হাওড়া, 27 মার্চ : হাওড়ার লিলুয়া থানার অন্তর্গত 6 নম্বর জাতীয় সড়কের উপর ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল কলকাতাগামী বাস ৷ আজ, রবিবার সন্ধ্যার এই ঘটনায় মৃত্যু হয়েছে এক যাত্রীর (Road Accident In Howrah)। আহত হয়েছেন 10 জন । আহত যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় হাওড়া জেলা হাসপাতালে । আরামবাগ থেকে কলকাতা যাওয়ার পথে সরকারি বাস দুর্ঘটনার কবলে পড়ে । ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় । 10 জন আহতের মধ্যে 6 জনের অবস্থা আশঙ্কাজনক ।
জাতীয় সড়কের উপর দিয়ে যাওয়ার সময় লেন পরিবর্তন করতে গিয়েই এই বিপত্তি বলেই যাত্রীরা জানিয়েছেন । নির্দিষ্ট লেন দিয়ে যাওয়ার সময় আচমকাই অন্য লেনে ঢোকার সময় গতি নিয়ন্ত্রণ করতে না পেরে বাসটি ধাক্কা মারে সামনের একটি ডাম্পারকে । বাসের ধাক্কায় ডাম্পারের ক্ষতি হলেও তার থেকেও বেশি ক্ষতি হয় বাসটির । নিহত ব্যক্তি ও আহতরা সামনের সিটে বসেছিলেন ৷ পিছনে বসে থাকা যাত্রীরা ভীত হয়ে পড়লেও সেভাবে তারা কেউ আহত হননি বলেই জানা গিয়েছে ৷
আরও পড়ুন: সিবিআই আনিশ হত্যাকাণ্ডের তদন্ত করলে সরকারের পক্ষাঘাত ঘটবে, তোপ আব্বাসের
আহতদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় ৷ তবে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে ৷ হাওড়া জেলা হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে ৷ নিহত ও আহতদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ ।