ETV Bharat / city

মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে যাচ্ছে পুলওয়ামা হামলায় শহিদের পরিবার - পুলওয়ামা হামলা

মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত পুলওয়ামা হামলায় শহিদ CRPF জওয়ান বাবলু সাঁতরার পরিবার । এছাড়াও আমন্ত্রণ জানানো হয়েছে প্রয়াত RSS কর্মী অরুণ প্রামাণিকের পরিবারকে ।

শহিদ পরিবার
author img

By

Published : May 29, 2019, 9:27 PM IST

Updated : May 29, 2019, 10:05 PM IST

হাওড়া, 29 মে : বৃহস্পতিবার নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে পুলওয়ামা হামলায় শহিদ CRPF জওয়ান বাবলু সাঁতরার পরিবারকে । সেইসঙ্গে আমন্ত্রণ জানানো হয়েছে প্রাক্তন RSS কর্মী প্রয়াত অরুণ প্রামাণিকের পরিবারকে । আজই দিল্লির উদ্দেশে রওনা হচ্ছেন ওই দুই পরিবারের সদস্যরা ।

শহিদ বাবলু সাঁতরার স্ত্রী মিতা জানান, গতকাল BJP-র হাওড়া গ্রামীণ জেলা সভাপতি অনুপম মল্লিক ফোন করে আমন্ত্রণ জানান । তিনি বলেন, "আমন্ত্রণ জানানো হয়েছে বলে আমরা যাচ্ছি । " কিন্তু সেইসঙ্গে তাঁর বক্তব্য, যে কারণে এই আমন্ত্রণ জানানো হয়েছে সেটা তিনি মেনে নিতে পারছেন না । নতুন সরকারের কাছে তাঁর আবেদন আগামীদিনে সেনাবাহিনীর সুরক্ষার দিকে বিশেষ নজর দেওয়া হোক । মিতার সঙ্গে অনুষ্ঠানে হাজির থাকবেন বাবলুবাবুর মা বনমালা সাঁতরা ও মেয়ে তিতিন সাঁতরা ।

ভিডিয়োয় দেখুন

অন্যদিকে উলুবেড়িয়ার কোটালঘাটার বাসিন্দা প্রয়াত RSS কর্মী অরুণ প্রামাণিকের স্ত্রী শারীরিক অসুস্থতার কারণে শপথগ্রহণ অনুষ্ঠানে যেতে পারছেন না । তবে যাবেন অরুণবাবুর ছোটো ছেলে কৌস্তভ প্রামাণিক ও তাঁর খুড়তুতো ভাই । অরুণবাবুর স্ত্রী সন্ধ্যা প্রামাণিক বলেন," উনি (নরেন্দ্র মোদি) যে এতদিন পরে ওনাকে মনে রেখেছেন এটা আমার ভালো লেগেছে ।"

উল্লেখ্য, অরুণবাবু স্থানীয় চেঙ্গাইল শ্রীবিদ্যানিকেতনের বাংলার শিক্ষক ছিলেন । স্কুল থেকে ফেরার পথে দুর্ঘটনায় মারা যান । 1977 সালে ভারতীয় জনসংঘের হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন । কৌস্তভ বলেন, "খবরটা পেয়ে প্রথমে বিশ্বাস করতে পারিনি । মোদিজিকে কাছ থেকে দেখতে পাব । নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে । "

হাওড়া, 29 মে : বৃহস্পতিবার নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে পুলওয়ামা হামলায় শহিদ CRPF জওয়ান বাবলু সাঁতরার পরিবারকে । সেইসঙ্গে আমন্ত্রণ জানানো হয়েছে প্রাক্তন RSS কর্মী প্রয়াত অরুণ প্রামাণিকের পরিবারকে । আজই দিল্লির উদ্দেশে রওনা হচ্ছেন ওই দুই পরিবারের সদস্যরা ।

শহিদ বাবলু সাঁতরার স্ত্রী মিতা জানান, গতকাল BJP-র হাওড়া গ্রামীণ জেলা সভাপতি অনুপম মল্লিক ফোন করে আমন্ত্রণ জানান । তিনি বলেন, "আমন্ত্রণ জানানো হয়েছে বলে আমরা যাচ্ছি । " কিন্তু সেইসঙ্গে তাঁর বক্তব্য, যে কারণে এই আমন্ত্রণ জানানো হয়েছে সেটা তিনি মেনে নিতে পারছেন না । নতুন সরকারের কাছে তাঁর আবেদন আগামীদিনে সেনাবাহিনীর সুরক্ষার দিকে বিশেষ নজর দেওয়া হোক । মিতার সঙ্গে অনুষ্ঠানে হাজির থাকবেন বাবলুবাবুর মা বনমালা সাঁতরা ও মেয়ে তিতিন সাঁতরা ।

ভিডিয়োয় দেখুন

অন্যদিকে উলুবেড়িয়ার কোটালঘাটার বাসিন্দা প্রয়াত RSS কর্মী অরুণ প্রামাণিকের স্ত্রী শারীরিক অসুস্থতার কারণে শপথগ্রহণ অনুষ্ঠানে যেতে পারছেন না । তবে যাবেন অরুণবাবুর ছোটো ছেলে কৌস্তভ প্রামাণিক ও তাঁর খুড়তুতো ভাই । অরুণবাবুর স্ত্রী সন্ধ্যা প্রামাণিক বলেন," উনি (নরেন্দ্র মোদি) যে এতদিন পরে ওনাকে মনে রেখেছেন এটা আমার ভালো লেগেছে ।"

উল্লেখ্য, অরুণবাবু স্থানীয় চেঙ্গাইল শ্রীবিদ্যানিকেতনের বাংলার শিক্ষক ছিলেন । স্কুল থেকে ফেরার পথে দুর্ঘটনায় মারা যান । 1977 সালে ভারতীয় জনসংঘের হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন । কৌস্তভ বলেন, "খবরটা পেয়ে প্রথমে বিশ্বাস করতে পারিনি । মোদিজিকে কাছ থেকে দেখতে পাব । নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে । "

Intro:আগামী কাল দ্বিতীয় বারের জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করবেন নরেন্দ্র মোদী। দিল্লিতে শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির থাকার জন্য দেশ জুড়ে আমন্ত্রণ জানানো হয়েছে বহু রাজনৈতিক ও অরাজনৈতিক ব্যক্তিকে। উলুবেড়িয়া মহকুমা থেকে শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে কাশ্মীরে পুল‌ওয়ামায় নিহত সি আর পি এফ জ‌ওয়ান বাউড়িয়ার বাবলু সাঁতারার পরিবার এবং উলুবেড়িয়া গোয়ালবেড়িয়ার বাসিন্দা বর্তমানে উলুবেড়িয়ার কোটালঘাটার বাসিন্দা পুরানো আর এস এস কর্মী প্রয়াত অরুণ প্রামাণিকের পরিবার। সেই মতো আজ‌ই হাওড়া থেকে রাজধানী এক্সপ্রেসে চেপে দিল্লির উদ্দেশ্যে রওনা হচ্ছে এই দুই পরিবার। শহীদ বাবলু সাঁতারার স্ত্রী মিতা সাঁতরা, মা বনমালা সাঁতরা ও মেয়ে তিতিন সাঁতরা শহীদ পরিবার থেকে যাচ্ছেন প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে। Body:শহীদ বাবলু সাঁতরার স্ত্রী মিতা সাঁতরা জানান গতকাল রাতে তারা বি জে পি র গ্রামীণ জেলা সভাপতির কাছ থেকে আমন্ত্রণ পান। তিনি বলেন সৌজন্য এবং নৈতিক কর্তব্য পালন করার জন্য‌ই অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছি। কিন্তু যে কারণে এই আমন্ত্রণ তা মেনে নিতে পারছিনা। পাশাপাশি সেনাদের সুরক্ষা বাড়ানোর আবেদন জানান তিনি। পাশাপাশি প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছেন প্রয়াত আর এস এস কর্মী অরুণ প্রামাণিকের পরিবার। প্রয়াত অরুণ প্রামাণিকের স্ত্রী বয়স জনিত কারণে অসুস্থ হ‌ওয়ায় তিনি যেতে না পারলেও শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন অরুণ বাবুর ছোটো ছেলে কৌস্তভ প্রামানিক ও তার খুড়তুতো ভাই। অরুণ বাবুর স্ত্রী সন্ধ্যা প্রামাণিক বলেন উনি স্থানীয় চেঙ্গাইল শ্রীবিদ্যানিকেতনের বাঙলা শিক্ষকের পাশাপাশি আর এস এস এর কর্মকর্তা ছিলেন। ১৯৭৭ সালে উনি ভারতীয় জনসংঘের হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। ১৯৯৭সালে পথ দূর্ঘটনায় তার মৃত্যু হয়। সন্ধা দেবী বলেন ওনারা এতদিন পরেও যে অরুণ বাবুর কথা মনে রেখেছেন এবং তাদের আমন্ত্রণ জানিয়েছেন, তাতে তার পুরো পরিবার গর্বিত। ছেলে কৌস্তভ প্রামানিক বলেন খবরটা জানতে পেরে প্রথমে বিশ্বাস করতে পারিনা। মোদিজিকে কাছ থেকে দেখতে পাবো, নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে।Conclusion:null
Last Updated : May 29, 2019, 10:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.