ETV Bharat / city

Fake IT Officers Arrested : দুর্গাপুরে নীলবাতি লাগানো গাড়ি-সহ গ্রেফতার 2 ভুয়ো আয়কর আধিকারিক

ভুয়ো আয়কর আধিকারিক সেজে দুর্গাপুরে রাজ্য সড়ক থেকে তোলাবাজির অভিযোগ (Two Fake IT Officers Arrest in Durgapur) ৷ টাকা না দেওয়ায় দু’টি ট্রাকের কাগজপত্র নিয়ে পালায় অভিযুক্তরা ৷ পরে দুর্গাপুরের কোকওভেন থানার পুলিশ নীলবাতি লাগানো গাড়ি-সহ গ্রেফতার ওই দুই ভুয়ো আধিকারিক ৷

Two Fake IT Officers Arrest in Durgapur
Two Fake IT Officers Arrest in Durgapur
author img

By

Published : May 13, 2022, 5:47 PM IST

দুর্গাপুর, 13 মে : মুচিপাড়া-বাঁকুড়া রাজ্য সড়কে নীলবাতি ও রাজ্য সরকারের বোর্ড লাগানো গাড়ি নিয়ে তোলাবাজির অভিযোগ ৷ বৃহস্পতিবার রাত দেড়টা নাগাদ দুর্গাপুরের কোকওভেন থানা এলাকায় ঘটনাটি ঘটেছে ৷ দু’টি পাথর বোঝাই ট্রাক দাঁড় করিয়ে টাকা চাওয়া হয় বলে অভিযোগ ৷ টাকা না দেওয়ায় গাড়ির কাগজপত্র নিয়ে পালিয়ে যায় অভিযুক্তরা ৷ আজ সকালে ট্রাক চালকদের অভিযোগের ভিত্তিতে দুই অভিযুক্তকে নীলবাতি ও সরকারি বোর্ড লাগানো গাড়ি-সহ গ্রেফতার করে পুলিশ (Two Fake IT Officers Arrest in Durgapur) ৷

পুলিশ সূত্রে খবর, দুর্গাপুরের কোকওভেনে এসবি মোড়ে রাজ্য সড়কে একটি নীলবাতি লাগানো গাড়ি দাঁড়িয়েছিল ৷ পাথর বোঝধাই ট্রাক দু’টি সেখানে পৌঁছতেই গাড়ি থেকে দু’জন নেমে আসেন ৷ চালকদের কাছ থেকে গাড়ির কাগজপত্র দেখতে চান তাঁরা ৷ এর পর দু’টি গাড়ির চালকের থেকে 6 হাজার টাকা চাওয়া হয় ৷ কিন্তু, চালকরা সেই টাকা দিতে অস্বীকার করলে, গাড়ির কাগজপত্র নিয়ে চলে যায় অভিযুক্তরা ৷ ট্রাকের চালকরা বিষয়টি নিয়ে কোকওভেন থানায় অভিযোগ জানান ৷ সেই অভিযোগের ভিত্তিতে এদিন সকালে গাড়ি-সহ দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে ৷

দুর্গাপুরে নীলবাতি লাগানো গাড়ি সহ গ্রেফতার 2 ভুয়ো আয়কর আধিকারিক

আরও পড়ুন : Fake Police Arrest: ভুয়ো পুলিশ অফিসার পরিচয়ে 50 লাখ টাকার প্রতারণার অভিযোগ, ধৃত প্রতারক

পুলিশ সূত্রে খবর, ধৃত জগদীশ পাল এবং বাসুদেব পাল নডিহার বাসিন্দা ৷ তাঁদের এ দিন দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয় ৷ সেখানে বিচারক তাঁদের 4 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন ৷ ট্রাকের কাগজপত্রও পুলিশ উদ্ধার করেছে ৷

দুর্গাপুর, 13 মে : মুচিপাড়া-বাঁকুড়া রাজ্য সড়কে নীলবাতি ও রাজ্য সরকারের বোর্ড লাগানো গাড়ি নিয়ে তোলাবাজির অভিযোগ ৷ বৃহস্পতিবার রাত দেড়টা নাগাদ দুর্গাপুরের কোকওভেন থানা এলাকায় ঘটনাটি ঘটেছে ৷ দু’টি পাথর বোঝাই ট্রাক দাঁড় করিয়ে টাকা চাওয়া হয় বলে অভিযোগ ৷ টাকা না দেওয়ায় গাড়ির কাগজপত্র নিয়ে পালিয়ে যায় অভিযুক্তরা ৷ আজ সকালে ট্রাক চালকদের অভিযোগের ভিত্তিতে দুই অভিযুক্তকে নীলবাতি ও সরকারি বোর্ড লাগানো গাড়ি-সহ গ্রেফতার করে পুলিশ (Two Fake IT Officers Arrest in Durgapur) ৷

পুলিশ সূত্রে খবর, দুর্গাপুরের কোকওভেনে এসবি মোড়ে রাজ্য সড়কে একটি নীলবাতি লাগানো গাড়ি দাঁড়িয়েছিল ৷ পাথর বোঝধাই ট্রাক দু’টি সেখানে পৌঁছতেই গাড়ি থেকে দু’জন নেমে আসেন ৷ চালকদের কাছ থেকে গাড়ির কাগজপত্র দেখতে চান তাঁরা ৷ এর পর দু’টি গাড়ির চালকের থেকে 6 হাজার টাকা চাওয়া হয় ৷ কিন্তু, চালকরা সেই টাকা দিতে অস্বীকার করলে, গাড়ির কাগজপত্র নিয়ে চলে যায় অভিযুক্তরা ৷ ট্রাকের চালকরা বিষয়টি নিয়ে কোকওভেন থানায় অভিযোগ জানান ৷ সেই অভিযোগের ভিত্তিতে এদিন সকালে গাড়ি-সহ দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে ৷

দুর্গাপুরে নীলবাতি লাগানো গাড়ি সহ গ্রেফতার 2 ভুয়ো আয়কর আধিকারিক

আরও পড়ুন : Fake Police Arrest: ভুয়ো পুলিশ অফিসার পরিচয়ে 50 লাখ টাকার প্রতারণার অভিযোগ, ধৃত প্রতারক

পুলিশ সূত্রে খবর, ধৃত জগদীশ পাল এবং বাসুদেব পাল নডিহার বাসিন্দা ৷ তাঁদের এ দিন দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয় ৷ সেখানে বিচারক তাঁদের 4 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন ৷ ট্রাকের কাগজপত্রও পুলিশ উদ্ধার করেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.