ETV Bharat / city

''সেফ ড্রাইভ, সেভ লাইফ'' থিমে সেজে উঠছে দুর্গাপুরের উর্বশীর মণ্ডপ - Puja

দুর্গাপুরের উর্বশী সার্বজনীন দুর্গোৎসব কমিটির থিমের ভাবনাও অভিনব ৷ 16 বছরে পড়ল তাদের পুজো ৷

দুর্গাপুরের উর্বশী সার্বজনীন দুর্গোৎসব কমিটির থিমের ভাবনাও অভিনব ৷ 16 বছরে পড়ল তাদের পুজো ৷
author img

By

Published : Oct 2, 2019, 8:33 PM IST

Updated : Oct 2, 2019, 8:41 PM IST

দুর্গাপুর, 2 অক্টোবর: আজ মহাচতুর্থী ৷ ইতিমধ্যেই ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছেন সাধারণ মানুষদের একাংশ ৷ উৎসবে সামিল মানুষদের একটা বড় উৎসাহের জায়গা থিম পুজো ৷ থিমে পিছিয়ে নেই দুর্গাপুরও ৷

দুর্গাপুরের উর্বশী সার্বজনীন দুর্গোৎসব কমিটির মণ্ডপসজ্জার ভাবনাও অভিনব ৷ 16 বছরে পড়ল তাদের পুজো ৷ থিম "সেফ ড্রাইভ, সেভ লাইফ"। চঞ্চল আচার্যর ভাবনায় এবার উর্বশীর পুজোর ভাবনা সামাজিক বার্তা দেওয়া ৷ গাড়ি চালানোর সময় হেলমেট পরার বার্তাই চলতি বছরের অভিনব ভাবনা । অভিনবত্বের ছাপ মণ্ডপের সর্বত্র । এই থিমের মাধ্যমে বোঝানো হয়েছে গাড়ি চালানোর সময় হেলমেট পরার প্রয়োজনীয়তা কতটা ।

এই থিমের মাধ্যমে বোঝানো হয়েছে গাড়ি চালানোর সময় হেলমেট পরার প্রয়োজনীয়তা কতটা ।

একটি হাতিকেও দেখানো হয়েছে হেলমেট পরিধান করে নিজের নিরাপত্তা সুনিশ্চিত রেখেই বাইক চালাতে । শিল্পী চঞ্চল আচার্য বলেন, '' গোবর, ধানের তুষ, কাঠ, প্লাইউড এই দিয়েই তৈরি হয়েছে মণ্ডপ । সামঞ্জস্য রেখেই তৈরি হয়েছে মাটির প্রতিমা । ''সেফ ড্রাইভ, সেভ লাইফ'' একটি আন্দোলনে পরিণত হয়েছে জেলায় জেলায় এবং ব্লকে ব্লকে । প্রশাসনিক উদ্যোগে এই বার্তার প্রচার দেখা গেছে ৷ এবার উৎসবের আঙিনায় একটি সামাজিক বার্তা সাধারণের সামনে তুলে ধরল উর্বশী সর্বজনীন দুর্গোৎসব কমিটি ৷

দুর্গাপুর, 2 অক্টোবর: আজ মহাচতুর্থী ৷ ইতিমধ্যেই ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছেন সাধারণ মানুষদের একাংশ ৷ উৎসবে সামিল মানুষদের একটা বড় উৎসাহের জায়গা থিম পুজো ৷ থিমে পিছিয়ে নেই দুর্গাপুরও ৷

দুর্গাপুরের উর্বশী সার্বজনীন দুর্গোৎসব কমিটির মণ্ডপসজ্জার ভাবনাও অভিনব ৷ 16 বছরে পড়ল তাদের পুজো ৷ থিম "সেফ ড্রাইভ, সেভ লাইফ"। চঞ্চল আচার্যর ভাবনায় এবার উর্বশীর পুজোর ভাবনা সামাজিক বার্তা দেওয়া ৷ গাড়ি চালানোর সময় হেলমেট পরার বার্তাই চলতি বছরের অভিনব ভাবনা । অভিনবত্বের ছাপ মণ্ডপের সর্বত্র । এই থিমের মাধ্যমে বোঝানো হয়েছে গাড়ি চালানোর সময় হেলমেট পরার প্রয়োজনীয়তা কতটা ।

এই থিমের মাধ্যমে বোঝানো হয়েছে গাড়ি চালানোর সময় হেলমেট পরার প্রয়োজনীয়তা কতটা ।

একটি হাতিকেও দেখানো হয়েছে হেলমেট পরিধান করে নিজের নিরাপত্তা সুনিশ্চিত রেখেই বাইক চালাতে । শিল্পী চঞ্চল আচার্য বলেন, '' গোবর, ধানের তুষ, কাঠ, প্লাইউড এই দিয়েই তৈরি হয়েছে মণ্ডপ । সামঞ্জস্য রেখেই তৈরি হয়েছে মাটির প্রতিমা । ''সেফ ড্রাইভ, সেভ লাইফ'' একটি আন্দোলনে পরিণত হয়েছে জেলায় জেলায় এবং ব্লকে ব্লকে । প্রশাসনিক উদ্যোগে এই বার্তার প্রচার দেখা গেছে ৷ এবার উৎসবের আঙিনায় একটি সামাজিক বার্তা সাধারণের সামনে তুলে ধরল উর্বশী সর্বজনীন দুর্গোৎসব কমিটি ৷

Intro:দুর্গাপুরের ঊর্বশী সার্বজনীন দুর্গোৎসব কমিটির 16 তম বর্ষে এবারের থিম ""সেফ ড্রাইভ, সেভ লাইফ""। চঞ্চল আচার্যর পৌরহিত্যে এবার উর্বশীর পুজোর সামাজিক বার্তা গাড়ি চালানোর সময় হেলমেট পরুন। অভিনবত্বের ছাপ মন্ডপের আগাগোড়াই।এই থিমের মাধ্যমে বোঝানো হয়েছে গাড়ি চালানোর সময় হেলমেট পরার প্রয়োজনীয়তা কতখানি। সবচেয়ে শক্তিশালী জীব হাতিকেও দেখানো হয়েছে হেলমেট পরিধান করে নিজের নিরাপত্তা সুনিশ্চিত রেখেই বাইক চালাতে। শিল্পী চঞ্চল আচার্য জানালেন গোবর,ধানের তুষ,কাঠের গুড়ো এবং প্লাইউড এই দিয়েই তৈরি হয়েছে মন্ডপ।তার সাথে সামঞ্জস্য রেখেই তৈরি হয়েছে মাটির প্রতিমা। সেফ ড্রাইভ, সেভ লাইফ একটি আন্দোলনে পরিণত হয়েছে জেলায় জেলায় এবং ব্লকে ব্লকে। প্রশাসনিক উদ্যোগে সেফ ড্রাইভ, সেভ লাইফ এর প্রচার দেখা গেছে কিন্তু এবার উৎসবের আঙ্গিনায় এমন একটি সামাজিক বার্তা আম জনতার সামনে তুলে ধরল উর্বশী সার্বজনীন দুর্গোৎসব কমিটি।Body:হConclusion:হ
Last Updated : Oct 2, 2019, 8:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.