ETV Bharat / city

জলমগ্ন উদয়নারায়ণপুরের বিস্তীর্ণ এলাকা, পুজো হবে তো! চিন্তায় উদ্যোক্তারা - water released by DVC

কোথাও এক হাঁটু তো কোথাও আবার কোমর পর্যন্ত জল রয়েছে । সঙ্গে রয়েছে বৃষ্টির আশঙ্কাও ৷ সব মিলিয়ে চিন্তায় পুজো উদ্যোক্তারা ৷  20 থেকে 25 টি পুজোর মণ্ডপ জলমগ্ন । প্রত্যেকটি পুজো কমিটির কর্তাদের মাথায় হাত । মণ্ডপ সজ্জা থেকে শুরু করে প্রতিমা কোনও কাজই শেষ হয়নি । চতুর্থীতে তাঁদের চিন্তা পুজো হবে তো? হলে কী ভাবে ?

জলের নিচে
author img

By

Published : Oct 3, 2019, 4:28 AM IST

Updated : Oct 3, 2019, 8:06 AM IST

হাওড়া, 3 অক্টোবর : নতুন করে DVC জল না ছাড়ায় বন্যা পরিস্থিতির বাড়াবাড়ি হয়নি ঠিকই । কিন্তু, গতকাল যতটা জল ঢুকেছে তাতে উদয়নারায়ণপুর এলাকার এখনও বেশ কয়েকটি গ্রাম জলের তলায় । সংখ্যাটা না না করে প্রায় 29-30 তো হবেই ।

কোথাও এক হাঁটু তো কোথাও আবার কোমর পর্যন্ত জল রয়েছে । সঙ্গে রয়েছে বৃষ্টির আশঙ্কাও ৷ সব মিলিয়ে চিন্তায় পুজো উদ্যোক্তারা ৷ 20 থেকে 25 টি পুজোর মণ্ডপ জলমগ্ন । প্রত্যেকটি পুজো কমিটির কর্তাদের মাথায় হাত । মণ্ডপ সজ্জা থেকে শুরু করে প্রতিমা কোনও কাজই শেষ হয়নি । চতুর্থীতে তাঁদের চিন্তা পুজো হবে তো? হলে কী ভাবে ?

আশার কথা, প্রশাসনে তরফে আশ্বাস দেওয়া হয়েছে ৷ জল বের করে দেওয়ার চেষ্টাও চলছে । কুরচি সর্বজনীন দুর্গোৎসব কমিটির সদস্য গৌরাঙ্গ কুমার বললেন, চতুর্থী হয়ে গেল । আজকেই আমাদের ঠাকুর আনার কথা ছিল ৷ বন্যার জন্য সম্ভব হল না । হাতে মাত্র একটা দিন ৷ এর মধ্যে যদি কোনওভাবে জল বার করা যায় তাহলেই একমাত্র পুজো সম্ভব ৷

অন্য দিকে উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর পাঁজা জানান, তিনটি গ্রাম পঞ্চায়েত এলাকার ত্রিশটির কাছাকাছি গ্রাম জলমগ্ন । ফের জল বাড়ার সম্ভাবনা থাকছে৷

হাওড়া, 3 অক্টোবর : নতুন করে DVC জল না ছাড়ায় বন্যা পরিস্থিতির বাড়াবাড়ি হয়নি ঠিকই । কিন্তু, গতকাল যতটা জল ঢুকেছে তাতে উদয়নারায়ণপুর এলাকার এখনও বেশ কয়েকটি গ্রাম জলের তলায় । সংখ্যাটা না না করে প্রায় 29-30 তো হবেই ।

কোথাও এক হাঁটু তো কোথাও আবার কোমর পর্যন্ত জল রয়েছে । সঙ্গে রয়েছে বৃষ্টির আশঙ্কাও ৷ সব মিলিয়ে চিন্তায় পুজো উদ্যোক্তারা ৷ 20 থেকে 25 টি পুজোর মণ্ডপ জলমগ্ন । প্রত্যেকটি পুজো কমিটির কর্তাদের মাথায় হাত । মণ্ডপ সজ্জা থেকে শুরু করে প্রতিমা কোনও কাজই শেষ হয়নি । চতুর্থীতে তাঁদের চিন্তা পুজো হবে তো? হলে কী ভাবে ?

আশার কথা, প্রশাসনে তরফে আশ্বাস দেওয়া হয়েছে ৷ জল বের করে দেওয়ার চেষ্টাও চলছে । কুরচি সর্বজনীন দুর্গোৎসব কমিটির সদস্য গৌরাঙ্গ কুমার বললেন, চতুর্থী হয়ে গেল । আজকেই আমাদের ঠাকুর আনার কথা ছিল ৷ বন্যার জন্য সম্ভব হল না । হাতে মাত্র একটা দিন ৷ এর মধ্যে যদি কোনওভাবে জল বার করা যায় তাহলেই একমাত্র পুজো সম্ভব ৷

অন্য দিকে উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর পাঁজা জানান, তিনটি গ্রাম পঞ্চায়েত এলাকার ত্রিশটির কাছাকাছি গ্রাম জলমগ্ন । ফের জল বাড়ার সম্ভাবনা থাকছে৷

Intro:নতুন করে ডিভিসি জল না ছাড়ায় বন্যা পরিস্থিতির বাড়াবাড়ি হয়নি। যদিও গতকাল যা জল ঢুকেছে তাতে উদয়নারায়নপুর এলাকায় এখন বেশ কয়েকটি গ্রাম জলের নিচে। প্রাথমিকভাবে জানা গিয়েছে প্রায় 29 থেকে 30 টি গ্রাম জলের তলায়। কোথাও এক হাঁটু তো কোথাও এক কোমর পর্যন্ত জল রয়েছে। এদিকে বৃষ্টির জলের পাশাপাশি বন্যা পরিস্থিতি তৈরি হওয়ায় চিন্তায় দূর্গা পূজা উদ্যোক্তারা । ২০ থেকে ২৫টি দূর্গা পূজার মন্ডপ জলমগ্ন। প্রত্যেকটি পুজো কমিটির কর তাদের মাথায় কার্যত হাত। মন্ডপ সজ্জা থেকে শুরু করে প্রতিমা কোন টি সম্পূর্ণ নয়। ফলের মতো অবস্থায় তারা আদৌ পুজো করতে পারবেন কিনা সেই নিয়ে চিন্তায়। তবুও প্রশাসনে তরফেও ক্লাবের তরফ থেকে জল বার করে সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলে জানা গিয়েছে। কুরচি সর্বজনীন দুর্গোৎসব কমিটির সদস্য গৌরাঙ্গ কুমার জানান, আজ চতুর্থী। হিসাব মত আজকেই আমাদের ঠাকুর আনার কথা ছিল কিন্তু বন্যার কারণে তা আনা সম্ভব হচ্ছে না। হাতিয়ার মাত্র আজ এবং কাল দিনটা। এরমধ্যে যদি কোনভাবে জল বার করা যায় বা কমেন্ট সে ক্ষেত্রে পুজো করা যেতে পারে। অন্যদিকে উদয়নারায়নপুর এর বিধায়ক সমীর পাজা জানান, এলাকা গুলির বেশ কিছু উন্নতি হয়েছে। প্রায় তিনটি গ্রাম পঞ্চায়েত এলাকার ত্রিশটির কাছাকাছি গ্রাম জলমগ্ন। ফের জল বাজার সম্ভাবনা থাকছেই।Body:হConclusion:
Last Updated : Oct 3, 2019, 8:06 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.