হাওড়া, 13 জুলাই: নির্মীয়মাণ নতুন সংসদ ভবনের মাথায় সোমবার উদ্বোধন হয়েছে নতুন অশোক স্তম্ভের ৷ যা নিয়ে ইতিমধ্যেই বিরোধীরা কটাক্ষ করেছে কেন্দ্রকে ৷ এবার তারই পালটা বিরোধীদের বিঁধলেন কেন্দ্রীমন্ত্রী স্মৃতি ইরানি ৷ হাওড়ায় এক সভা থেকে কেন্দ্রীয়মন্ত্রী স্মৃতি ইরানি জানান, যারা দেশের সংবিধানকে পায়ের তলায় পিষেছে ও দেশের সাংবিধানিক পরম্পরাকে ধ্বংস করেছে তারা আজ দেশের সংবিধানের স্মারককে ভয় পাচ্ছেন ৷ এই স্মারক ভারতের প্রতীক ও গৌরব ৷ মঙ্গলবার ছিল কেন্দ্রীয় মন্ত্রীর বঙ্গ সফরের শেষ দিন ৷ বঙ্গ সফরের শেষদিন সাংবাদিক সম্মেলন করে বিরোধী দল ও বিরোধী নেতাদের বিরুদ্ধে তোপ দাগেন স্মৃতি (Smriti Irani slams oppositions on national emblem issue)।
কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে 'কালী' বিতর্কে কটাক্ষ করতে ছাড়েননি তিনি ৷ মহুয়া মৈত্রের কালী কথা প্রসঙ্গেই জানান, যারা মা কালীকে অপমান করে তাঁরা রাষ্ট্রীয় প্রতীককেও অপমান করবে এটা সহজ বিষয় । যদিও আন্তর্জাতিক স্তরে দেশের সুরক্ষা সম্বন্ধিত বিষয়ে যারা দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা নিশ্চয়ই তাঁদের বক্তব্য দেশের মানুষের কাছে রাখবেন। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের জহর সরকারকে উদ্ধৃত করে তিনি বলেন, ‘‘ভারতে পার্শি, শিক্ষা, জৈন ও বৌদ্ধরা কি সংখ্যালঘু নয়। শুধুই কি মুসলিমরাই সংখ্যালঘু।’’ তিনি দেশের বিরোধী দলগুলোর উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে বলেন, ‘‘দেশে সকলের সমান অধিকার থাকলে তাহলে কেন সংখ্যালঘু হওয়ার কথা বলা হচ্ছে । বিরোধীদের এই বক্তব্য খুবই লজ্জাজনক বিষয় ।’’ তিনি জানান, সংখ্যালঘু উন্নয়ণ দফতরের মন্ত্রী হওয়ায় তাঁর সাংবিধানিক দায়িত্ব সকলকে সমানভাবে বিচার করে ও তাদের জন্য কাজ করে । তিনি স্পষ্ট ভাষায় জানান, প্রধানমন্ত্রীর বিরোধিতা হোক তবে সেটা দেশ বিরোধিতা হলে কখনই গ্রহণযোগ্য হবে না। তিনি বলেন 2014 সালে নির্বাচনে হেরে যাওয়ার পর থেকে এই রাজনৈতিক দলগুলো সংকল্প করে বসে আছে কখন এই দেশের ক্ষতি হোক।
আরও পড়ুন : নতুন অশোক স্তম্ভের সিংহরা 'হিংস্র', মোদিকে কটাক্ষ বিরোধীদের
কেন্দ্রীয় মন্ত্রী উল্লেখ করেন, ভারত একমাত্র দেশ যেখানে পঁচিশ মাস ধরে 80 কোটি মানুষ বিনামূল্যে রেশন পাচ্ছেন । এই দেশ একমাত্র দেশ যেখানে 200 কোটি ভ্যাকসিন নিজের দেশে তৈরি করে বিনামূল্যে দেওয়া হয়েছে দেশবাসীকে । এই দেশে 22 কোটি মহিলার ব্যাংক অ্যাকাউন্টে 30 হাজার কোটি টাকা দেওয়া হয়েছে। পাশাপাশি দ্রৌপদী মুর্মুকে সমর্থন না-করা নিয়েও মুখ্যমন্ত্রীকে একহাত নেন স্মৃতি ইরানি। তিনি অভিযোগ করেন যিনি একজন পিছিয়ে পড়া আদিবাসী মহিলাকে সমর্থন না-করতে পারেন তাহলে বুঝে নিতে হবে উনি গরিব ও আদিবাসীদের বিরুদ্ধে বলেই দাবি করেন তিনি।