ETV Bharat / city

হাওড়ায় বাড়ল কনটেনমেন্ট জো়নের সংখ্যা - Containment zone

হাওড়ায় বাড়ল কনটেনমেন্ট জো়নের সংখ্যা । 121 টি জায়গা কনটেনমেন্ট জো়ন হয়েছে ।

Containment zones in howrah
হাওড়ায় কনটেনমেন্ট জো়ন
author img

By

Published : Jun 6, 2020, 6:16 PM IST

হাওড়া, 6 জুন : ক্রমশ ঊর্ধ্বমুখী হাওড়ার কোরোনা আক্রান্তের গ্রাফ । যা নিয়ে চিন্তায় রাজ্য প্রশাসন। পরিযায়ী শ্রমিকরা ফেরার পর কার্যত লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা । সবমিলিয়ে বর্তমান হাওড়ার পরিস্থিতি উদ্বেগের । এর মধ্যে জেলার কনটেনমেন্ট জ়োনের সংখ্যা বাড়ল । এই পরিস্থিতিতে সচেতনতা বাড়াতে কনটেনমেন্ট জো়নে প্রচার একমাত্র হাতিয়ার প্রশাসনের কাছে ।

হাওড়ায় কোরোনা আক্রান্তের সংখ্যার বিচারে এক লাফে অনেকটা বাড়ল কনটেনমেন্ট জো়নের সংখ্যা । কিছুদিন আগে এই সংখ্যা ঘোরাফেরা করছিল 100-র আশপাশে । কিন্তু আজ 121টি জায়গাকে কনটেনমেন্ট হিসেবে চিহ্নিত করা হল রাজ্য প্রশাসনের তরফে । হাওড়ায় কনটেনমেন্ট জো়নের সংখ্যা লকডাউনের সময়ে 70-এর আশপাশে ঘোরাফেরা করেছিল । এরপর লকডাউন শিথিল হওয়ায় এবং পরিযায়ী শ্রমিকরা ফেরার পর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল 103 । এবার তা এক লাফে চলে এল 121-এ ।

পরিযায়ী শ্রমিকরা রাজ্যে ফেরার পর থেকে হু হু করে বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । ব্যতিক্রম নয় হাওড়াও । এই মুহূর্তে জেলার স্থান দ্বিতীয়, অর্থাৎ কলকাতার ঠিক পরে । শেষ 24 ঘণ্টায় হাওড়ায় আক্রান্ত হয়েছেন 62 জন । সবমিলিয়ে বর্তমানে মোট আক্রান্তের সংখ্যা 1,326 । মৃতের সংখ্যা বর্তমানে দাঁড়িয়েছে 46। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন 802 জন । যার জেরে আজ আরও একটি কোরোনা হাসপাতাল বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে । সত্যবালা ID, গোলাবাড়ি ILS, সঞ্জীবন, বাল্টিকুড়ি ESI-এর পর TL জয়সওয়াল হাসপাতালকে চিহ্নিত করা হয়েছে প্রশাসনের তরফ থেকে ।

হাওড়া, 6 জুন : ক্রমশ ঊর্ধ্বমুখী হাওড়ার কোরোনা আক্রান্তের গ্রাফ । যা নিয়ে চিন্তায় রাজ্য প্রশাসন। পরিযায়ী শ্রমিকরা ফেরার পর কার্যত লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা । সবমিলিয়ে বর্তমান হাওড়ার পরিস্থিতি উদ্বেগের । এর মধ্যে জেলার কনটেনমেন্ট জ়োনের সংখ্যা বাড়ল । এই পরিস্থিতিতে সচেতনতা বাড়াতে কনটেনমেন্ট জো়নে প্রচার একমাত্র হাতিয়ার প্রশাসনের কাছে ।

হাওড়ায় কোরোনা আক্রান্তের সংখ্যার বিচারে এক লাফে অনেকটা বাড়ল কনটেনমেন্ট জো়নের সংখ্যা । কিছুদিন আগে এই সংখ্যা ঘোরাফেরা করছিল 100-র আশপাশে । কিন্তু আজ 121টি জায়গাকে কনটেনমেন্ট হিসেবে চিহ্নিত করা হল রাজ্য প্রশাসনের তরফে । হাওড়ায় কনটেনমেন্ট জো়নের সংখ্যা লকডাউনের সময়ে 70-এর আশপাশে ঘোরাফেরা করেছিল । এরপর লকডাউন শিথিল হওয়ায় এবং পরিযায়ী শ্রমিকরা ফেরার পর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল 103 । এবার তা এক লাফে চলে এল 121-এ ।

পরিযায়ী শ্রমিকরা রাজ্যে ফেরার পর থেকে হু হু করে বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । ব্যতিক্রম নয় হাওড়াও । এই মুহূর্তে জেলার স্থান দ্বিতীয়, অর্থাৎ কলকাতার ঠিক পরে । শেষ 24 ঘণ্টায় হাওড়ায় আক্রান্ত হয়েছেন 62 জন । সবমিলিয়ে বর্তমানে মোট আক্রান্তের সংখ্যা 1,326 । মৃতের সংখ্যা বর্তমানে দাঁড়িয়েছে 46। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন 802 জন । যার জেরে আজ আরও একটি কোরোনা হাসপাতাল বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে । সত্যবালা ID, গোলাবাড়ি ILS, সঞ্জীবন, বাল্টিকুড়ি ESI-এর পর TL জয়সওয়াল হাসপাতালকে চিহ্নিত করা হয়েছে প্রশাসনের তরফ থেকে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.