হাওড়া, 6 জুলাই : ভুয়ো আইএএস কাণ্ডের পর সচেতন বয়ে গিয়েছেন উলুবেড়িয়া উত্তরের বিধায়ক ৷ যে কারও সঙ্গে সেলফি নেওয়ার ক্ষেত্রে রাশ টেনেছেন তিনি ৷ পাশাপাশি তাঁর দাবি, দেবাঞ্জন দেব এবং এই ভুয়ো ভ্যাকসিন বিজেপির দুর্নীতির ফলাফল ৷
মঙ্গলবার উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের বিধায়ক নির্মল মাঝি সাংবাদিক সম্মেলনে জানান, এই ভুয়ো ভ্যাকসিন কাণ্ড আসলে বিজেপির তৈরি । এর আগেও অনেক ইস্যু তারা তৈরি করেছে ৷ সেগুলো পরে বুমেরাং হয়ে তাদের দিকেই ফিরে গিয়েছে । নির্বাচনে জেতার জন্য তারা কোটি কোটি টাকা খরচ করেছে । রাজ্যের যুবকদের মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য অনেক অনৈতিক কাজ তারা করেছে । পাশাপাশি জানান, সেলফি প্রসঙ্গেও সচেতন হয়ে গিয়েছেন তিনি ৷ দেবাঞ্জন কাণ্ডের সাফাই দিয়ে জানান, এই ধরনের অনৈতিক কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা অনেক জন প্রতিনিধির সঙ্গেই ছবি তোলেন । তাই তিনি এই ঘটনার পরে সিদ্ধান্ত নিয়েছেন কারও সঙ্গে তিনি কোনও সেলফি আর তুলবেন না । তাই এখন কেউ সেলফি নিতে এলে তিনি সবিনয়ে তা প্রত্যাখ্যান করেন ।
বিধানসভা ভোটের ফল এবং সরকার গড়ার হ্যাটট্রিক । তারপরের অন্তত কয়েকটা মাস চলার পথ যথেষ্ট মসৃণ হবে, এমনটাই প্রত্যাশা ছিল শাসক দলের । কিন্তু কসবায় ঘটে যাওয়া ভুয়ো ভ্যাকসিন কাণ্ড বিরোধীদের হাতে অস্ত্র তুলে দিয়েছে । ফলে মহামারি আইন জারি থাকা সত্ত্বেও কখনও বাম, কখনও বিজেপি রাস্তায় নেমে পড়ছে বিক্ষোভ দেখাতে । এই আবহেই গতকাল রাজ্য বিধানসভায় তৃণমূল কংগ্রেস পরিষদীয় দলের বৈঠক ডাকা হয়েছিল । যেখানে একদিকে যেমন নতুন নির্বাচিত বিধায়কদের পরিষদীয় রীতি-নীতি সম্পর্কে ওয়াকিবহাল করা হয়, অন্যদিকে দলের সব বিধায়কদের 'কী করবেন, কী করবেন না' সে সম্পর্কে জানান হয় ।
সূত্রের খবর, এই বৈঠকে দলের তরফে বিধায়কদের মূলত যে বিষয়গুলো নিয়ে সতর্ক করা হয় তার মধ্যে অন্যতম হল, কসবা কাণ্ড থেকে দলীয় নেতাদের শিক্ষা নেওয়ার পরামর্শ দেওয়া হয় । বৈঠকে বিধায়কদের নির্দেশ দেওয়া হয়- কোনও অনুষ্ঠানে গেলে আয়োজক কারা, আমন্ত্রিত তালিকায় কে কে আছেন, তা ভালভাবে জেনে নিয়ে তবেই যাবেন । দেবাঞ্জন কাণ্ডের জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
গতকাল তৃণমূলের পরিষদীয় দলের বৈঠকে দলের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয় বিধায়কদের । স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, যদি কোনও ভাবে কোনও বিধায়কের সঙ্গে অসৎ উদ্দেশ্যের মানুষের কিংবা দুষ্কৃতীদের ছবি দেখা যায় তাহলে সংশ্লিষ্ট বিধায়ককেই কৈফিয়ৎ দিতে হবে দলের কাছে । বারবার করে সেলফি বা ছবি তোলার ক্ষেত্রে সতর্ক করা হয় ৷ যাঁরা নতুন ভোটে জিতে প্রথমবার বিধায়ক হয়েছেন তাঁদের স্থানীয় পুর প্রশাসকদের সঙ্গে সমন্বয় রেখে চলতে বলা হয় । দেবাঞ্জন দেব কাণ্ডের ক্ষেত্রে নতুন বিধায়ক লাভলি মৈত্র এবং সাংসদ মিমি চক্রবর্তীদের নাম প্রকাশ্যে আসে । পরে দলের একাধিক প্রবীণ নেতা ও মন্ত্রীদের ছবি সামনে আসে । ফলে এই বিশেষ সতর্কতা বলেই দলের একাধিক নেতার ধারণা ।
রাজনৈতিক মহল বলছে, ভোটের ফল বেরনোর পরে একদিকে দলের সাংসদ, বিধায়কের ব্যক্তিগত জীবনের টানাপোড়েন প্রকাশ্যে চলে আসার পাশাপাশি কসবার ঘটনা যথেষ্ট বিব্রত করেছে শাসকদলকে । তাই এই কড়াকড়ি
আরও পড়ুন : শহরে নীলবাতি লাগানো গাড়ি-সহ গ্রেফতার ভুয়ো সিবিআই আধিকারিক