ETV Bharat / city

Agnipath Scheme Protest: অগ্নিপথ বিক্ষোভ ঘিরে হাওড়া স্টেশনে বিপাকে যাত্রীরা

অগ্নিপথকে কেন্দ্র করে বিক্ষোভ(Agnipath Scheme Protest) ও ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় 24 ঘণ্টার বেশি সময় ধরে হাওড়া স্টেশনে আটকে যাত্রীরা (Train passengers facing problems)। তাদের বাড়ি ফেরা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চিয়তা ।

Train passengers facing problems due to Agnipath Scheme Protest
Agnipath Scheme Protest
author img

By

Published : Jun 18, 2022, 8:54 PM IST

Updated : Jun 18, 2022, 9:21 PM IST

হাওড়া, 18 জুন: অগ্নিপথ প্রকল্প নিয়ে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ চলছে (Agnipath Scheme Protest)। আর এই আন্দোলনের প্রভাবে সাধারণ মানুষকে পড়তে হচ্ছে চরম দুর্ভোগে (Train passengers facing problems)। স্বভাবতই এই আন্দোলনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে । আর এসবের মধ্যে হাওড়া স্টেশন থেকে নিজেদের গন্তব্যে যাত্রাকারীদের জীবন অতিষ্ট হয়ে উঠেছে । সেই দুর্ভোগ ও হয়রানির চিত্র ধরা পড়ল শনিবার হাওড়া স্টেশনে (Howrah Station)।

Train passengers facing problems due to Agnipath Scheme Protest
যাত্রীদের বাড়ি ফেরা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চিয়তা

গতকাল দুপুর 1টা থেকে হাওড়া স্টেশনে অপেক্ষাতে রয়েছেন পঞ্জাব থেকে আসা দুই ছাত্র । পড়াশোনার জন্য এই রাজ্যে এসেছিলেন তাঁরা । গতকাল বাড়ি ফেরার ট্রেন বাতিল হতেই এখন বর্তমানে তাঁদের ঠিকানা হাওড়া স্টেশন । পঙ্কজ চৌধুরী বলেন, "যেভাবে বিক্ষোভ হচ্ছে সেটা হওয়া উচিত নয় । এতে সাধারণ মানুষেরা সমস্যাতে পড়েন ।" তিনি আরও বলেন, "এখন আমাদের থাকা, খাওয়ায় সমস্যা তৈরি হয়েছে । একটা ট্রেন যাবে বলে শুনেছি কিন্তু সেটাও এখনও নিশ্চিত নয় । অগত্যা আজকের রাত্রিতে যদি যেতে না পারি, তাহলে বাস রুটের উপরে ভরসা করতে হবে ।"

Train passengers facing problems due to Agnipath Scheme Protest
24 ঘণ্টার বেশি সময় ধরে হাওড়া স্টেশনে আটকে যাত্রীরা

অপরদিকে বসিরহাট থেকে গয়াতে যাওয়ার কথা পরাণ কৃষ্ণ করের । দীর্ঘ সময় ধরে স্টেশনে বসে ট্রেনের অপেক্ষা করছেন । তবে গয়াগামী ট্রেন দু'ঘণ্টার বেশি বিলম্বে চলছে বলেই তিনি জানান । এতে সমস্যায় পড়েছেন পরাণ । যে কাজের জন্য যাবেন তাও বিলম্বিত হবে। যদিও তাদের মত সাধারণ মানুষের অসুবিধা হলেও, তা মেনে নিতে একপ্রকার বাধ্যই তাঁরা ।

এই অগ্নিপথ আন্দোলনকে কেন্দ্র করে যেভাবে ট্রেন পোড়ানো ও পাথর ছোড়া হচ্ছে, তার প্রভাব পড়ছে সাধারণ মানুষের যাতায়াতে । হাওড়া স্টেশনে নিজের গন্তব্যে পৌঁছনোর জন্য অপেক্ষমান সকল যাত্রীদের কাছেই এই আন্দোলন কাম্য নয় বলেই তাদের অভিমত (Train passengers facing problems due to Agnipath Scheme Protest)।

Train passengers facing problems due to Agnipath Scheme Protest
দুর্ভোগ ও হয়রানির চিত্র ধরা পড়ল শনিবার হাওড়া স্টেশনে

রেলের যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখে একাধিক যাত্রীবাহী ট্রেন পরিষেবা বন্ধ করল এবার পূর্ব রেল। যার জেরে দুর্ভোগের মধ্যে পড়েছে ভিন রাজ্য থেকে এই রাজ্যে আসা অনেক মানুষ । গতকাল থেকে বিহার, উত্তরপ্রদেশ ও তামিলনাড়ুর বিস্তীর্ণ স্থানে বিক্ষোভের জেরে একাধিক ট্রেনের কামরায় বিক্ষোভকারীরা আগুন লাগিয়ে দেওয়া হয় । পরিস্থিতি নিয়ে পূর্ব রেলের আধিকারিকদের সঙ্গে আলোচনার পর ওই ট্রেনগুলি বাতিল করা হয়েছে ।

আরও পড়ুন : Train Cancel : 'অগ্নিপথ' নিয়ে উত্তপ্ত দেশ, হাওড়া-দিল্লি দুরন্ত এক্সপ্রেস-সহ বাতিল দূরপাল্লার একাধিক ট্রেন

হাওড়া, 18 জুন: অগ্নিপথ প্রকল্প নিয়ে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ চলছে (Agnipath Scheme Protest)। আর এই আন্দোলনের প্রভাবে সাধারণ মানুষকে পড়তে হচ্ছে চরম দুর্ভোগে (Train passengers facing problems)। স্বভাবতই এই আন্দোলনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে । আর এসবের মধ্যে হাওড়া স্টেশন থেকে নিজেদের গন্তব্যে যাত্রাকারীদের জীবন অতিষ্ট হয়ে উঠেছে । সেই দুর্ভোগ ও হয়রানির চিত্র ধরা পড়ল শনিবার হাওড়া স্টেশনে (Howrah Station)।

Train passengers facing problems due to Agnipath Scheme Protest
যাত্রীদের বাড়ি ফেরা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চিয়তা

গতকাল দুপুর 1টা থেকে হাওড়া স্টেশনে অপেক্ষাতে রয়েছেন পঞ্জাব থেকে আসা দুই ছাত্র । পড়াশোনার জন্য এই রাজ্যে এসেছিলেন তাঁরা । গতকাল বাড়ি ফেরার ট্রেন বাতিল হতেই এখন বর্তমানে তাঁদের ঠিকানা হাওড়া স্টেশন । পঙ্কজ চৌধুরী বলেন, "যেভাবে বিক্ষোভ হচ্ছে সেটা হওয়া উচিত নয় । এতে সাধারণ মানুষেরা সমস্যাতে পড়েন ।" তিনি আরও বলেন, "এখন আমাদের থাকা, খাওয়ায় সমস্যা তৈরি হয়েছে । একটা ট্রেন যাবে বলে শুনেছি কিন্তু সেটাও এখনও নিশ্চিত নয় । অগত্যা আজকের রাত্রিতে যদি যেতে না পারি, তাহলে বাস রুটের উপরে ভরসা করতে হবে ।"

Train passengers facing problems due to Agnipath Scheme Protest
24 ঘণ্টার বেশি সময় ধরে হাওড়া স্টেশনে আটকে যাত্রীরা

অপরদিকে বসিরহাট থেকে গয়াতে যাওয়ার কথা পরাণ কৃষ্ণ করের । দীর্ঘ সময় ধরে স্টেশনে বসে ট্রেনের অপেক্ষা করছেন । তবে গয়াগামী ট্রেন দু'ঘণ্টার বেশি বিলম্বে চলছে বলেই তিনি জানান । এতে সমস্যায় পড়েছেন পরাণ । যে কাজের জন্য যাবেন তাও বিলম্বিত হবে। যদিও তাদের মত সাধারণ মানুষের অসুবিধা হলেও, তা মেনে নিতে একপ্রকার বাধ্যই তাঁরা ।

এই অগ্নিপথ আন্দোলনকে কেন্দ্র করে যেভাবে ট্রেন পোড়ানো ও পাথর ছোড়া হচ্ছে, তার প্রভাব পড়ছে সাধারণ মানুষের যাতায়াতে । হাওড়া স্টেশনে নিজের গন্তব্যে পৌঁছনোর জন্য অপেক্ষমান সকল যাত্রীদের কাছেই এই আন্দোলন কাম্য নয় বলেই তাদের অভিমত (Train passengers facing problems due to Agnipath Scheme Protest)।

Train passengers facing problems due to Agnipath Scheme Protest
দুর্ভোগ ও হয়রানির চিত্র ধরা পড়ল শনিবার হাওড়া স্টেশনে

রেলের যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখে একাধিক যাত্রীবাহী ট্রেন পরিষেবা বন্ধ করল এবার পূর্ব রেল। যার জেরে দুর্ভোগের মধ্যে পড়েছে ভিন রাজ্য থেকে এই রাজ্যে আসা অনেক মানুষ । গতকাল থেকে বিহার, উত্তরপ্রদেশ ও তামিলনাড়ুর বিস্তীর্ণ স্থানে বিক্ষোভের জেরে একাধিক ট্রেনের কামরায় বিক্ষোভকারীরা আগুন লাগিয়ে দেওয়া হয় । পরিস্থিতি নিয়ে পূর্ব রেলের আধিকারিকদের সঙ্গে আলোচনার পর ওই ট্রেনগুলি বাতিল করা হয়েছে ।

আরও পড়ুন : Train Cancel : 'অগ্নিপথ' নিয়ে উত্তপ্ত দেশ, হাওড়া-দিল্লি দুরন্ত এক্সপ্রেস-সহ বাতিল দূরপাল্লার একাধিক ট্রেন

Last Updated : Jun 18, 2022, 9:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.