ETV Bharat / city

মমতার সরকার পশ্চিমবঙ্গে শান্তি ফিরতে দেবে না : সায়ন্তন বসু - Sayantan Basu

সায়ন্তন বসু বলেন, "মমতার সরকার পশ্চিমবঙ্গে শান্তি ফিরতে দেবে না । তিনি প্রকাশ্যে শান্তির কথা বললেও পরোক্ষে অশান্তিতে উসকানি দিচ্ছেন । অশান্তির যাতে বাড়ে সে জন্যই তিনি পথে নামছেন ।" রাজ্য তথা সারা দেশে শান্তি বজায় রাখার চেষ্টা করছে BJP সরকার ৷

the lawlessness in state going on for CM said sayantan basu
রাজ্যের অরাজকতা নিয়ে মন্তব্য সায়ন্তন বসুর
author img

By

Published : Dec 14, 2019, 10:39 PM IST

হাওড়া, 14 ডিসেম্বর: নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 নিয়ে চরম অশান্তি শুরু হয়েছে সারা রাজ্য জুড়ে ৷ রাজ্যে শান্তিশৃঙ্খলা ভেঙে অশান্তি করছে ভারতে অনুপ্রবেশকারী কিছু লোক ৷ আর তাদের উস্কানি দিচ্ছে মুখ্যমন্ত্রী ৷ অথচ ভারতীয় মুসলিমরা শান্তি চায় ৷ তারা দেশকে ভালোবাসে ৷ আজ হাওড়া গ্রামীণ জেলা BJP পার্টি অফিসে এসে এই মন্তব্য করেন রাজ্য BJP-র সাধারণ সম্পাদক সায়ন্তন বসু ৷

রাজ্যে যে অরাজকতা চলছে সে বিষয়ে সায়ন্তন এদিন মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন ৷ তিনি বলেন, "মমতার সরকার পশ্চিমবঙ্গে শান্তি ফিরতে দেবে না । তিনি প্রকাশ্যে শান্তির কথা বললেও পরোক্ষে অশান্তিতে উসকানি দিচ্ছেন । অশান্তির যাতে বাড়ে সে জন্যই তিনি পথে নামছেন ।" রাজ্য তথা সারা দেশে শান্তি বজায় রাখার চেষ্টা করছে BJP সরকার ৷ কিন্তু এ রাজ্যের মুখ্যমন্ত্রীর উস্কানিতে রাজ্যে বিশৃঙ্খলতা বেড়েই চলেছে ৷ মুখ্যমন্ত্রীর ভোটব্যাঙ্ক হাতছাড়া হয়ে যাচ্ছে তাই এমন করছেন ৷ মুখ্যমন্ত্রী নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 আটকাবেন । কিন্তু তা সম্ভব নয় । কারণ এটা কেন্দ্রীয় সরকারি আইন ।

শুনুন সায়ন্তন বসুর বক্তব্য

সায়ন্তন বলেন, "আজ তিনি যদি মনে করেন যে রাজধানী এক্সপ্রেস হাওড়া থেকে চলতে দেবেন না, তা সম্ভব নয় ৷ চাইলেও উনি বিষয়টিকে আটকাতে পারবেন না । তেমন CAA-কে আটকাতে পারবেন না । পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্য পুলিশ কোনভাবেই সহযোগিতা করছে না । শুধুমাত্র রেল নয়, রাজ্যের যে কোনও জায়গায় অশান্তি হলে পুলিশ দর্শকের ভূমিকা পালন করছে মাত্র ।"

নাগরিকত্ব আইনের প্রতিবাদের নামে রাজ্যে যে তাণ্ডব চলছে, তা নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সায়ন্তন ৷ তিনি বলেন, "তাণ্ডবকারীদের কতজনকে কী কী ধারায় এখনও পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে তা জানিয়ে দিক মুখ্যমন্ত্রী ৷ আর তা যদি 48 ঘণ্টা মধ্যে না জানাতে পারেন তাহলে হাইকোর্টে মামলা দায়ের করা হবে । "

হাওড়া, 14 ডিসেম্বর: নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 নিয়ে চরম অশান্তি শুরু হয়েছে সারা রাজ্য জুড়ে ৷ রাজ্যে শান্তিশৃঙ্খলা ভেঙে অশান্তি করছে ভারতে অনুপ্রবেশকারী কিছু লোক ৷ আর তাদের উস্কানি দিচ্ছে মুখ্যমন্ত্রী ৷ অথচ ভারতীয় মুসলিমরা শান্তি চায় ৷ তারা দেশকে ভালোবাসে ৷ আজ হাওড়া গ্রামীণ জেলা BJP পার্টি অফিসে এসে এই মন্তব্য করেন রাজ্য BJP-র সাধারণ সম্পাদক সায়ন্তন বসু ৷

রাজ্যে যে অরাজকতা চলছে সে বিষয়ে সায়ন্তন এদিন মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন ৷ তিনি বলেন, "মমতার সরকার পশ্চিমবঙ্গে শান্তি ফিরতে দেবে না । তিনি প্রকাশ্যে শান্তির কথা বললেও পরোক্ষে অশান্তিতে উসকানি দিচ্ছেন । অশান্তির যাতে বাড়ে সে জন্যই তিনি পথে নামছেন ।" রাজ্য তথা সারা দেশে শান্তি বজায় রাখার চেষ্টা করছে BJP সরকার ৷ কিন্তু এ রাজ্যের মুখ্যমন্ত্রীর উস্কানিতে রাজ্যে বিশৃঙ্খলতা বেড়েই চলেছে ৷ মুখ্যমন্ত্রীর ভোটব্যাঙ্ক হাতছাড়া হয়ে যাচ্ছে তাই এমন করছেন ৷ মুখ্যমন্ত্রী নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 আটকাবেন । কিন্তু তা সম্ভব নয় । কারণ এটা কেন্দ্রীয় সরকারি আইন ।

শুনুন সায়ন্তন বসুর বক্তব্য

সায়ন্তন বলেন, "আজ তিনি যদি মনে করেন যে রাজধানী এক্সপ্রেস হাওড়া থেকে চলতে দেবেন না, তা সম্ভব নয় ৷ চাইলেও উনি বিষয়টিকে আটকাতে পারবেন না । তেমন CAA-কে আটকাতে পারবেন না । পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্য পুলিশ কোনভাবেই সহযোগিতা করছে না । শুধুমাত্র রেল নয়, রাজ্যের যে কোনও জায়গায় অশান্তি হলে পুলিশ দর্শকের ভূমিকা পালন করছে মাত্র ।"

নাগরিকত্ব আইনের প্রতিবাদের নামে রাজ্যে যে তাণ্ডব চলছে, তা নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সায়ন্তন ৷ তিনি বলেন, "তাণ্ডবকারীদের কতজনকে কী কী ধারায় এখনও পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে তা জানিয়ে দিক মুখ্যমন্ত্রী ৷ আর তা যদি 48 ঘণ্টা মধ্যে না জানাতে পারেন তাহলে হাইকোর্টে মামলা দায়ের করা হবে । "

Intro:মমতার সরকার পশ্চিমবঙ্গে শান্তি ফিরতে দেবেনা। তিনি প্রকাশ্যে শান্তির কথা বললেও পরোক্ষে অশান্তির দিকেই উস্কানি দিচ্ছেন। অশান্তির যাতে বাড়ে সে জন্যই তিনি পথে নামছেন। আমরা শান্তির পক্ষে। আসলে উনি এরকম করছেন কারণ বাংলাদেশি মুসলিম যারা অনুপ্রবেশকারী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটব্যাঙ্ক। সেই কারণেই তিনি আতঙ্কিত। চলো ভারতের মুসলিম ভারতে বসবাস করেন তারা দেশাত্মবোধক চিন্তা ভাবনা করেন। মুখ্যমন্ত্রী বলছেন সিটিজেন্স আমেন্ডমেন্ট অ্যাক্ট আটকাবেন। কিন্তু এটা তার পক্ষে সম্ভব নয়। কারণ এটা কেন্দ্রীয় সরকারি আইন। আজ তিনি যদি মনে করেন যে রাজধানী এক্সপ্রেস হাওড়া থেকে চলতে দেবেন না তা তো হতে পারে না। উনি চাইলেও সে বিষয়টি আটকাতে পারবেন না। সেরকমই এই আইন প্রয়োগ আটকাতে পারবেন না তিনি। এর পাশাপাশি রাজ্য পুলিশ কোনভাবেই সহযোগিতা করছে না বলে অভিযোগ করেন তিনি। তার কথায় শুধুমাত্র রেল এর জায়গাতেই নয়, রাজ্য সরকারি জায়গাতেও কোনো অশান্তি হলে পুলিশ দর্শকের ভূমিকা পালন করছে। এদিকে এই যে অশান্তি চলছে লাগাতার তাতে তাদের গ্রেপ্তার করা হয়েছে কি কি ধারায় গ্রেপ্তার করা হয়েছে তা যদি মুখ্যমন্ত্রী 48 ঘণ্টার মধ্যে না জানা তাহলে আমরা হাইকোর্টে মামলা করব।Body:ডConclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.