ETV Bharat / city

Eastern Rail: হাওড়া ও ডিব্রুগড় পরীক্ষা স্পেশাল ট্রেন - হাওড়া ও ডিব্রুগড় পরীক্ষা স্পেশাল ট্রেন

হাওড়া ও ডিব্রুগড় পরীক্ষা স্পেশাল ট্রেন চালানোর ঘোষণা পূর্ব রেলের (Howrah and Dibrugarh Special Train)। রেলের পরীক্ষার্থীদের জন্য এই বিশেষ ট্রেন পরিষেবা ঘোষণা পূর্ব রেলের ৷

Eastern Rail
হাওড়া ও ডিব্রুগড় পরীক্ষা স্পেশাল ট্রেন
author img

By

Published : Aug 6, 2022, 10:16 PM IST

হাওড়া, 6 অগস্ট: রেলের চাকরি প্রার্থীদের সুবিধার্থে বিশেষ ট্রেন পরিষেবা পূর্ব রেলের (Howrah and Dibrugarh Examination Special Train) ৷ হাওড়া ও ডিব্রুগড়ের মধ্যে চালানো হবে এই ট্রেন ৷

পূর্ব রেলের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রেলের চাকরির পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার কথা মাথায় রেখে হাওড়া-ডিব্রুগড়ের মধ্যে একটি পরীক্ষা স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল । 05972 ডিব্রুগড়-হাওড়া স্পেশাল ট্রেনটি চলতি মাসের 8 তারিখে (সোমবার) ডিব্রুগড় থেকে সকাল 7:25 মিনিটে ছাড়বে। ওই ট্রেনটি তৃতীয় দিনে হাওড়া স্টেশনে পৌঁছবে দুপুর 12:30 মিনিটে।

আরও পড়ুন: কলকাতা ও আগরতলার মধ্যে চলবে স্পেশাল ট্রেন, রইল সময়-ভাড়ার খুঁটিনাটি

05971 হাওড়া-ডিব্রুগড় স্পেশাল ট্রেনটি হাওড়া থেকে 12 অগস্ট শুক্রবার দুপুর 2:35 মিনিটে ছেড়ে তিনদিন বাদে বিকেল 5:45 মিনিটে ডিব্রুগড় পৌঁছবে । এই পরীক্ষা স্পেশাল ট্রেনটি হাওড়-ডিব্রুগড় যাত্রাকালে ব্যান্ডেল, বর্ধমান, রামপুরহাট, বাড়হারোয়া, সাহিবগঞ্জ, কাহালগাঁওন, ভাগালপুর, সুলতানগঞ্জ এবং মঙ্গর স্টেশনে থামবে ৷

প্রসঙ্গত, এটাই প্রথম নয় এর আগেও পরীক্ষার্থীদের সুবিধার্থে একাধিক পরীক্ষা স্পেশাল ট্রেন চালিয়েছে পূর্ব রেল ৷ শুধুমাত্র পরীক্ষার্থীদের জন্য যাত্রী সুবিধার্থে এবং ভ্রমণ পিপাসুদের কথা ভেবে বিভিন্ন ট্রেন চালায় পূর্ব রেল ৷ নাগরিকদের উন্নত পরিষেবা দেওয়াই উদ্দেশ্য পূব রেলের এই উদ্যোগ ৷

হাওড়া, 6 অগস্ট: রেলের চাকরি প্রার্থীদের সুবিধার্থে বিশেষ ট্রেন পরিষেবা পূর্ব রেলের (Howrah and Dibrugarh Examination Special Train) ৷ হাওড়া ও ডিব্রুগড়ের মধ্যে চালানো হবে এই ট্রেন ৷

পূর্ব রেলের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রেলের চাকরির পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার কথা মাথায় রেখে হাওড়া-ডিব্রুগড়ের মধ্যে একটি পরীক্ষা স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল । 05972 ডিব্রুগড়-হাওড়া স্পেশাল ট্রেনটি চলতি মাসের 8 তারিখে (সোমবার) ডিব্রুগড় থেকে সকাল 7:25 মিনিটে ছাড়বে। ওই ট্রেনটি তৃতীয় দিনে হাওড়া স্টেশনে পৌঁছবে দুপুর 12:30 মিনিটে।

আরও পড়ুন: কলকাতা ও আগরতলার মধ্যে চলবে স্পেশাল ট্রেন, রইল সময়-ভাড়ার খুঁটিনাটি

05971 হাওড়া-ডিব্রুগড় স্পেশাল ট্রেনটি হাওড়া থেকে 12 অগস্ট শুক্রবার দুপুর 2:35 মিনিটে ছেড়ে তিনদিন বাদে বিকেল 5:45 মিনিটে ডিব্রুগড় পৌঁছবে । এই পরীক্ষা স্পেশাল ট্রেনটি হাওড়-ডিব্রুগড় যাত্রাকালে ব্যান্ডেল, বর্ধমান, রামপুরহাট, বাড়হারোয়া, সাহিবগঞ্জ, কাহালগাঁওন, ভাগালপুর, সুলতানগঞ্জ এবং মঙ্গর স্টেশনে থামবে ৷

প্রসঙ্গত, এটাই প্রথম নয় এর আগেও পরীক্ষার্থীদের সুবিধার্থে একাধিক পরীক্ষা স্পেশাল ট্রেন চালিয়েছে পূর্ব রেল ৷ শুধুমাত্র পরীক্ষার্থীদের জন্য যাত্রী সুবিধার্থে এবং ভ্রমণ পিপাসুদের কথা ভেবে বিভিন্ন ট্রেন চালায় পূর্ব রেল ৷ নাগরিকদের উন্নত পরিষেবা দেওয়াই উদ্দেশ্য পূব রেলের এই উদ্যোগ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.