ETV Bharat / city

পুজোয় পুলিশের বাধা, বিক্ষোভ BJP-র - BJP protests over obstruction on bharatmata puja

পুজোয় পুলিশের বাধা দেওয়ার অভিযোগ BJP কর্মীদের । অনুমতি থাকা সত্ত্বেও প্রতিমা শিল্পীদের তুলে নিয়ে যাওয়া হয় থানায় ।

বিক্ষোভ BJP-র
author img

By

Published : Aug 15, 2019, 6:22 AM IST

শিবপুর, 15 অগাস্ট : পুজো প্রস্তুতিতে বাধা পুলিশের । এই অভিযোগে থানার সামনে বিক্ষোভ BJP কর্মীদের । হাওড়ার শিবপুরের ঘটনা ।

আরও পড়ুন : জঙ্গি হামলার আশঙ্কায় কঠোর নিরাপত্তা শহরজুড়ে

শিবপুর মন্দিরতলায় ক্ষেত্র ব্যানার্জি লেনে BJP-র যুব মোর্চার তরফে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে পুজোর আয়োজন করা হয়েছিল । অভিযোগ, থানায় আগে থেকে জানানো সত্ত্বেও গতকাল সন্ধ্যাবেলা শিবপুর থানার IC হঠাৎ করেই প্রতিমা শিল্পীদের গ্রেপ্তার করেন, থানায় তুলে নিয়ে যান । এরপর থানায় গিয়ে এ সবের কারণ জানতে চাওয়া হলে পুলিশের পক্ষ থেকে প্রতিমা শিল্পীদের থানায় তুলে নিয়ে আসার বিষয়টি অস্বীকার করা হয় । যদিও এ বিষয়ে পুলিশের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

আরও পড়ুন : মা ফ্লাইওভারে দুর্ঘটনা, মৃত 1

অন্যদিকে এ বিষয়ে হাওড়া সদর তৃণমূল কংগ্রেসের সভাপতি ও রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় জানান, অনুমতি ছিল না । থানায় অনুমতির জন্য আবেদন জানালেই হয় না । অনুমতি থাকলে পুলিশ অবশ্যই পুজো করতে দিত ।

আরও পড়ুন : মুকুলের হাত ধরে শোভন BJP-তে, ক্লিনচিট দিলেন না দিলীপ !

শিবপুর, 15 অগাস্ট : পুজো প্রস্তুতিতে বাধা পুলিশের । এই অভিযোগে থানার সামনে বিক্ষোভ BJP কর্মীদের । হাওড়ার শিবপুরের ঘটনা ।

আরও পড়ুন : জঙ্গি হামলার আশঙ্কায় কঠোর নিরাপত্তা শহরজুড়ে

শিবপুর মন্দিরতলায় ক্ষেত্র ব্যানার্জি লেনে BJP-র যুব মোর্চার তরফে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে পুজোর আয়োজন করা হয়েছিল । অভিযোগ, থানায় আগে থেকে জানানো সত্ত্বেও গতকাল সন্ধ্যাবেলা শিবপুর থানার IC হঠাৎ করেই প্রতিমা শিল্পীদের গ্রেপ্তার করেন, থানায় তুলে নিয়ে যান । এরপর থানায় গিয়ে এ সবের কারণ জানতে চাওয়া হলে পুলিশের পক্ষ থেকে প্রতিমা শিল্পীদের থানায় তুলে নিয়ে আসার বিষয়টি অস্বীকার করা হয় । যদিও এ বিষয়ে পুলিশের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

আরও পড়ুন : মা ফ্লাইওভারে দুর্ঘটনা, মৃত 1

অন্যদিকে এ বিষয়ে হাওড়া সদর তৃণমূল কংগ্রেসের সভাপতি ও রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় জানান, অনুমতি ছিল না । থানায় অনুমতির জন্য আবেদন জানালেই হয় না । অনুমতি থাকলে পুলিশ অবশ্যই পুজো করতে দিত ।

আরও পড়ুন : মুকুলের হাত ধরে শোভন BJP-তে, ক্লিনচিট দিলেন না দিলীপ !

Intro:ভারতমাতার পুজো করতে না দেওয়া কে কেন্দ্র করে শুরু হলো রাজনৈতিক তর্জা। শিবপুর থানায় বিক্ষোভ বিজেপি কর্মীদের।
আজ শিবপুর মন্দিরতলায় ক্ষেত্র ব্যানার্জী লেনে বিজেপি র যুব মোর্চার তরফে ভারত মাতার মূর্তি তৈরি করে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান পালনের আয়োজন করা হয়। বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয় শিবপুর থানার পুলিশ এসে পুজো বন্ধ করে দেয়। তার সাথে যে মূর্তি কারিগর সহ প্যান্ডেল তৈরির লোকেদের কে থানায় নিয়ে গিয়ে আটক করা হয়।
ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের থেকে কোনো প্রতিক্রিয়া না পাওয়া গেলেও হাওড়া সদর তৃণমূল কংগ্রেসের সভাপতি ও রাজ্যের সমবায় মন্ত্রী জানান যে পুজোর আয়োজন করা হয়েছিল তা পুলিশের থেকে বৈধ অনুমতি নেওয়া হয় নি। পুলিশের বিনা অনুমতিতে অনুষ্ঠান করার জন্য পুলিশ আইনত ব্যবস্থা নিয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে শিবপুর মন্দিরতলা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।Body:হConclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.