ETV Bharat / city

ডুমুরজলা কোয়ারান্টাইন সেন্টারে অব্যবস্থার অভিযোগ - Dumurjala

ডুমুরজলা কোয়ারান্টাইন সেন্টারে থাকা এক মহিলার অভিযোগ, শিশুদের দুধ দেওয়া হচ্ছে অত্যন্ত নিম্নমানের । খাবার যা দেওয়া হচ্ছে তা খাওয়ার অযোগ্য । এছাড়াও একাধিক অভিযোগ উঠেছে

miss management in Dumurjala quarantine
হাওড়া
author img

By

Published : Apr 21, 2020, 8:20 PM IST

Updated : Apr 22, 2020, 12:30 PM IST

হাওড়া, 21 এপ্রিল : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাতারাতি ডুমুরজলা ইনডোর স্টেডিয়ামকে বদলে ফেলা হয়েছিল কোয়ারান্টাইন সেন্টারে । কোরোনা আক্রান্তদের পরিজনদের রাখার জন্য এখানে পর্যাপ্ত পরিষেবার ব্যবস্থা করার কথা ঘোষণা করা হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে । কিন্তু, সেখানেই এবার চরম অব্যবস্থার অভিযোগ উঠল ।

কোয়ারান্টাইনে থাকা এক মহিলা ভিডিয়ো বার্তায় অভিযোগ করেছেন, দিনের পর দিন তাঁদের সেখানে রাখা হলেও টেস্ট করা হয়নি । পাশাপাশি তাঁকে একটি মাস্ক দেওয়া হয়েছে ৷ যা দিয়েই তাঁদের 14 দিন চালাতে হবে বলে জানানো হয়েছে । স্যানিটাইজ়ার দেওয়া হয়েছে মাত্র এক কাপ । যা চারজন ব্যবহার করতে পারবেন । এছাড়াও আরও একাধিক অভিযোগ ওই ভিডিয়ো বার্তায় করেছেন ওই মহিলা ।

সেই কোয়ারান্টাইন সেন্টার ফেরত আরও এক মহিলার অভিযোগ, এক পরিজন মারা যাওয়ার পর তাঁদেরও ডুমুরজলায় রাখা হয়েছিল । কিন্তু সেখানে চরম অবব্যবস্থার মধ্যে কাটাতে হয়েছে । তাঁর ভাইকেও টেস্ট না করেই ছেড়ে দেওয়া হচ্ছিল । কিন্তু তাঁরা প্রতিবাদ করায় টেস্ট করা হয় । শেষে তাঁর ভাইয়ের শরীরেও মেলে ভাইরাসের উপস্থিতি । তাঁকে উলুবেড়িয়ার হাসপাতালে রাখা হয়েছে ।

অভিযোগের শেষ এখানেই নয় ৷ ডুমুরজলা কোয়ারান্টাইনে থাকা এক মহিলার অভিযোগ, শিশুদের দুধ দেওয়া হচ্ছে অত্যন্ত নিম্নমানের । খাবার যা দেওয়া হচ্ছে তা খাওয়ার অযোগ্য । অভিযোগ করলেই বলা হচ্ছে- ‘‘মমতা দিদিকে গিয়ে বলো’’ বা ‘‘নবান্নে জানান ।’’

এই অভিযোগ প্রকাশ্যে আসার পর হাওড়া সদরের BJP সভাপতি সুরজিৎ সাহা বলেন, ‘‘সরকার তথ্য গোপন করছে । মানুষকে আরও সচেতন করার প্রয়োজন ছিল । শুধু ডুমুরজলা নয়, জেলার অন্যত্র একই করুণ অবস্থা ।’’ এভাবে সংক্রমণ রোখা যাবে না বলেও দাবি করেন তিনি।

ডুমুরজলা কোয়ারান্টাইনে অব্যবস্থা

হাওড়া, 21 এপ্রিল : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাতারাতি ডুমুরজলা ইনডোর স্টেডিয়ামকে বদলে ফেলা হয়েছিল কোয়ারান্টাইন সেন্টারে । কোরোনা আক্রান্তদের পরিজনদের রাখার জন্য এখানে পর্যাপ্ত পরিষেবার ব্যবস্থা করার কথা ঘোষণা করা হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে । কিন্তু, সেখানেই এবার চরম অব্যবস্থার অভিযোগ উঠল ।

কোয়ারান্টাইনে থাকা এক মহিলা ভিডিয়ো বার্তায় অভিযোগ করেছেন, দিনের পর দিন তাঁদের সেখানে রাখা হলেও টেস্ট করা হয়নি । পাশাপাশি তাঁকে একটি মাস্ক দেওয়া হয়েছে ৷ যা দিয়েই তাঁদের 14 দিন চালাতে হবে বলে জানানো হয়েছে । স্যানিটাইজ়ার দেওয়া হয়েছে মাত্র এক কাপ । যা চারজন ব্যবহার করতে পারবেন । এছাড়াও আরও একাধিক অভিযোগ ওই ভিডিয়ো বার্তায় করেছেন ওই মহিলা ।

সেই কোয়ারান্টাইন সেন্টার ফেরত আরও এক মহিলার অভিযোগ, এক পরিজন মারা যাওয়ার পর তাঁদেরও ডুমুরজলায় রাখা হয়েছিল । কিন্তু সেখানে চরম অবব্যবস্থার মধ্যে কাটাতে হয়েছে । তাঁর ভাইকেও টেস্ট না করেই ছেড়ে দেওয়া হচ্ছিল । কিন্তু তাঁরা প্রতিবাদ করায় টেস্ট করা হয় । শেষে তাঁর ভাইয়ের শরীরেও মেলে ভাইরাসের উপস্থিতি । তাঁকে উলুবেড়িয়ার হাসপাতালে রাখা হয়েছে ।

অভিযোগের শেষ এখানেই নয় ৷ ডুমুরজলা কোয়ারান্টাইনে থাকা এক মহিলার অভিযোগ, শিশুদের দুধ দেওয়া হচ্ছে অত্যন্ত নিম্নমানের । খাবার যা দেওয়া হচ্ছে তা খাওয়ার অযোগ্য । অভিযোগ করলেই বলা হচ্ছে- ‘‘মমতা দিদিকে গিয়ে বলো’’ বা ‘‘নবান্নে জানান ।’’

এই অভিযোগ প্রকাশ্যে আসার পর হাওড়া সদরের BJP সভাপতি সুরজিৎ সাহা বলেন, ‘‘সরকার তথ্য গোপন করছে । মানুষকে আরও সচেতন করার প্রয়োজন ছিল । শুধু ডুমুরজলা নয়, জেলার অন্যত্র একই করুণ অবস্থা ।’’ এভাবে সংক্রমণ রোখা যাবে না বলেও দাবি করেন তিনি।

ডুমুরজলা কোয়ারান্টাইনে অব্যবস্থা
Last Updated : Apr 22, 2020, 12:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.