টারভিউ ও অ্যাপ্টিটিউড টেস্টে প্রাপ্ত নম্বর, TET-এ প্রাপ্ত নম্বর, অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন, ট্রেনিং, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের ভিত্তিতে নিয়োগ করা হবে ।

130 litigant qualified TET Exam
ইন্টারভিউ ও অ্যাপ্টিটিউড টেস্টের জন্য ডাক পেয়েছেন তাঁদের নামের তালিকা

ইতিমধ্যেই নথিপত্র যাচাই হয়ে গেছে আবেদনকারীদের । এবার তাঁদের মধ্যে থেকে যোগ্য প্রার্থীদের ইন্টারভিউ ও অ্যাপ্টিটিউড টেস্টের জন্য ডাকল প্রাথমিক শিক্ষা পর্ষদ । গত 7 জানুয়ারি এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে পর্ষদ । সেখানে বলা হয়েছে, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী 6টি ভুল প্রশ্নের জন্য নম্বর দিয়ে মামলাকারীদের OMR শিট পুনর্মূল্যায়নের পর অনেকেই 2014 সালের TET সফল হয়েছেন । পশ্চিমবঙ্গ প্রাথমিক স্কুল শিক্ষক নিয়োগ বিধি 2016 অনুযায়ী, তাঁদের নথিপত্র স্ক্রুটিনি বা ভেরিফিকেশন করা হয়েছে গত বছর 7 নভেম্বর । এই নিয়োগ বিধি অনুযায়ী, 15 জানুয়ারি সকাল 11 থেকে পাঁচটা পর্যন্ত সল্টলেকে আচার্য প্রফুল্ল চন্দ্র ভবনে ইন্টারভিউ ও অ্যাপ্টিটিউড টেস্ট নেওয়া হবে । যে 37 জন মামলাকারী প্রার্থী ইন্টারভিউ ও অ্যাপ্টিটিউড টেস্টের জন্য ডাক পেয়েছেন তাঁদের নামের তালিকাও দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে ।

Intro:কলকাতা, ৯ জানুয়ারি: ২০১৪ সালের টেটে ছয়টি প্রশ্ন ভুল মামলায় হাইকোর্টের নির্দেশে ওই ছয়টি প্রশ্নের জন্য মামলাকারীদের নম্বর দিয়ে পুনর্মূল্যায়ন করার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশে প্রাথমিক শিক্ষা পর্ষদ ১৭৫ জন মামলাকারীর টেটের উত্তরপত্র পুনর্মূল্যায়ন করার পর তাঁদের মধ্যে ১৩০ জন সফল হয়েছিলেন টেট পরীক্ষায়। তারপরেই তাঁদের পশ্চিমবঙ্গ প্রাথমিক স্কুল শিক্ষক নিয়োগ বিধি ২০১৬ অনুযায়ী নিয়োগ করার প্রক্রিয়া শুরু হয় শিক্ষক নিয়োগের নিয়ম অনুযায়ী। অনলাইনে আবেদন, স্ক্রুটিনি বা ভেরিফিকেশনের পর এবার ইন্টারভিউয়ের পালা। আর তাতেই দেখা যাচ্ছে, ১৩০ জন টেট পরীক্ষায় সফল মামলাকারীর মধ্যে মাত্র ৩৭ জন ইন্টারভিউতে ডাক পেয়েছেন। আগামী ১৫ জানুয়ারি তাঁদের ইন্টারভিউয়ের জন্য ডেকেছে পর্ষদ।
Body:২০১৪ সালের টেট-এ মোট ছয়টি প্রশ্ন ভুল ছিল। বিষয়টি নিয়ে মামলা হয় হাইকোর্টে। সেই মামলায় হাইকোর্টের বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় নির্দেশ দেন, ওই ছয়টি ভুল প্রশ্নের উত্তর যাঁরা দেওয়ার চেষ্টা করেছিলেন তাঁদের পুরো নম্বর দিতে হবে। সেই নির্দেশ অনুযায়ী, ২০১৪ সালের প্রাথমিক টেটের ভুল প্রশ্ন মামলায় ১৭৫ জন মামলাকারীর টেটের OMR শিট পুনর্মূল্যায়ন করে গত বছর ২৫ সেপ্টেম্বর ফল প্রকাশ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। পুনর্মূল্যায়ন করে ফল প্রকাশের পর দেখা যায় ১৭৫ জন মামলাকারীর মধ্যে ১৩০ জন টেট পরীক্ষায় সফল হয়েছেন।

উত্তরপত্র পুনর্মূল্যায়ন করে ফল প্রকাশের কিছুদিনের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া চালু করে দেয় প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রথমেই পুনর্মূল্যায়নের পর যে ১৩০ জন মামলাকারী ২০১৪ সালের টেট-এ সফল হয়েছেন তাঁদের অনলাইনে আবেদন করতে বলে প্রাথমিক শিক্ষা পর্ষদ। অনলাইনে আবেদনের পাশাপাশি প্রতিটি জেলায় কতগুলি শূন্যপদ রয়েছে তাও জানিয়ে দেওয়া হয় আবেদনের সেই বিজ্ঞপ্তিতে। বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছিল, আবেদনের পর আবেদনকারীদের নথিপত্র স্ক্রুটিনি বা ভেরিফিকেশন করা হবে। তারপরে যোগ্য প্রার্থীদের ইন্টারভিউ ও অ্যাপ্টিটিউড টেস্টের জন্য ডাকা হবে। তারপরে ইন্টারভিউ ও অ্যাপ্টিটিউড টেস্টে প্রাপ্ত নম্বর, টেটে প্রাপ্ত নম্বর, অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন, ট্রেনিং, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের ভিত্তিতে নিয়োগ করা হবে।

ইতিমধ্যেই নথিপত্র যাচাই হয়ে গেছে আবেদনকারীদের। এবার তাঁদের মধ্যে থেকে যোগ্য প্রার্থীদের ইন্টারভিউ ও অ্যাপ্টিটিউড টেস্টের জন্য ডাকল প্রাথমিক শিক্ষা পর্ষদ। গত ৭ জানুয়ারি এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে পর্ষদ। সেখানে বলা হয়েছে, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ৬টি ভুল প্রশ্নের জন্য নম্বর দিয়ে মামলাকারীদের OMR শিট পুনর্মূল্যায়নের পর অনেকেই ২০১৪ সালের টেটে সফল হয়েছেন। পশ্চিমবঙ্গ প্রাথমিক স্কুল শিক্ষক নিয়োগ বিধি ২০১৬ অনুযায়ী, তাঁদের নথিপত্র স্ক্রুটিনি বা ভেরিফিকেশন করা হয়েছে গত বছর ৭ নভেম্বর। এই নিয়োগ বিধি অনুযায়ী, আগামী ১৫ জানুয়ারি সকাল ১১ থেকে ৫টা পর্যন্ত সল্টলেকে আচার্য প্রফুল্ল চন্দ্র ভবনে ইন্টারভিউ ও অ্যাপ্টিটিউড টেস্ট নেওয়া হবে। যে ৩৭ জন মামলাকারী প্রার্থী ইন্টারভিউ ও অ্যাপ্টিটিউড টেস্টের জন্য ডাক পেয়েছেন তাঁদের নামের তালিকাও দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে। Conclusion:
Last Updated : Jan 9, 2020, 8:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.