ETV Bharat / city

Durgapur School : দুর্গাপুরে বেসরকারি স্কুল তৈরিতে বাধা, অভিযুক্ত তৃণমূল - BJP

দুর্গাপুরের পলাশডিহার এক দম্পতি সরকারি জমি লিজ নিয়ে স্কুল তৈরির পরিকল্পনা করেন ৷ তাঁদের অভিযোগ, তৃণমূলের দাদাগিরির জন্য তাঁদের কাজে বাধা পড়ছে (TMC Syndicate Allegedly Stops Private School Construction at Durgapur) ৷

author img

By

Published : May 25, 2022, 2:35 PM IST

দুর্গাপুর, 25 মে : দুর্গাপুরের পলাশডিহাতে প্রায় সাড়ে চার কাঠা জমিতে একটি স্কুল তৈরির পরিকল্পনা করেছিলেন স্থানীয় বাসিন্দা চন্দ্রনাথ সামন্ত ও তাঁর স্ত্রী । অভিযোগ, আসানসোল-দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষ (Asansol Durgapur Development Authority) বা এডিডিএর (ADDA) কাছে জমি লিজ নেওয়ার পরও সেই জমিতে কাজ শুরু করতে পারছেন না ওই দম্পতি ৷ তৃণমূল সিন্ডিকেট বাহিনীর দাদাগিরির জন্য তিনি কাজ শুরু করতে পারছেন না বলে অভিযোগ (TMC Syndicate Allegedly Stops Private School Construction at Durgapur) ।

তাঁর অভিযোগ, নির্দিষ্ট অঙ্কের টাকা দিতে হবে, না হলে কোনও ভাবেই স্কুল তৈরির কাজ শুরু করতে দেওয়া যাবে না, এমনটাই স্থানীয় তৃণমূল কাউন্সিলর মানস রায়ের অনুগামীরা জানিয়েছেন । বিষয়টি তিনি আসানসোল-দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষ থেকে পুলিশ-প্রশাসনকে জানিয়েছেন ৷ ইমেল করে অভিযোগ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও (Bengal CM Mamata Banerjee) ।

এই ধরনের ঘটনা অত্যন্ত অন্যায় কাজ, ফোনে জানালেন আসানসোল-দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায় ৷ অন্যদিকে দুর্গাপুরের 32 নম্বর ওয়ার্ডের তৃণমূল (Trinamool Congress) কাউন্সিলর মানস রায়ের দাবি, সন্দেহ হওয়াতে তাঁর লোকজন ওই জমিতে কাজ বন্ধ করে দিয়েছিলেন ৷

বিজেপি (BJP) ও সিপিআইএম (CPIM) এই ইস্যুতে তুলোধোনা করেছে রাজ্যের শাসক দলের দুর্গাপুর ও আসানসোলের নেতৃত্বকে । গোটা ঘটনায় এখন কাজ শুরু করতে না পারায় ব্যাপক আর্থিক ক্ষতির মুখে দুর্গাপুরের সামন্ত দম্পতি ৷

আরও পড়ুন : Land Occupied in Durgapur : শ্মশানের জমি দখলে করতে পাঁচিল ভাঙার অভিযোগ, বেনাচিতিতে উত্তেজনা

দুর্গাপুর, 25 মে : দুর্গাপুরের পলাশডিহাতে প্রায় সাড়ে চার কাঠা জমিতে একটি স্কুল তৈরির পরিকল্পনা করেছিলেন স্থানীয় বাসিন্দা চন্দ্রনাথ সামন্ত ও তাঁর স্ত্রী । অভিযোগ, আসানসোল-দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষ (Asansol Durgapur Development Authority) বা এডিডিএর (ADDA) কাছে জমি লিজ নেওয়ার পরও সেই জমিতে কাজ শুরু করতে পারছেন না ওই দম্পতি ৷ তৃণমূল সিন্ডিকেট বাহিনীর দাদাগিরির জন্য তিনি কাজ শুরু করতে পারছেন না বলে অভিযোগ (TMC Syndicate Allegedly Stops Private School Construction at Durgapur) ।

তাঁর অভিযোগ, নির্দিষ্ট অঙ্কের টাকা দিতে হবে, না হলে কোনও ভাবেই স্কুল তৈরির কাজ শুরু করতে দেওয়া যাবে না, এমনটাই স্থানীয় তৃণমূল কাউন্সিলর মানস রায়ের অনুগামীরা জানিয়েছেন । বিষয়টি তিনি আসানসোল-দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষ থেকে পুলিশ-প্রশাসনকে জানিয়েছেন ৷ ইমেল করে অভিযোগ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও (Bengal CM Mamata Banerjee) ।

এই ধরনের ঘটনা অত্যন্ত অন্যায় কাজ, ফোনে জানালেন আসানসোল-দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায় ৷ অন্যদিকে দুর্গাপুরের 32 নম্বর ওয়ার্ডের তৃণমূল (Trinamool Congress) কাউন্সিলর মানস রায়ের দাবি, সন্দেহ হওয়াতে তাঁর লোকজন ওই জমিতে কাজ বন্ধ করে দিয়েছিলেন ৷

বিজেপি (BJP) ও সিপিআইএম (CPIM) এই ইস্যুতে তুলোধোনা করেছে রাজ্যের শাসক দলের দুর্গাপুর ও আসানসোলের নেতৃত্বকে । গোটা ঘটনায় এখন কাজ শুরু করতে না পারায় ব্যাপক আর্থিক ক্ষতির মুখে দুর্গাপুরের সামন্ত দম্পতি ৷

আরও পড়ুন : Land Occupied in Durgapur : শ্মশানের জমি দখলে করতে পাঁচিল ভাঙার অভিযোগ, বেনাচিতিতে উত্তেজনা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.