ETV Bharat / city

মহিলাদের নিরাপত্তায় অ্যাপ আনল হাওড়া সিটি পুলিশ - City police brought new app for women safety

অ্যাপে মহিলাদের জন্য SOS বোতাম থাকবে । অ্যান্ড্রয়েড ফোনে ওই অ্যাপ ডাউনলোড করা থাকলে বিপদে পড়লে মহিলারা যে কোনও জায়গা থেকে অ্যাপে থাকা লাল রংয়ের SOS বোতাম টিপতে পারেন । সঙ্গে সঙ্গে সিটি পুলিশ কন্ট্রোল রুমে মহিলার অবস্থান ও ফোন নম্বর জানা যাবে ।

new app for women safety
মহিলাদের নিরাপত্তায় অ্যাপ
author img

By

Published : Dec 11, 2019, 10:20 PM IST

হাওড়া, 11 ডিসেম্বর : হাওড়ার শহর এলাকায় মহিলাদের নিরাপত্তা বাড়াতে হাওড়া সিটি পুলিশের নয়া উদ্যোগ । পুলিশের পক্ষ থেকে তৈরি করা হয়েছে হাওড়া সিটি পুলিশ অ্যাপ ।

এই অ্যাপে মহিলাদের জন্য SOS বোতাম থাকবে । অ্যান্ড্রয়েড ফোনে ওই অ্যাপ ডাউনলোড করা থাকলে বিপদে পড়লে মহিলারা যে কোনও জায়গা থেকে অ্যাপে থাকা লাল রংয়ের SOS বোতাম টিপতে পারেন । সঙ্গে সঙ্গে সিটি পুলিশ কন্ট্রোল রুমে মহিলার অবস্থান ও ফোন নম্বর জানা যাবে । পুলিশের পক্ষ থেকে কুইক রেসপন্স টিম পাঠিয়ে মহিলাকে উদ্ধার করা হবে ।

এছাড়া উত্তর হাওড়া এবং দক্ষিণ হাওড়ার জন্য 30 জন করে 2টি অ্যান্টি রোমিও স্কয়্যাড তৈরি করা হয়েছে । প্রতিটি স্কয়্যাডের নেতৃত্বে থাকবেন ACP র্যাঙ্কের একজন অফিসার । মূলত ইভটিজিং এবং যৌন হেনস্থা রুখতে স্কয়্যাডের সাদা পোশাকের মহিলা পুলিশ পাহারা দেবে শপিং মল, স্কুল-কলেজ সংলগ্ন এলাকা । হাওড়া সিটি পুলিশের ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার তন্ময় রায়চৌধুরী জানিয়েছেন, এর ফলে মহিলাদের নিরাপত্তা বাড়বে ।

হাওড়া, 11 ডিসেম্বর : হাওড়ার শহর এলাকায় মহিলাদের নিরাপত্তা বাড়াতে হাওড়া সিটি পুলিশের নয়া উদ্যোগ । পুলিশের পক্ষ থেকে তৈরি করা হয়েছে হাওড়া সিটি পুলিশ অ্যাপ ।

এই অ্যাপে মহিলাদের জন্য SOS বোতাম থাকবে । অ্যান্ড্রয়েড ফোনে ওই অ্যাপ ডাউনলোড করা থাকলে বিপদে পড়লে মহিলারা যে কোনও জায়গা থেকে অ্যাপে থাকা লাল রংয়ের SOS বোতাম টিপতে পারেন । সঙ্গে সঙ্গে সিটি পুলিশ কন্ট্রোল রুমে মহিলার অবস্থান ও ফোন নম্বর জানা যাবে । পুলিশের পক্ষ থেকে কুইক রেসপন্স টিম পাঠিয়ে মহিলাকে উদ্ধার করা হবে ।

এছাড়া উত্তর হাওড়া এবং দক্ষিণ হাওড়ার জন্য 30 জন করে 2টি অ্যান্টি রোমিও স্কয়্যাড তৈরি করা হয়েছে । প্রতিটি স্কয়্যাডের নেতৃত্বে থাকবেন ACP র্যাঙ্কের একজন অফিসার । মূলত ইভটিজিং এবং যৌন হেনস্থা রুখতে স্কয়্যাডের সাদা পোশাকের মহিলা পুলিশ পাহারা দেবে শপিং মল, স্কুল-কলেজ সংলগ্ন এলাকা । হাওড়া সিটি পুলিশের ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার তন্ময় রায়চৌধুরী জানিয়েছেন, এর ফলে মহিলাদের নিরাপত্তা বাড়বে ।

Intro:হাওড়া শহর এলাকায় মহিলাদের নিরাপত্তা বাড়াতে হাওড়া সিটি পুলিশের নয়া উদ্যোগ। পুলিশের পক্ষ থেকে তৈরি করা হয়েছে হাওড়া সিটি পুলিশ অ্যাপ। এই অ্যাপের মধ্যেই মহিলাদের জন্য এসওএস বোতাম থাকবে।এন্ড্রয়েড ফোনে ওই অ্যাপস ডাউনলোড করার পর মহিলারা বিপদে পড়লে যে কোনো জায়গা থেকে লাল রংয়ের এস ও এস বোতাম টিপতে পারেন। সঙ্গে সঙ্গে সিটি পুলিশ কন্ট্রোল রুমএ মহিলার অবস্থান, ফোন নাম্বার জানা যাবে। পুলিশ থেকে সঙ্গে সঙ্গে কুইক রেসপন্স টিম পাঠিয়ে মহিলাকে উদ্ধার করা হবে। এছাড়া উত্তর হাওড়া এবং দক্ষিন হাওড়া জন্য 30 জন করে 2 অ্যান্টি রোমিও স্কোয়ার্ড তৈরি করা হয়েছে। প্রতিটি স্কোয়াডের নেতৃত্বে থাকবেন এসিপি রাংক এর একজন অফিসার। মূলত ইভটিজিং এবং যৌন হেনস্থা রুখতে সাদা পোশাকের মহিলা পুলিশরা পাহারা দেবে শপিং মল, স্কুল, কলেজের গেট এবং বাজারে। হাওড়া সিটি পুলিশের ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার তন্ময় রায় চৌধুরী জানিয়েছেন এতে মহিলাদের নিরাপত্তা বাড়বে।Body:হConclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.