ETV Bharat / city

কেন একুশে জুলাইয়ে যায়নি? খুন ও ধর্ষণের হুমকি

21 জুলাইয়ের শহিদ সমাবেশে না যাওয়ায় গ্রামবাসীদের গালিগালজ, প্রাণে মারার হুমকি ৷ মহিলাদের ধর্ষণের হুমকি দেওয়া হয় । পুলিশকে জানানো হলেও পুলিশ পদক্ষেপ না করায় আজ সকালে গ্রামবাসীরা আমতা - রানিহাটি রাস্তা অবরোধ করে ।

গ্রামবাসীদের খুন ও ধর্ষণের হুমকি
author img

By

Published : Jul 22, 2019, 2:10 PM IST

Updated : Jul 22, 2019, 9:02 PM IST

উলুবেড়িয়া, 22 জুলাই : 21 জুলাইয়ের শহিদ সমাবেশে না যাওয়া গ্রামবাসীদের গালিগালাজ, প্রাণে মারার হুমকি স্থানীয় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ৷ এছাড়াও মহিলাদের তুলে নিয়ে গিয়ে ধর্ষণের হুমকি দেওয়া হয় ৷ হাওড়ার আমতার চন্দ্রপুর বোদকপাড়া গ্রামের ঘটনা ৷ গ্রামবাসীদের অভিযোগ, জানানো সত্ত্বেও কোনও পদক্ষেপ নেয়নি পুলিশ ৷ যার জেরে আজ চন্দ্রপুরের বড় পোলের কাছে আমতা - রানিহাটি রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা ৷

গতকাল 21 জুলাইয়ের সমাবেশে যায়নি বোদকপাড়ার বাসিন্দারা৷ তাদের বক্তব্য, লোকসভা নির্বাচনে তারা ভোট দিতে পারেনি ৷ তাই মিছিলে যেতে চায়নি ৷ অভিযোগ, এই শুনে স্থানীয় শাসকদলের কর্মীরা হুমকি দেয়, যারা সমাবেশে যায়নি তাদের বাড়িতে ভাঙচুর চালানো হবে, প্রাণে মেরে ফেলা হবে ৷ মহিলাদের ধর্ষণ করা হবে ৷ তাদের হাতে আগ্নেয়াস্ত্র ছিল ৷ যাওয়ার সময় তারা শূন্যে গুলিও চালায় ৷ এরপর গতকালই পুলিশে অভিযোগ জানায় গ্রামবাসীরা ৷ কিন্তু পুলিশ কোনও পদক্ষেপ করেনি ৷ তাই আজ সকালে গ্রামবাসীরা আমতা - রানিহাটি রাস্তা অবরোধ করে ৷ প্রায় দু'ঘণ্টা অবরোধ চলে ৷ পরে পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয় ৷ অভিযোগ, গ্রামবাসীরা অবরোধ তুলে নিলেও শাসকদলের লোকজন পিছন থেকে লাঠি, বোম, অস্ত্র নিয়ে হামলা চালায় ৷ পুলিশকে লক্ষ্য করেও ইট ছোড়ে ৷ বিক্ষোভকারী গ্রামবাসীরা তখন বড় পোল থেকে মুক্তিচকের দিকে পালিয়ে যায় ৷ এরপর পুলিশ প্রশাসন উভয়পক্ষকেই তাড়া করে ৷

ভিডিয়োয় দেখুন

ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে ৷ পরিস্থিতি সামাল দিতে এলাকার বিভিন্ন জায়গায় পুলিশ পিকেট বসানো হয়েছে ৷ বন্ধ রয়েছে দোকানপাট ৷ গোটা ঘটনায় স্থানীয় তৃণমূল নেতৃত্বের প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

tmc, villagers threatened to be killed, 21 july tmc meeting
গ্রামবাসীরা আমতা - রানিহাটি রাস্তা অবরোধ করে ৷ দু'ঘণ্টা পর পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয় ৷

উলুবেড়িয়া, 22 জুলাই : 21 জুলাইয়ের শহিদ সমাবেশে না যাওয়া গ্রামবাসীদের গালিগালাজ, প্রাণে মারার হুমকি স্থানীয় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ৷ এছাড়াও মহিলাদের তুলে নিয়ে গিয়ে ধর্ষণের হুমকি দেওয়া হয় ৷ হাওড়ার আমতার চন্দ্রপুর বোদকপাড়া গ্রামের ঘটনা ৷ গ্রামবাসীদের অভিযোগ, জানানো সত্ত্বেও কোনও পদক্ষেপ নেয়নি পুলিশ ৷ যার জেরে আজ চন্দ্রপুরের বড় পোলের কাছে আমতা - রানিহাটি রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা ৷

গতকাল 21 জুলাইয়ের সমাবেশে যায়নি বোদকপাড়ার বাসিন্দারা৷ তাদের বক্তব্য, লোকসভা নির্বাচনে তারা ভোট দিতে পারেনি ৷ তাই মিছিলে যেতে চায়নি ৷ অভিযোগ, এই শুনে স্থানীয় শাসকদলের কর্মীরা হুমকি দেয়, যারা সমাবেশে যায়নি তাদের বাড়িতে ভাঙচুর চালানো হবে, প্রাণে মেরে ফেলা হবে ৷ মহিলাদের ধর্ষণ করা হবে ৷ তাদের হাতে আগ্নেয়াস্ত্র ছিল ৷ যাওয়ার সময় তারা শূন্যে গুলিও চালায় ৷ এরপর গতকালই পুলিশে অভিযোগ জানায় গ্রামবাসীরা ৷ কিন্তু পুলিশ কোনও পদক্ষেপ করেনি ৷ তাই আজ সকালে গ্রামবাসীরা আমতা - রানিহাটি রাস্তা অবরোধ করে ৷ প্রায় দু'ঘণ্টা অবরোধ চলে ৷ পরে পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয় ৷ অভিযোগ, গ্রামবাসীরা অবরোধ তুলে নিলেও শাসকদলের লোকজন পিছন থেকে লাঠি, বোম, অস্ত্র নিয়ে হামলা চালায় ৷ পুলিশকে লক্ষ্য করেও ইট ছোড়ে ৷ বিক্ষোভকারী গ্রামবাসীরা তখন বড় পোল থেকে মুক্তিচকের দিকে পালিয়ে যায় ৷ এরপর পুলিশ প্রশাসন উভয়পক্ষকেই তাড়া করে ৷

ভিডিয়োয় দেখুন

ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে ৷ পরিস্থিতি সামাল দিতে এলাকার বিভিন্ন জায়গায় পুলিশ পিকেট বসানো হয়েছে ৷ বন্ধ রয়েছে দোকানপাট ৷ গোটা ঘটনায় স্থানীয় তৃণমূল নেতৃত্বের প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

tmc, villagers threatened to be killed, 21 july tmc meeting
গ্রামবাসীরা আমতা - রানিহাটি রাস্তা অবরোধ করে ৷ দু'ঘণ্টা পর পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয় ৷
Intro:উলুবেড়িয়া,,২১ শে জুলাইয়ের শহীদ সমাবেশে না যাওয়ায় আমতা চন্দ্রপুর বোদকপাড়ার গ্রামবাসীদের গালিগালাজ ও প্রানে মেরে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ তৃনমূলের বিরুদ্ধে। পুলিশ কোনো পদক্ষেপ গ্রহন না করায় আমতা - রানিহাটি রাস্তার চন্দ্রপুর বড় পোলে অবরোধ গ্রামবাসীদের। অবরোধকারীদের অভিযোগ তারাও তৃনমূল সমর্থক। তাসত্ত্বেও তাদের ভোট দিতে বাধা দেয় তৃনমূলের একাংশ। গতকালের শহীদ সমাবেশে যেতে রাজি না হওয়ায়, তার পর থেকেই প্রানে মেরে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে তাদের। ঘন্টা দুয়েক অবরোধ চলার পর পুলিশ গিয়ে অবরোধ তুলে দিলে গ্রামবাসীরা পুলিশকে লক্ষ্য করে ইঁট ছোড়ে বলে অভিযোগ। এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী ও র‌্যাফ। এলাকার সমস্ত দোকানপাট বন্ধ রয়েছে।Body:হConclusion:
Last Updated : Jul 22, 2019, 9:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.