ETV Bharat / city

দ্বিতীয় ডোজ না মেলায় দুর্গাপুরে হাসপাতালে বিক্ষোভ ভ্যাকসিন প্রাপকদের - ভ্যাকসিন

আজ সকাল দশটার পর দুর্গাপুর মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষ মাইকে ভ্যাকসিন নেই বলে ঘোষণা করে ৷ যার পরেই হাসপাতালের ভ্যাকসিন সেন্টারের সামনে বিক্ষোভ দেখালেন করোনার দ্বিতীয় ডোজ নিতে আসবে সাধারণ মানুষ ।

Vaccine recipients protest at Durgapur hospital for not getting the second dose
দ্বিতীয় ডোজ না মেলায় দুর্গাপুরে হাসপাতালে বিক্ষোভ ভ্যাকসিন প্রাপকদের
author img

By

Published : May 10, 2021, 7:28 PM IST

দুর্গাপুর, 10 মে : রাত তিনটে থেকে লাইন দিয়েও মিলল না করোনার ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ ৷ এমনই অভিযোগ উঠেছে দুর্গাপুর মহকুমা হাসপাতালের বিরুদ্ধে ৷ ভোর রাত থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকার পর সকাল 10টা সময় হাসপাতাল কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে ভ্যাকসিন নেই ৷ সোমবার দুর্গাপুর মহকুমা হাসপাতালে করোনার ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিতে গিয়ে এইভাবে চূড়ান্ত হয়রানির শিকার হলেন সাধারণ মানুষ ।

আজ সকাল দশটার পর হাসপাতাল কর্তৃপক্ষ মাইকে ভ্যাকসিন নেই বলে ঘোষণা করে ৷ যার পরেই হাসপাতালের ভ্যাকসিন সেন্টারের সামনে ব্যাপক ক্ষোভে ফেটে পড়লেন করোনার দ্বিতীয় ডোজ নিতে আসবে সাধারণ মানুষ । ভ্যাকসিন দেওয়া হবে কি না, জানতে সরকারি স্বাস্থ্যবিধি শিকেয় তুলে মহকুমা হাসপাতালে লাইন দিয়েছিলেন ভ্যাকসিন প্রাপকরা ৷ কার্যত দিশেহারা অবস্থা প্রবীণ নাগরিকদের ।

আরও পড়ুন : 7 লাখ 45 হাজার কোভিশিল্ড ভ্যাকসিন এল রাজ্যে

অভিযোগ, দুর্গাপুর মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষ কোনওরকম স্ট্যাম্প ছাড়াই ভ্যাকসিন নেই বলে একটি বিজ্ঞপ্তি ঝুলিয়ে দেয় ৷ তাও ভ্যাকসিন নিতে যাওয়া লোকজন চিৎকার করার পর, দায় এড়াতে সেঅ নোটিস দেওয়া হয় বলে অভিযোগ ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.