ETV Bharat / city

Smriti Irani: 'কালী' মন্তব্যের জন্য শাস্তি হওয়া উচিত ছিল মহুয়ার, তোপ স্মৃতির - স্মৃতি ইরানি

'কালী' পোস্টার বিতর্কের (Kaali Poster Row) মধ্যেই মহুয়া মৈত্রের (Mahua Moitra) মন্তব্য নিয়ে সমালোচনা শুরু হয়েছে ৷ কিন্তু, তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি তৃণমূল নেতৃত্ব ৷ এর জন্য রাজ্যের শাসকদলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি (Smriti Irani) ৷

Smriti Irani slams tmc leadership for not taking any action against Mahua Moitra
Smriti Irani: 'কালী' মন্তব্যের জন্য শাস্তি হওয়া উচিত ছিল মহুয়ার ! তোপ স্মৃতির
author img

By

Published : Jul 11, 2022, 5:23 PM IST

হাওড়া, 11 জুলাই: অমিত মালব্যর (Amit Malviya) পর স্মৃতি ইরানি (Smriti Irani) ৷ 'কালী' বিতর্কে মহুয়া মৈত্রের (Mahua Moitra) বিরুদ্ধে পদক্ষেপ না করায় তৃণমূল নেতৃত্বকে দুষলেন কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রী ৷ তিনদিনের সফরে রবিবারই পশ্চিমবঙ্গে পৌঁছন স্মৃতি ৷ প্রথম দিনে হাওড়ায় দলের নেতা ও কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন ৷ সেখানে একটি সাংগঠনিক বৈঠকেও যোগ দেন তিনি ৷ পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে 'কালী' বিতর্কে মহুয়া মৈত্রের মন্তব্য নিয়ে মুখ খোলেন স্মৃতি ৷ তাঁর মতে, এমন আচরণের জন্য মহুয়ার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত ছিল ৷ কিন্তু, তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তেমনটা না করায় ক্ষোভ উগরে দেন তিনি ৷

'কালী' পোস্টার বিতর্কে (Kaali Poster Row) ঘৃতাহুতি পড়ে মহুয়া মৈত্রের একটি মন্তব্যে ৷ দেবী কালী এবং তাঁর পুজোর আচার নিয়ে মহুয়ার করা মন্তব্য়ের জেরে সমালোচনা শুরু হয় ৷ তৃণমূল কংগ্রেস দলীয়ভাবে মহুয়ার মন্তব্য থেকে দূরত্ব বজায় রাখলেও সাংসদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি ৷ বিষয়টি নিয়ে রবিবারই সরব হয়েছিলেন অমিত মালব্য ৷ রবিবার স্বামী আত্মস্থানন্দের আবির্ভাব দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর বার্তায় সমগ্র বাঙালি জাতিকেই কালীভক্তির জন্য প্রশংসায় ভরিয়ে দেন প্রধানমন্ত্রী ৷

আরও পড়ুন: Narendra Modi: মোদির মুখে বাঙালির কালীভজন ! তুলনা টেনে মহুয়া-মমতাকে কটাক্ষ বিজেপি নেতার

এরপরই একের পর এক টুইটে মোদির সঙ্গে মহুয়া মৈত্র ও মমতা বন্দ্যোপাধ্য়ায়ের তুলনা টানেন অমিত মালব্য ৷ তাঁর বক্তব্য ছিল, বাংলা তথা সমগ্র ভারতের আরাধ্যা দেবী কালীকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন প্রধানমন্ত্রী ৷ অথচ, তৃণমূলের সাংসদ সেই দেবীকেই লাগাতার অপমান করে চলেছেন ৷ এভাবে তিনি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কেও অপমান করেছেন বলে মত অমিত মালব্য়ের ৷ রবিবার কার্যত একই সুর শোনা গিয়েছে স্মৃতি ইরানির গলাতেও ৷

স্মৃতি বলেন, তৃণমূল সাংসদের এমন আচরণে তিনি মোটেও অবাক হননি ৷ কারণ, আগেও তৃণমূল কংগ্রেস এমন কাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রীর ৷ তাঁর বক্তব্য, ভারতের সংখ্যাগুরু সম্প্রদায় এবং তাঁদের আরাধ্য দেবদেবীকে অসম্মান করাই তৃণমূলের রেওয়াজ ৷ তারা আগেও এমন ঘটনা ঘটিয়েছে ৷ স্মৃতি মনে করেন, মহুয়া যে আচরণ করেছেন, তার জন্য তাঁর শাস্তি পাওয়া উচিত ছিল ৷ কিন্তু, তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তাঁর বিরুদ্ধে এমন কোনও পদক্ষেপ করেনি ৷

হাওড়া, 11 জুলাই: অমিত মালব্যর (Amit Malviya) পর স্মৃতি ইরানি (Smriti Irani) ৷ 'কালী' বিতর্কে মহুয়া মৈত্রের (Mahua Moitra) বিরুদ্ধে পদক্ষেপ না করায় তৃণমূল নেতৃত্বকে দুষলেন কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রী ৷ তিনদিনের সফরে রবিবারই পশ্চিমবঙ্গে পৌঁছন স্মৃতি ৷ প্রথম দিনে হাওড়ায় দলের নেতা ও কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন ৷ সেখানে একটি সাংগঠনিক বৈঠকেও যোগ দেন তিনি ৷ পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে 'কালী' বিতর্কে মহুয়া মৈত্রের মন্তব্য নিয়ে মুখ খোলেন স্মৃতি ৷ তাঁর মতে, এমন আচরণের জন্য মহুয়ার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত ছিল ৷ কিন্তু, তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তেমনটা না করায় ক্ষোভ উগরে দেন তিনি ৷

'কালী' পোস্টার বিতর্কে (Kaali Poster Row) ঘৃতাহুতি পড়ে মহুয়া মৈত্রের একটি মন্তব্যে ৷ দেবী কালী এবং তাঁর পুজোর আচার নিয়ে মহুয়ার করা মন্তব্য়ের জেরে সমালোচনা শুরু হয় ৷ তৃণমূল কংগ্রেস দলীয়ভাবে মহুয়ার মন্তব্য থেকে দূরত্ব বজায় রাখলেও সাংসদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি ৷ বিষয়টি নিয়ে রবিবারই সরব হয়েছিলেন অমিত মালব্য ৷ রবিবার স্বামী আত্মস্থানন্দের আবির্ভাব দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর বার্তায় সমগ্র বাঙালি জাতিকেই কালীভক্তির জন্য প্রশংসায় ভরিয়ে দেন প্রধানমন্ত্রী ৷

আরও পড়ুন: Narendra Modi: মোদির মুখে বাঙালির কালীভজন ! তুলনা টেনে মহুয়া-মমতাকে কটাক্ষ বিজেপি নেতার

এরপরই একের পর এক টুইটে মোদির সঙ্গে মহুয়া মৈত্র ও মমতা বন্দ্যোপাধ্য়ায়ের তুলনা টানেন অমিত মালব্য ৷ তাঁর বক্তব্য ছিল, বাংলা তথা সমগ্র ভারতের আরাধ্যা দেবী কালীকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন প্রধানমন্ত্রী ৷ অথচ, তৃণমূলের সাংসদ সেই দেবীকেই লাগাতার অপমান করে চলেছেন ৷ এভাবে তিনি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কেও অপমান করেছেন বলে মত অমিত মালব্য়ের ৷ রবিবার কার্যত একই সুর শোনা গিয়েছে স্মৃতি ইরানির গলাতেও ৷

স্মৃতি বলেন, তৃণমূল সাংসদের এমন আচরণে তিনি মোটেও অবাক হননি ৷ কারণ, আগেও তৃণমূল কংগ্রেস এমন কাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রীর ৷ তাঁর বক্তব্য, ভারতের সংখ্যাগুরু সম্প্রদায় এবং তাঁদের আরাধ্য দেবদেবীকে অসম্মান করাই তৃণমূলের রেওয়াজ ৷ তারা আগেও এমন ঘটনা ঘটিয়েছে ৷ স্মৃতি মনে করেন, মহুয়া যে আচরণ করেছেন, তার জন্য তাঁর শাস্তি পাওয়া উচিত ছিল ৷ কিন্তু, তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তাঁর বিরুদ্ধে এমন কোনও পদক্ষেপ করেনি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.