শিবপুর, 15 অগাস্ট : পুজো প্রস্তুতিতে বাধা পুলিশের । এই অভিযোগে থানার সামনে বিক্ষোভ BJP কর্মীদের । হাওড়ার শিবপুরের ঘটনা ।
আরও পড়ুন : জঙ্গি হামলার আশঙ্কায় কঠোর নিরাপত্তা শহরজুড়ে
শিবপুর মন্দিরতলায় ক্ষেত্র ব্যানার্জি লেনে BJP-র যুব মোর্চার তরফে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে পুজোর আয়োজন করা হয়েছিল । অভিযোগ, থানায় আগে থেকে জানানো সত্ত্বেও গতকাল সন্ধ্যাবেলা শিবপুর থানার IC হঠাৎ করেই প্রতিমা শিল্পীদের গ্রেপ্তার করেন, থানায় তুলে নিয়ে যান । এরপর থানায় গিয়ে এ সবের কারণ জানতে চাওয়া হলে পুলিশের পক্ষ থেকে প্রতিমা শিল্পীদের থানায় তুলে নিয়ে আসার বিষয়টি অস্বীকার করা হয় । যদিও এ বিষয়ে পুলিশের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।
আরও পড়ুন : মা ফ্লাইওভারে দুর্ঘটনা, মৃত 1
অন্যদিকে এ বিষয়ে হাওড়া সদর তৃণমূল কংগ্রেসের সভাপতি ও রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় জানান, অনুমতি ছিল না । থানায় অনুমতির জন্য আবেদন জানালেই হয় না । অনুমতি থাকলে পুলিশ অবশ্যই পুজো করতে দিত ।
আরও পড়ুন : মুকুলের হাত ধরে শোভন BJP-তে, ক্লিনচিট দিলেন না দিলীপ !