ETV Bharat / city

হাওড়ায় ব্যানার লাগানোকে কেন্দ্র করে উত্তেজনা, আক্রান্ত BJP কর্মীর স্ত্রী

ব্যানার-ফেস্টুন লাগানোকে কেন্দ্র করে হাওড়া পৌরনিগমের 23 নম্বর ওয়ার্ডে উত্তেজনা। আক্রান্ত BJP কর্মীর স্ত্রী।

আক্রান্ত BJP কর্মীর স্ত্রী
author img

By

Published : Apr 17, 2019, 7:04 AM IST

Updated : Apr 17, 2019, 8:03 AM IST

হাওড়া, 17 এপ্রিল: হাওড়া পৌরনিগমের 24 নম্বর ওয়ার্ডের পর এবার 23 নম্বর ওয়ার্ডে ব্যানার-ফেস্টুন লাগানোকে কেন্দ্র করে উত্তেজনা। এক BJP কর্মীর স্ত্রী আক্রান্ত হয়েছেন। ঘটনাটি বৃন্দাবন মল্লিক লেনের। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থানে আসে হাওড়া থানার পুলিশ।

স্থানীয় BJP নেতৃত্বের অভিযোগ, 23 নম্বর ওয়ার্ডের বৃন্দাবন মল্লিক লেনে তাঁরা গতকাল দলীয় পতাকা লাগাতে গিয়েছিলেন। তখন ওই ওয়ার্ডের এক তৃণমূল নেতা দেবু হালদার তাঁদের সেই কাজে বাধা দেন। সেইসঙ্গে হুমকিও দেন যে ওই ওয়ার্ডে BJP ঢুকলে বাড়িতে গিয়ে ভাঙচুর চালানো হবে। BJP কর্মী শান্তনু পাখিরা বলেন, "চন্দনকান্তি চক্রবর্তীর নেতৃত্বে তৃণমূলের গুন্ডাবাহিনী এসে অতর্কিতে আমাদের মহিলাদের উপর হামলা চালায়। এক BJP কর্মীর স্ত্রী জখম হন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন।"

অন্যদিকে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। 23 নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি চন্দনকান্তি চক্রবর্তী পালটা অভিযোগ করেন, স্থানীয় কিছু BJP কর্মীর নেতৃত্বে বহিরাগতরা এসে এই কাণ্ড ঘটিয়েছে। 23 নম্বর ওয়ার্ডের শান্ত পরিবেশকে অশান্ত করে তোলার চেষ্টা করছে BJP। তিনি বলেন, "আমাদের দেওয়াল মুছে BJP রং করেছে প্রমাণ আছে। আমাদের ছেলেরা শুধু বাধা দিয়েছিল। আমরা নির্বাচন কমিশনে যাব। BJP মমতা ব্যানার্জির উন্নয়নের সঙ্গে পাল্লা দিতে পারছে না। তাই বিভিন্ন জায়গায় অশান্তি পাকানোর চেষ্টা করছে।"

দেখুন ভিডিয়ো

এর আগে 24 নম্বর ওয়ার্ডে BJP-র দলীয় পতাকা ও প্রার্থীর প্রচারের ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়। সেক্ষেত্রেও অভিযোগ তির তৃণমূলের দিকে।

হাওড়া, 17 এপ্রিল: হাওড়া পৌরনিগমের 24 নম্বর ওয়ার্ডের পর এবার 23 নম্বর ওয়ার্ডে ব্যানার-ফেস্টুন লাগানোকে কেন্দ্র করে উত্তেজনা। এক BJP কর্মীর স্ত্রী আক্রান্ত হয়েছেন। ঘটনাটি বৃন্দাবন মল্লিক লেনের। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থানে আসে হাওড়া থানার পুলিশ।

স্থানীয় BJP নেতৃত্বের অভিযোগ, 23 নম্বর ওয়ার্ডের বৃন্দাবন মল্লিক লেনে তাঁরা গতকাল দলীয় পতাকা লাগাতে গিয়েছিলেন। তখন ওই ওয়ার্ডের এক তৃণমূল নেতা দেবু হালদার তাঁদের সেই কাজে বাধা দেন। সেইসঙ্গে হুমকিও দেন যে ওই ওয়ার্ডে BJP ঢুকলে বাড়িতে গিয়ে ভাঙচুর চালানো হবে। BJP কর্মী শান্তনু পাখিরা বলেন, "চন্দনকান্তি চক্রবর্তীর নেতৃত্বে তৃণমূলের গুন্ডাবাহিনী এসে অতর্কিতে আমাদের মহিলাদের উপর হামলা চালায়। এক BJP কর্মীর স্ত্রী জখম হন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন।"

অন্যদিকে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। 23 নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি চন্দনকান্তি চক্রবর্তী পালটা অভিযোগ করেন, স্থানীয় কিছু BJP কর্মীর নেতৃত্বে বহিরাগতরা এসে এই কাণ্ড ঘটিয়েছে। 23 নম্বর ওয়ার্ডের শান্ত পরিবেশকে অশান্ত করে তোলার চেষ্টা করছে BJP। তিনি বলেন, "আমাদের দেওয়াল মুছে BJP রং করেছে প্রমাণ আছে। আমাদের ছেলেরা শুধু বাধা দিয়েছিল। আমরা নির্বাচন কমিশনে যাব। BJP মমতা ব্যানার্জির উন্নয়নের সঙ্গে পাল্লা দিতে পারছে না। তাই বিভিন্ন জায়গায় অশান্তি পাকানোর চেষ্টা করছে।"

দেখুন ভিডিয়ো

এর আগে 24 নম্বর ওয়ার্ডে BJP-র দলীয় পতাকা ও প্রার্থীর প্রচারের ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়। সেক্ষেত্রেও অভিযোগ তির তৃণমূলের দিকে।

রন্তিদেবের ব্যানার লাগানোয় হুমকি তৃণমূলের, আক্রান্ত বিজেপি নেতার স্ত্রী হাওড়া, ১৭ এপ্রিল: হাওড়া পুরসভার 24 নম্বর ওয়ার্ডের পর এবার 23 নম্বর ওয়ার্ডে ব্যানার-ফেস্টুন লাগানোকে কেন্দ্র করে উত্তেজনা। ঘটনায় এক বিজেপি কর্মীর স্ত্রী আক্রান্ত বলে দাবি গেরুয়া শিবিরের। আজ ঘটনাটি ঘটে বৃন্দাবন মল্লিক লেনে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে হাওড়া থানার পুলিশ। স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, আজ 23 নম্বর ওয়ার্ডের বৃন্দাবন মল্লিক লেনে তারা যখন দলীয় পতাকা লাগাচ্ছিল তখন ওই ওয়ার্ডের দেবু হালদার নামে এক তৃণমূল নেতা তাদের সেই কাজে বাধা দেয়। পাশাপাশি হুমকি দেয় যে ওই ওয়ার্ডে বিজেপি ঢোকালে বাড়িতে গিয়ে ভাঙচুর চালানো হবে। তাদের আরও অভিযো, এরপর ওই ওয়ার্ডের তৃণমূল সভাপতি চন্দন কান্তি চক্রবর্তীর নেতৃত্বে বেশ কিছু ছেলে এসে তাদের কর্মীদের বাড়ির মহিলাদের ওপর চড়াও হয়। মারধর করে। এর জেরে এক মহিলা আক্রান্ত হন বলেও তাদের দাবি। অন্যদিকে, বিজেপির তরফ এ তোলা এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। 23 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস এর সভাপতি চন্দন কান্তি চক্রবর্তী জানান, তৃণমূল নয় বরং স্থানীয় বিজেপি কিছু কর্মীর নেতৃত্বে বহিরাগতরা এসে এই কাণ্ড ঘটিয়েছে। 23 নম্বর ওয়ার্ডের শান্ত পরিবেশকে বিজেপি অশান্ত করার চেষ্টাও করছে বলে দাবি চন্দন বাবুর।
Last Updated : Apr 17, 2019, 8:03 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.