কলকাতা, 26 মে: এবার পুলিশ ট্রেনিং স্কুলে কোরোনায় আক্রান্ত হলেন 12 জন পুলিশ কর্মী । ইতিমধ্যেই চিকিৎসার জন্য তাঁদের বেলেঘাটা ID হাসপাতালে ভরতি করা হয়েছে। এদিকে যখন আক্রান্তের সংখ্যা বাড়ছে তখনই ঝুঁকি নিয়ে কাজ করায় ক্ষোভ বাড়ছে পুলিশ কর্মীদের একাংশের মধ্যে। কয়েকদিন আগে পুলিশ ট্রেনিং স্কুলে বিক্ষোভ দেখিয়েছিলেন প্রায় পাঁচশ পুলিশ কর্মী। এবার সেখানেই 12 জন আক্রান্ত হলেন ।
শহর কলকাতায় আক্রান্তের সংখ্য ক্রমশ বাড়ছে । এরই মাঝে সামনের সারিতে থেকে কাজ করতে হচ্ছে পুলিশ কর্মীদের । যার জেরে কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের একাধিক কর্মী কোরোনায় আক্রান্ত হয়েছেন । এই পরিস্থিতিতে কয়েকদিন আগে বিভিন্ন বিষয়ে DC কমব্যাটকে অভিযোগ জানান একদল পুলিশ কর্মী। সেখানেই শুরু হয় বিক্ষোভ। প্রায় 500 পুলিশকর্মী নিরাপত্তার প্রশ্ন তুলে ও অন্যান্য দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান PTS-এর সামনে। অবরুদ্ধ হয়ে পড়ে রাস্তা। DC কমব্যাটকে বিক্ষোভকারীরা শারীরিক নিগ্রহ করেন বলে অভিযোগ । এমনকী পুলিশ ট্রেনিং স্কুলের ভিতরেও চালানো হয় ভাঙচুর। সেই রাতেই গোটা ঘটনার কথা জানানো হয় পদস্থ আধিকারিকদের । লালবাজারের তরফে অভিযুক্ত পুলিশ কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ কর্মীদের আশ্বস্ত করেন। তিনি জানান, কোরোনার ঝুঁকি নিয়ে যাঁরা পথে নেমে কাজ করছেন, তাঁদের কাজের একটা পদ্ধতি থাকা উচিত। পাশাপাশি কোরোনা মোকবিলায় যাঁরা কাজ করছেন তাঁদের পরিবারের জন্য 10 লাখ টাকা করে বিমা করা হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী। এছাড়াও অসুস্থ পুলিশ কর্মীদের 1 লাখ টাকার সরকারি সাহায্যের ব্যবস্থা রয়েছে। পুলিশ কর্মীদের অন্য সুবিধা-অসুবিধাও তিনি দেখবেন বলে জানান সেদিন।
এবার পুলিশ ট্রেনিং স্কুলেই 12 জন কোরোনায় আক্রান্ত হলেন । ইতিমধ্যেই তাঁদের বেলেঘাটা ID হাসপাতালে ভরতি করা হয়েছে। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে।