ETV Bharat / city

ভাই-বোন সবসময় জিতি, শাহরুখ প্রসঙ্গে মমতা - mamata

নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করার পর আজ শাহরুখ বলেন, "আমরা সবাই জিতব।"

শাহরুখ সঙ্গে মমতা
author img

By

Published : Mar 26, 2019, 9:41 PM IST

Updated : Mar 26, 2019, 11:03 PM IST

কলকাতা, 26 মার্চ : "উই উইল উইন"। মমতাকে পাশে নিয়ে বললেন শাহরুখ খান। হাতে ভিক্ট্রি সাইন দেখিয়ে আত্মবিশ্বাসের সাথে কলকাতা নাইট রাইডার্সের জয়ের কথা বলেন তিনি। সামনেই ভোট থাকায় এই ভিক্ট্রি সাইনের পিছনে এখন রাজনৈতিক রং খুঁজছে অনেকেই।

আজ নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করতে আসেন শাহরুখ খান। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "আমরা সবাই জিতব।" তারপরই তাঁকে ভিক্ট্রি সাইন দেখাতে বলেন মমতা। সেই বিষয়টি নিয়ে রাজনৈতিক প্রসঙ্গ টেনে সাংবাদিকরা জিজ্ঞাসা করলে মমতা বলেন, "আমরা ভাই- বোন। ভাই-বোন সবসময় জিতি।"

ভিডিয়োয় শুনুন মমতা ও শাহরুখের বক্তব্য়

এরপরই কলকাতা নাইট রাইডার্সের বিষয়ে আবেগপ্রবণ হয়ে শাহরুখ বলেন, "আগের ম্যাচে প্লেয়াররা কেঁদে ফেলেছিল। এই বছর আমরা জিতবই।"

কলকাতা, 26 মার্চ : "উই উইল উইন"। মমতাকে পাশে নিয়ে বললেন শাহরুখ খান। হাতে ভিক্ট্রি সাইন দেখিয়ে আত্মবিশ্বাসের সাথে কলকাতা নাইট রাইডার্সের জয়ের কথা বলেন তিনি। সামনেই ভোট থাকায় এই ভিক্ট্রি সাইনের পিছনে এখন রাজনৈতিক রং খুঁজছে অনেকেই।

আজ নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করতে আসেন শাহরুখ খান। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "আমরা সবাই জিতব।" তারপরই তাঁকে ভিক্ট্রি সাইন দেখাতে বলেন মমতা। সেই বিষয়টি নিয়ে রাজনৈতিক প্রসঙ্গ টেনে সাংবাদিকরা জিজ্ঞাসা করলে মমতা বলেন, "আমরা ভাই- বোন। ভাই-বোন সবসময় জিতি।"

ভিডিয়োয় শুনুন মমতা ও শাহরুখের বক্তব্য়

এরপরই কলকাতা নাইট রাইডার্সের বিষয়ে আবেগপ্রবণ হয়ে শাহরুখ বলেন, "আগের ম্যাচে প্লেয়াররা কেঁদে ফেলেছিল। এই বছর আমরা জিতবই।"

Intro:আজ ইডিতে ফের হাজিরা দিলেন রত্না চট্টোপাধ্যায় । এই নিয়ে দ্বিতীয়বার হাজিরা দিলেন তিনি। তবে রত্নার সঙ্গে তার ব্যবসায়ী পার্টনার চিকু ওরফে অভিজিৎ গঙ্গোপাধ্যায় হাজিরা দেননি। চিকু হাজিরা দেন কিনা সেদিকেই নজর ছিল ওয়াকিবহাল মহলের। কিন্তু আজ রত্না একাই সল্টলেকের সিজিও কম্প্লেক্সে হাজিরা দিলেন। তবে রত্না ও অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের জি সি আর কোম্পানি সম্পর্কে কি জিজ্ঞাসাবাদ করেছেন ইডি কর্তারা তা অবশ্য জানা যায়নি ।


Body:নারদ কান্ড জোরকদমে তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। গত সপ্তাতে কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে তলব করেছিল ইডি । শোভন চট্টোপাধ্যায়কে সঙ্গে নিয়েই ফাইল হাতে সিজিও কম্প্লেক্সে গিয়েছিলেন বৈশাখী। দীর্ঘক্ষন জেরা শেষে বেরিয়ে তিনি বলেছিলেন তদন্ত স্বার্থে যতবার ডাকা হবে।ততোবার যাব। সাহায্য করব তদন্ত প্রক্রিয়ায়। মূলত, শোভন চট্টোপাধ্যায়ের সম্পত্তির উৎস সম্পর্কে জানতেই চলছে একের পর এক তলব। যদিও ইডির কাছে আগেই শোভন জানিয়েছিলেন রত্না ও অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের জেসিয়ার কোম্পানির কথা। তিনি বলেছিলেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সময় স্ত্রীর সম্পত্তির হিসেব পেশ করতে গিয়েই জানতে পারেন এই সম্পর্কের বিষয়। তার কথার সূত্র ধরে রত্না চট্টোপাধ্যায়কে তলব করে ইডি। যদিও সে সময় রত্না লন্ডনে ছিলেন। এরপর লন্ডন থেকে ফিরেই তিনি ইডির মুখোমুখি হন। এরপর বেশ কমাস বিরত ছিল গোটা তদন্তের বিষয়টি । সম্প্রতি আবারও জোরকদমে শুরু হয়েছে তদন্ত প্রক্রিয়া। প্রথমে বৈশাখী বন্দ্যোপাধ্যায় তারপর রত্না চট্টোপাধ্যায়কে তলব করল ই ডি। রত্নার সহযোগী তথা জেসিয়ার কোম্পানির অন্যতম অংশীদার চিকু ওরফে অভিজিৎ গঙ্গোপাধ্যায় হাজিরা কবে দেন এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের


Conclusion:
Last Updated : Mar 26, 2019, 11:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.