হাওড়া, 14 সেপ্টেম্বর: বিজেপির নবান্ন অভিযানে (BJP Nabanna Abhijan) সাঁতরাগাছি ও হাওড়ার মিছিল থেকে গ্রেফতার হওয়া 18 জনকে আজ হাওড়া আদালতে (Howrah Court) পেশ করা হয় ৷ যেখানে 14 জনের জামিন মঢঞ্জুর করেছে আদালত ৷ বাকি 4 জনকে 2 দিনের পুলিশ হেফাজত দিয়েছেন বিচারক ৷ ধৃতদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছিল হাওড়া কমিশনারেট (Non Bailable Charges) ৷ নবান্ন অভিযানে পুলিশের উপর হামলা এবং অশান্তির অভিযোগে এই 18 জনকে গ্রেফতার করা হয়েছিল ৷
প্রসঙ্গত, শাসকদলের বিরুদ্ধে একাধিক দুর্নীতি ঘটনায় যুক্ত থাকার অভিযোগে মঙ্গলবার নবান্নে অভিযান চালায় বিজেপি ৷ কলকাতা, হাওড়া ময়দান ও সাঁতরাগাছি থেকে মোট 3টি মিছিল রাজ্য সচিবালয়ের দিকে যায় ৷ বিজেপির এই নবান্ন অভিযানে পুলিশের তরফে বাধা দেওয়া হলে ধুন্ধমার বেঁধে যায় ৷ পুলিশের ব্যারিকেড ভাঙতে না পেরে, শুরু হয় ইট বৃষ্টি ৷ এর পরেই জল কামান দিয়ে বিজেপির মিছিলকে ছত্রভঙ্গ করার চেষ্টা করা হয় ৷ কিন্তু এরপরই ক্ষিপ্ত বিজেপি কর্মীরা পুলিশকে লক্ষ্য করে হামলা চালাতে শুরু করে বলে অভিযোগ ৷ পুলিশও বিজেপি কর্মীদের লক্ষ্য করে পালটা লাঠি চালায় ৷
সাঁতরাগাছির মিছিলে যোগ দিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কলকাতা থেকে রওনা হলেও, তাঁকে হুগলি সেতুতে ওঠার আগে পিটিএস এর সামনে থেকে গ্রেফতার করে কলকাতা পুলিশ ৷ এই খবর পৌঁছতেই সাঁতরাগাছিতে বিজেপি কর্মীরা আরও বিধ্বংসী হয়ে ওঠে ৷ কার্যত ভাঙচুর শুরু করে তারা ৷ অন্যদিকে হাওড়া ময়দানে বিজেপির রাজ্য সভাপতির নেতৃত্বে বেরনো মিছিলকে পুলিশ জল কামান দিয়ে ছত্রভঙ্গে করে দেয় ৷ সেখানেও পুলিশের উপরে হামলা চালানো হয় বলে অভিযোগ । পুলিশকে লক্ষ্য করে নাকি বোমাও ছোড়া হয় ৷
আরও পড়ুন: শুভেন্দু-দিলীপ-সুকান্তদের নবান্ন অভিযানে লেটার মার্কস নিয়ে পাশ পুলিশের
এই দুই ঘটনায় মোট 18 জনকে গ্রেফতার করেছিল হাওড়া সিটি পুলিশ ৷ আজ তাঁদের হাওড়া আদালতে পেশ করা হয় ৷ সকলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে হাওড়া কমিশনারেট ৷ অন্যদিকে, বিজেপি কর্মীদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা নিয়ে, বিজেপির পশ্চিম মেদিনীপুরের জেলা সভাপতি তপন ভূঁইয়া অভিযোগ করেছেন,‘‘রাজ্য সরকার নাটক করছে ৷ বিজেপির শান্তিপূর্ণ মিছিলে পুলিশকে লেলিয়ে দিয়ে অশান্তির পরিবেশ তৈরি করা হয়েছে ৷’’