কলকাতা, 28 জুলাই : রাজ্যের তিন জেলায় বাজ পড়ে মৃত্যু হল 11 জনের ৷ হাওড়া, বাঁকুড়া ও পূর্ব বর্ধমানে গতকাল বাজ পড়ে ৷ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎসহ বৃষ্টিপাত হয় ৷
দক্ষিণবঙ্গের তিন জেলায় গতকাল বাজ পড়ে 11 জনের মৃত্যু হয়েছে ৷ পূর্ব বর্ধমান ও বাঁকুড়ায় পাঁচজন করে এবং হাওড়ায় একজনের মৃত্যু হয়েছে ৷ বাঁকুড়া বাঁকুড়ায় মৃতদের মধ্যে একজন মহিলা রয়েছেন ৷ বাঁকুড়া সদরে চাষের জমিতে কাজ করার সময় দু’জনের মৃত্যু হয় ৷ ওন্দা এলাকায় দু’জন এবং গঙ্গাজলঘাঁটিতে একজনের মৃত্যু হয় ৷
পূর্ব বর্ধমানে গলসি থানা এলাকার বিভিন্ন গ্রামে বাজ পড়ে তিনজনের মৃত্যু হয়েছে ৷ খণ্ডঘোষের দুবরাজঘাটের কৃষি জমিতে কাজ করার সময় বাজ পড়ে এক মহিলার মৃত্যু হয় ৷ দেওয়ানদিঘি থানা এলাকার তলিত গ্রামে পুকুরে স্নানের সময় বাজ পড়ে একজনের মৃত্যু হয় ৷ আহত হয়েছেন চারজন ৷ হাওড়ার বাগনানে বৃষ্টির সময় 50 বছরের এক ব্যক্তি একটি গাছের নিচে আশ্রয় নেন ৷ সেইসময় বাজ পড়ে তাঁর মৃত্যু হয় ৷ আজও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর ৷