হাওড়া, 2 এপ্রিল : লকডাউনের সময় থ্যালাসেমিয়া রোগীদের জন্য এবং জরুরি অস্ত্রোপচারের ক্ষেত্রে রক্তের প্রয়োজন । অথচ চাহিদা থাকলেও সেই অনুপাতে রক্তের জোগান কম। এই ঘাটতি মেটাতে উদ্যোগী হল হাওড়া GRP । রেল পুলিশের উদ্যোগে হাওড়া স্টেশনে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে মোট 30 জন রেল পুলিশকর্মী রক্ত দেন।
কোরোনা আতঙ্ক থাকায় প্রত্যেক পুলিশকর্মীর শারীরিক পরীক্ষা করে তবেই রক্তদানের অনুমতি দেওয়া হয়। GRP হাওড়া ডিভিশনের পুলিশ সুপার কে কান্নান জানিয়েছেন, যে সব কর্মীরা রক্ত দিয়েছেন তাঁদের পুরস্কৃত করা হবে।
উল্লেখ্য কোরনা আতঙ্কে লকডাউন দেশজুড়ে। ফলে কোনও জায়গাতেই জমায়েত করা সম্পূর্ণ নিষিদ্ধ। ক্লাব সংগঠন সহ একাধিক প্রতিষ্ঠান যাঁরা রক্তদানের আয়োজন করত তাঁরা এবার তা বাতিল করেছে। অন্যদিকে গ্রীষ্মকালে রক্তের চাহিদা থাকে অনেকখানি। একাধিক গ্রুপের রক্ত মেলে না। সেই সঙ্গে কোরোনা সংক্রমণের ভয় তো রয়েছেই। তাই এবার রক্তদান শিবিরের আয়োজন করল GRP।