দুর্গাপুর, 10 মার্চ : স্ট্র্যান্ডরোডে রেলের ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত দমকলকর্মীদের শ্রদ্ধাজ্ঞাপন ৷ শ্রদ্ধা নিবেদন করলেন পানাগড় দমকল কেন্দ্রের কর্মীরা । অন্যদিকে মোমবাতি মিছিল করলেন দুর্গাপুর সিটিসেন্টারের অগ্নিনির্বাপণ কেন্দ্রের কর্মী ও আধিকারিকরা ৷
আরও পড়ুন : নিউ কয়লাঘাটে মৃত রেল আধিকারিকের দেহ পৌঁছাল বরানগরের বাড়িতে
সোমবার সন্ধ্যায় রেলের ওই 14 তলা ভবনের 13 তলায় আগুন লাগে ৷ পরে আগুন ছড়িয়ে পড়ে 12 তলায় ৷ দমকলের 17 টি ইঞ্জিনের সাহায্যে পাঁচ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় ৷ ঘটনায় 4 দমকলকর্মীসহ মোট 9 জন মারা যান ৷ মৃত ও আহতদের জন্য ক্ষতিপূরণের ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
আরও পড়ুন : রেল ভবনে অগ্নিকাণ্ডের তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি গঠন রেলমন্ত্রীর
সহকর্মীদের মৃত্যুতে শোকাহত পানাগড় দমকল কেন্দ্র ও দুর্গাপুরের দমকল কেন্দ্রের কর্মী ও আধিকারিকরা ৷ মোমাবাতি মিছিলের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন তাঁরা ৷