ETV Bharat / city

করোনা সংক্রমণের জেরে পূর্ব রেলে কমছে নিত্য যাত্রীর সংখ্যা

পূর্ব রেলের হাওড়ায় করোনা আক্রান্ত হয়েছেন 34 জনের বেশি গার্ড । ফলে গার্ডের অভাবে বাতিল করা হচ্ছে হাওড়া স্টেশনের মেন লাইন এবং কর্ড লাইনের একাধিক লোকাল ট্রেন । এই পরিস্থিতিতে পূর্ব রেলে যাত্রী সংখ্যাও অনেক কমে গিয়েছে ৷

due-to-the-corona-infection-the-number-of-passengers-in-the-eastern-railway-is-decreasing
করোনা সংক্রমণের জেরে পূর্ব রেলে কমছে নিত্য যাত্রীর সংখ্যা
author img

By

Published : Apr 28, 2021, 8:46 PM IST

হাওড়া, 28 এপ্রিল : করোনা পরিস্থিতিতে হাওড়া শাখায় লোকাল ট্রেন কমিয়েছে রেল ৷ আর তারই প্রভাব পড়েছে যাত্রী সংখ্যাতেও ৷ হাওড়া স্টেশনের সিনিয়র মুখ্য প্রবন্ধক জানিয়েছেন, তাদের মোট টিকিট বিক্রি প্রায় 25-30 শতাংশ করে কমে গেছে । করোনার প্রথম ধাপের পর সংক্রমণ কিছুটা কমতেই ট্রেন পরিষেবা চালু হয় ৷ তারপর ধীরে ধীরে যাত্রী সংখ্যা বাড়ছিল । ঠিক তখনই করনার দ্বিতীয় ঢেউয়ের জেরে যাত্রী সংখ্যা কমতে শুরু করেছে ৷ তিনি আরও জানিয়েছেন, কিছুদিন আগে পর্যন্ত দৈনিক প্রায় সাড়ে ন’লাখের কাছাকাছি টিকিট বিক্রি হচ্ছিল ৷ কিন্তু, তা বর্তমানে অনেকটাই কমে গিয়েছে ৷

পূর্ব রেলের হাওড়ায় করোনা আক্রান্ত হয়েছেন 34 জনের বেশি গার্ড । ফলে গার্ডের অভাবে বাতিল করা হচ্ছে হাওড়া স্টেশনের মেন লাইন এবং কর্ড লাইনের একাধিক লোকাল ট্রেন । পূর্ব রেল সূত্রে খবর, এই মুহূর্তে হাওড়া ও শিয়ালদা শাখা মিলিয়ে প্রায় 200 জন রেলকর্মী করোনা আক্রান্ত হয়েছেন । এর জেরে হাওড়া শিয়ালদা শাখায় বাতিল করা হয়েছে অসংখ্য ট্রেন।

হাওড়া শাখায় 16টি প্যাসেঞ্জার ট্রেন বাতিল করা হয়েছে । যার মধ্যে রয়েছে আজিমগঞ্জ-রামপুরহাট প্যাসেঞ্জার, রামপুরহাট-বর্ধমান প্যাসেঞ্জার, রামপুরহাট-আজিমগঞ্জ প্যাসেঞ্জার, আজিমগঞ্জ-নলহাটি প্যাসেঞ্জার, নলহাটি-আজিমগঞ্জ প্যাসেঞ্জার, আজিমগঞ্জ-কাটোয়া প্যাসেঞ্জার, কাটোয়া-আজিমগঞ্জ প্যাসেঞ্জার, বর্ধমান-রামপুরহাট প্যাসেঞ্জার, বর্ধমান-কাটোয়া প্যাসেঞ্জার, কাটোয়া-বর্ধমান প্যাসেঞ্জার, ব্যান্ডেল-বর্ধমান প্যাসেঞ্জার, বর্ধমান-ব্যান্ডেল প্যাসেঞ্জার । এছাড়াও বাতিল করা হয়েছে 19 জোড়া লোকাল ট্রেন । নিত্যযাত্রী থেকে শুরু করে লোকাল ট্রেনের হকার সকলেই এক বাক্যে স্বীকার করছেন যাত্রী সংখ্যা সত্যি কমেছে ।

করোনা সংক্রমণের জেরে পূর্ব রেলে কমছে নিত্য যাত্রীর সংখ্যা


আরও পড়ুন : করোনার থাবা এবার পূর্ব রেলের হাওড়ার বেস কিচেনে, আক্রান্ত ১০

প্রসঙ্গত, ইতিমধ্যেই রেলের তরফে প্রতিটি স্টেশনে বিশেষ করা হচ্ছে । করোনার দ্বিতীয় ঢেউ রাজ্য তথা দেশে থাবা বসানোর পরই সাধারণ নিত্য যাত্রীদের সচেতন করার জন্য এই ব্যবস্থা করা হয়েছে । পাশাপাশি বিনা মাস্কে কাউকে স্টেশন চত্বরে ও ট্রেনে সফর করতে দেখা গেলে তাকে 500 টাকা জরিমানার কথাও ঘোষণা করেছে ভারতীয় রেল কর্তৃপক্ষ ।

হাওড়া, 28 এপ্রিল : করোনা পরিস্থিতিতে হাওড়া শাখায় লোকাল ট্রেন কমিয়েছে রেল ৷ আর তারই প্রভাব পড়েছে যাত্রী সংখ্যাতেও ৷ হাওড়া স্টেশনের সিনিয়র মুখ্য প্রবন্ধক জানিয়েছেন, তাদের মোট টিকিট বিক্রি প্রায় 25-30 শতাংশ করে কমে গেছে । করোনার প্রথম ধাপের পর সংক্রমণ কিছুটা কমতেই ট্রেন পরিষেবা চালু হয় ৷ তারপর ধীরে ধীরে যাত্রী সংখ্যা বাড়ছিল । ঠিক তখনই করনার দ্বিতীয় ঢেউয়ের জেরে যাত্রী সংখ্যা কমতে শুরু করেছে ৷ তিনি আরও জানিয়েছেন, কিছুদিন আগে পর্যন্ত দৈনিক প্রায় সাড়ে ন’লাখের কাছাকাছি টিকিট বিক্রি হচ্ছিল ৷ কিন্তু, তা বর্তমানে অনেকটাই কমে গিয়েছে ৷

পূর্ব রেলের হাওড়ায় করোনা আক্রান্ত হয়েছেন 34 জনের বেশি গার্ড । ফলে গার্ডের অভাবে বাতিল করা হচ্ছে হাওড়া স্টেশনের মেন লাইন এবং কর্ড লাইনের একাধিক লোকাল ট্রেন । পূর্ব রেল সূত্রে খবর, এই মুহূর্তে হাওড়া ও শিয়ালদা শাখা মিলিয়ে প্রায় 200 জন রেলকর্মী করোনা আক্রান্ত হয়েছেন । এর জেরে হাওড়া শিয়ালদা শাখায় বাতিল করা হয়েছে অসংখ্য ট্রেন।

হাওড়া শাখায় 16টি প্যাসেঞ্জার ট্রেন বাতিল করা হয়েছে । যার মধ্যে রয়েছে আজিমগঞ্জ-রামপুরহাট প্যাসেঞ্জার, রামপুরহাট-বর্ধমান প্যাসেঞ্জার, রামপুরহাট-আজিমগঞ্জ প্যাসেঞ্জার, আজিমগঞ্জ-নলহাটি প্যাসেঞ্জার, নলহাটি-আজিমগঞ্জ প্যাসেঞ্জার, আজিমগঞ্জ-কাটোয়া প্যাসেঞ্জার, কাটোয়া-আজিমগঞ্জ প্যাসেঞ্জার, বর্ধমান-রামপুরহাট প্যাসেঞ্জার, বর্ধমান-কাটোয়া প্যাসেঞ্জার, কাটোয়া-বর্ধমান প্যাসেঞ্জার, ব্যান্ডেল-বর্ধমান প্যাসেঞ্জার, বর্ধমান-ব্যান্ডেল প্যাসেঞ্জার । এছাড়াও বাতিল করা হয়েছে 19 জোড়া লোকাল ট্রেন । নিত্যযাত্রী থেকে শুরু করে লোকাল ট্রেনের হকার সকলেই এক বাক্যে স্বীকার করছেন যাত্রী সংখ্যা সত্যি কমেছে ।

করোনা সংক্রমণের জেরে পূর্ব রেলে কমছে নিত্য যাত্রীর সংখ্যা


আরও পড়ুন : করোনার থাবা এবার পূর্ব রেলের হাওড়ার বেস কিচেনে, আক্রান্ত ১০

প্রসঙ্গত, ইতিমধ্যেই রেলের তরফে প্রতিটি স্টেশনে বিশেষ করা হচ্ছে । করোনার দ্বিতীয় ঢেউ রাজ্য তথা দেশে থাবা বসানোর পরই সাধারণ নিত্য যাত্রীদের সচেতন করার জন্য এই ব্যবস্থা করা হয়েছে । পাশাপাশি বিনা মাস্কে কাউকে স্টেশন চত্বরে ও ট্রেনে সফর করতে দেখা গেলে তাকে 500 টাকা জরিমানার কথাও ঘোষণা করেছে ভারতীয় রেল কর্তৃপক্ষ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.