ETV Bharat / city

দুর্গাপুরের ইসকনে জন্মাষ্টমীতে কোরোনা মুক্তির জন্য বিশেষ পূজা - দুর্গাপুরের ইসকনের জন্মাষ্টমী

দুর্গাপুরের ইসকনের মন্দিরের জন্মাষ্টমীর উৎসবে কোরোনামুক্ত পৃথিবীর জন্য শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করা হয় ৷ এক লাখ একশ আটটি তুলসি পাতা শ্রীকৃষ্ণের চরণে দেওয়া হয় ৷

janmashtami of iskcon
দুর্গাপুরের ইসকনের জন্মাষ্টমী
author img

By

Published : Aug 13, 2020, 12:48 AM IST

দুর্গাপুর, 12 অগাস্ট : চারিদিকে কোভিড আতঙ্ক। ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান উৎসবে আড়ম্বরতা বন্ধ। তার মাঝেই দুর্গাপুরের ইসকনের মন্দিরের জন্মাষ্টমীর উৎসব জুড়ে শুধুই কোরোনার ছায়া । প্রার্থনা করা হল এক লাখ একশ আটটি তুলসি পাতা দিয়ে ৷ যাতে এই বিশ্ব কোরোনা থেকে মুক্তি পায় ।


বিগত বেশ কয়েক মাস ধরে পৃথিবীর সমস্ত আলোচনার কেন্দ্রবিন্দু কোরোনা ভাইরাস । আর এই ভাইরাসের বিষাক্ত থাবায় গোটা বিশ্ব আজ অসহায়ভাবে আত্মসমর্পণ করেছে । কোরোনা সংক্রমণ রুখে দিতে সমস্ত ধর্মীয় সামাজিক অনুষ্ঠানে লাগাম টানা হয়েছে । সামাজিক দূরত্ব বজায় রাখার কারণে বহু মানুষের সমাগম ঘটানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞার কথা জানানো হয়েছে সরকারের তরফে । দুর্গাপুরের ইসকন মন্দিরে জন্মাষ্টমীর দিন অন্যবার মানুষের ঢল নামে । ভিড় সামাল দিতে নাস্তানাবুদ হতে দেখা যায় পুলিশ এবং মন্দিরের স্বেচ্ছাসেবকদের । কিন্তু এবার জন্মাষ্টমীর দিনে কোনওরকমে পুজো সারলেন উদ্যোক্তারা। মন্দিরের বাইরে বড় বড় ব্যানার আর সেই ব্যানারে স্পষ্ট করে লেখা কোরোনা ভাইরাস সংক্রমণ থেকে দূরে থাকতে কড়া সতর্কবার্তা।

দুর্গাপুরের ইসকনের জন্মাষ্টমী

মন্দিরের মূল প্রবেশপথের আগে জুতো খুলে তা রেখে দিয়ে জমা জলে পা ধুয়ে সম্পূর্ণ স্যানিটাইজ করা হচ্ছে । গেটে থাকা নিরাপত্তাকর্মী থার্মাল স্ক্রিনিং করে দেখে নিচ্ছেন ভক্তদের শরীরের তাপমাত্রা । অপর এক নিরাপত্তারক্ষী হাতে হাতে দিচ্ছেন স্যানিটাইজ়ার । মুখে মাস্ক পরে মন্দিরে প্রবেশ । মন্দিরের মূল প্রবেশপথে লেখা আছে "ভগবান কৃষ্ণের কাছে প্রার্থনা, কোরোনা মুক্ত পৃথিবী সুস্থ হয়ে উঠুক।"

দুর্গাপুরের ইসকনের মন্দিরের অন্যতম প্রধান প্রভু ঔদার্য নন্দ দাস জানালেন , "আমরা অন্য বার দেখি প্রায় কুড়ি পঁচিশ হাজার মানুষ সকাল থেকেই ভিড় করেন আজকের এই দিনটিতে । কিন্তু এবার অনলাইনে বাড়িতে বসেই জন্মাষ্টমী উপভোগ করছেন অগণিত ভক্তরা । এবার পূজার আয়োজন হিসেবে এক লাখ একশ আটটি তুলসীপত্র ভগবানের চরণে নিবেদন করা হচ্ছে। যাতে কোরোনা মুক্ত পৃথিবী আমরা দেখতে পাই। অন্যবার এখানে বসিয়ে প্রসাদ খাওয়ানো হয় এবার সেই অনুষ্ঠান বন্ধ রাখা হয়েছে ৷ হাতে হাতে দেওয়া হচ্ছে প্রসাদ।"দুর্গাপুরের ইসকনের মন্দির চত্বর সকাল থেকেই খাঁ খাঁ করছে ।গীতাপাঠ ,পূজাপাঠের আয়োজন সব কিছুই আছে। কিন্তু কোরোনা আতঙ্কে সব যেন আবার থমকে দিয়েছে।

দুর্গাপুর, 12 অগাস্ট : চারিদিকে কোভিড আতঙ্ক। ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান উৎসবে আড়ম্বরতা বন্ধ। তার মাঝেই দুর্গাপুরের ইসকনের মন্দিরের জন্মাষ্টমীর উৎসব জুড়ে শুধুই কোরোনার ছায়া । প্রার্থনা করা হল এক লাখ একশ আটটি তুলসি পাতা দিয়ে ৷ যাতে এই বিশ্ব কোরোনা থেকে মুক্তি পায় ।


বিগত বেশ কয়েক মাস ধরে পৃথিবীর সমস্ত আলোচনার কেন্দ্রবিন্দু কোরোনা ভাইরাস । আর এই ভাইরাসের বিষাক্ত থাবায় গোটা বিশ্ব আজ অসহায়ভাবে আত্মসমর্পণ করেছে । কোরোনা সংক্রমণ রুখে দিতে সমস্ত ধর্মীয় সামাজিক অনুষ্ঠানে লাগাম টানা হয়েছে । সামাজিক দূরত্ব বজায় রাখার কারণে বহু মানুষের সমাগম ঘটানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞার কথা জানানো হয়েছে সরকারের তরফে । দুর্গাপুরের ইসকন মন্দিরে জন্মাষ্টমীর দিন অন্যবার মানুষের ঢল নামে । ভিড় সামাল দিতে নাস্তানাবুদ হতে দেখা যায় পুলিশ এবং মন্দিরের স্বেচ্ছাসেবকদের । কিন্তু এবার জন্মাষ্টমীর দিনে কোনওরকমে পুজো সারলেন উদ্যোক্তারা। মন্দিরের বাইরে বড় বড় ব্যানার আর সেই ব্যানারে স্পষ্ট করে লেখা কোরোনা ভাইরাস সংক্রমণ থেকে দূরে থাকতে কড়া সতর্কবার্তা।

দুর্গাপুরের ইসকনের জন্মাষ্টমী

মন্দিরের মূল প্রবেশপথের আগে জুতো খুলে তা রেখে দিয়ে জমা জলে পা ধুয়ে সম্পূর্ণ স্যানিটাইজ করা হচ্ছে । গেটে থাকা নিরাপত্তাকর্মী থার্মাল স্ক্রিনিং করে দেখে নিচ্ছেন ভক্তদের শরীরের তাপমাত্রা । অপর এক নিরাপত্তারক্ষী হাতে হাতে দিচ্ছেন স্যানিটাইজ়ার । মুখে মাস্ক পরে মন্দিরে প্রবেশ । মন্দিরের মূল প্রবেশপথে লেখা আছে "ভগবান কৃষ্ণের কাছে প্রার্থনা, কোরোনা মুক্ত পৃথিবী সুস্থ হয়ে উঠুক।"

দুর্গাপুরের ইসকনের মন্দিরের অন্যতম প্রধান প্রভু ঔদার্য নন্দ দাস জানালেন , "আমরা অন্য বার দেখি প্রায় কুড়ি পঁচিশ হাজার মানুষ সকাল থেকেই ভিড় করেন আজকের এই দিনটিতে । কিন্তু এবার অনলাইনে বাড়িতে বসেই জন্মাষ্টমী উপভোগ করছেন অগণিত ভক্তরা । এবার পূজার আয়োজন হিসেবে এক লাখ একশ আটটি তুলসীপত্র ভগবানের চরণে নিবেদন করা হচ্ছে। যাতে কোরোনা মুক্ত পৃথিবী আমরা দেখতে পাই। অন্যবার এখানে বসিয়ে প্রসাদ খাওয়ানো হয় এবার সেই অনুষ্ঠান বন্ধ রাখা হয়েছে ৷ হাতে হাতে দেওয়া হচ্ছে প্রসাদ।"দুর্গাপুরের ইসকনের মন্দির চত্বর সকাল থেকেই খাঁ খাঁ করছে ।গীতাপাঠ ,পূজাপাঠের আয়োজন সব কিছুই আছে। কিন্তু কোরোনা আতঙ্কে সব যেন আবার থমকে দিয়েছে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.