ETV Bharat / city

হাওড়ায় ভারতমাতা পুজো নিয়ে বিতর্ক, মিলল না প্রশাসনের অনুমতি - TMC laeder Arup Roy

আজ হাওড়া জেলার প্রতিটি থানার সামনে ভারতমাতার পুজো হওয়ার কথা । নেতাজীর জন্মজয়ন্তীতে পুজো করতে না পারায় সাধারণতন্ত্র দিবসে পুজোর সিদ্ধান্ত নিয়েছেন স্থানীয় BJP নেতৃত্ব । এই পুজো নিয়ে চলছে রাজনৈতিক মহলে বিতর্ক ।

debate on bharatmata pujo
ভারতমাতা পুজো নিয়ে বিতর্ক
author img

By

Published : Jan 26, 2020, 11:01 AM IST

হাওড়া, 26 জানুয়ারি: হাওড়ায় BJP-র ভারতমাতার পুজোকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক । ভারতমাতা পুজোয় পুলিশ বাধা দিচ্ছে বলে অভিযোগ স্থানীয় BJP-র । নেতাজি জন্মজয়ন্তীতে ভারতমাতা পুজোর সিদ্ধান্ত নিয়েছিল হাওড়া BJP ৷ পুলিশের অনুমতি মেলেনি । ফের সাধারণতন্ত্র দিবসে ভারতমাতা পুজো করার সিদ্ধান্ত নিয়ে পুলিশকে মেইল করেছিলেন BJP যুব মোর্চা সভাপতি ওমপ্রকাশ মিশ্র । মেলের জবাবে গতকাল সকালে পুলিশের চিঠি পান । তাতে পুজো না করার কথা লেখা রয়েছে । বিনা অনুমতিতে পুজো করলে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে পুলিশের তরফ থেকে তা জানানো হয়েছে ।

এছাড়া প্রতিমা শিল্পীকে ভারতমাতার প্রতিমা দিতে পুলিশ বারণ করেছে । তাদের থানা থেকে ফোন করে জানানো হয়েছে । অন্যদিকে ভারতমাতার পুজোয় প্রশাসন বাধা দেওয়ার প্রসঙ্গকে রাজনৈতিক চক্রান্ত চলছে বলেছেন ওমপ্রকাশ । শাসকদলের নির্দেশে প্রশাসন চলছে । তাঁর কথায়, ''হাওড়ার জাতীয় সড়ক বন্ধ করে দিল্লির শাহিনবাগ তৈরি হয়েছে , সেখানে প্রশাসন চুপচাপ রয়েছে । আজ সকাল 11 টা থেকে দুপুর 1 টার মধ্যে ভারতমাতার পুজো হবেই জানিয়েছেন ওমপ্রকাশ । হাওড়ার প্রতিটি থানার সামনে এই পুজো করা হবে, অনুমতির প্রয়োজন নেই ।''

হাওড়ায় প্রশাসনের তরফ থেকে ভারতমাতার পুজো বন্ধের প্রসঙ্গে তৃণমূল নেতা অরূপ রায় বলেন, ''ভারতমাতার পুজো করার সময় এটা নয় । দুর্গাপুজোর সময় করা হয় । পুজোর নামে ঝামেলা বাধাতে চাইছে । এসব বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য ও পুলিশের সঙ্গে মারামারি করার জন্য ৷ চুনোপুঁটিদের মাথা থেকে এগুলো বেরোয়নি । এসব দিল্লির নির্দেশে হচ্ছে । অনুমতি ছাড়া থানার সামনে পুজো করা বা কোনও অনুষ্ঠান করা যায় না ।''

হাওড়া, 26 জানুয়ারি: হাওড়ায় BJP-র ভারতমাতার পুজোকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক । ভারতমাতা পুজোয় পুলিশ বাধা দিচ্ছে বলে অভিযোগ স্থানীয় BJP-র । নেতাজি জন্মজয়ন্তীতে ভারতমাতা পুজোর সিদ্ধান্ত নিয়েছিল হাওড়া BJP ৷ পুলিশের অনুমতি মেলেনি । ফের সাধারণতন্ত্র দিবসে ভারতমাতা পুজো করার সিদ্ধান্ত নিয়ে পুলিশকে মেইল করেছিলেন BJP যুব মোর্চা সভাপতি ওমপ্রকাশ মিশ্র । মেলের জবাবে গতকাল সকালে পুলিশের চিঠি পান । তাতে পুজো না করার কথা লেখা রয়েছে । বিনা অনুমতিতে পুজো করলে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে পুলিশের তরফ থেকে তা জানানো হয়েছে ।

এছাড়া প্রতিমা শিল্পীকে ভারতমাতার প্রতিমা দিতে পুলিশ বারণ করেছে । তাদের থানা থেকে ফোন করে জানানো হয়েছে । অন্যদিকে ভারতমাতার পুজোয় প্রশাসন বাধা দেওয়ার প্রসঙ্গকে রাজনৈতিক চক্রান্ত চলছে বলেছেন ওমপ্রকাশ । শাসকদলের নির্দেশে প্রশাসন চলছে । তাঁর কথায়, ''হাওড়ার জাতীয় সড়ক বন্ধ করে দিল্লির শাহিনবাগ তৈরি হয়েছে , সেখানে প্রশাসন চুপচাপ রয়েছে । আজ সকাল 11 টা থেকে দুপুর 1 টার মধ্যে ভারতমাতার পুজো হবেই জানিয়েছেন ওমপ্রকাশ । হাওড়ার প্রতিটি থানার সামনে এই পুজো করা হবে, অনুমতির প্রয়োজন নেই ।''

হাওড়ায় প্রশাসনের তরফ থেকে ভারতমাতার পুজো বন্ধের প্রসঙ্গে তৃণমূল নেতা অরূপ রায় বলেন, ''ভারতমাতার পুজো করার সময় এটা নয় । দুর্গাপুজোর সময় করা হয় । পুজোর নামে ঝামেলা বাধাতে চাইছে । এসব বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য ও পুলিশের সঙ্গে মারামারি করার জন্য ৷ চুনোপুঁটিদের মাথা থেকে এগুলো বেরোয়নি । এসব দিল্লির নির্দেশে হচ্ছে । অনুমতি ছাড়া থানার সামনে পুজো করা বা কোনও অনুষ্ঠান করা যায় না ।''

Intro:হাওড়ায় বিজেপির ভারত মাতা পুজো কে ঘিরে বিতর্ক তৈরি হল।আগামীকাল জেলার সব থানার সামনে ভারত মাতা পুজো করবে বলে সিদ্ধান্ত নিয়েছে বিজেপি কর্মীরা।আর এতে বাধ সেধেছে পুলিশ।অনুমতি ছাড়া পুজো করতে দেওয়া হবে না বলে বিজেপি নেতৃত্বকে জানিয়ে দিয়েছে পুলিশ।এমনকি প্রতিমা শিল্পীদের প্রতিমা ডেলিভারি করতে বারন করেছে পুলিশ এমন অভিযোগ উঠেছে।গত ২৩ শে জানুয়ারি নেতাজি সুভাষ চন্দ্র বোসের জন্মদিনে ভারত মাতা পুজো করতে চেয়েছিল বিজেপি কিন্তু পুলিশ করতে দেয়নি।তখনই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল প্রজাতন্ত্র দিবসের দিন পুজো হবে।সেই কর্মসূচি জানিয়ে মেল পাঠানো হয় পুলিশের কাছে।বিজেপি যুব মোর্চা সভাপতি ওম প্রকাশ মিশ্র জানান,পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে পুজো করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।ডোমজুর এলাকায় এক কর্মীকে থানার মেজ বাবু পরিচয় দিয়ে ফোন করে থানায় ডেকে পাঠানো হয়েছে।তালিবানি রাজ চলছে এরাজ্যে এটা রাজনৈতিক চক্রান্ত।এমনি মন্তব্য করেন ওম প্রকাশ মিশ্র।পুলিশকে দিয়ে শাসকদল এসব করিয়ে পুজো করতে দিচ্ছেনা।রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় জানান,দিল্লির নির্দেশে এসব হচ্ছে ঝামেলা বাধানোর জন্য।তা নাহলে থানার সামনে কেন পুজো হবে।আর অনুমতি ছাড়া কোনো অনুষ্ঠান করা যায় না।তবে আগামীকাল ভারত মাতা পুজো হবে বলে সাফ জানিয়ে দিয়েছে বিজেপি নেতৃত্ব।
Body:JConclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.