ETV Bharat / city

দুর্গাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে লরির পিছনে ধাক্কা চারচাকা গাড়ির, মৃত 1 - road accident on national highway 2 T durgapur

কলকাতা থেকে রানিগঞ্জের দিকে যাচ্ছিল একটি চারচাকা গাড়ি । কোটা মোড় এলাকায় সেটি নিয়ন্ত্রণ হারায় ।

road accident on national highway 2 T durgapur
দুর্গাপুরে 2 নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা, মৃত ১
author img

By

Published : Sep 17, 2020, 11:28 AM IST

পানাগড়, 17 সেপ্টেম্বর : দুর্গাপুরে দু'নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা । রাস্তার উপর দাঁড়িয়ে থাকা লরির পিছনে বেপরোয়া গতিতে ধাক্কা মারে একটি চারচাকা গাড়ি । ঘটনাস্থানে মৃত্যু হয় একজনের । আহত আরও একজন ।

বুদবুদ থানার কোটা মোড়ে দু'নম্বর জাতীয় সড়কে আজ সকালে দুর্ঘটনাটি ঘটে । কলকাতা থেকে রানিগঞ্জের দিকে যাচ্ছিল একটি চারচাকা গাড়ি । কোটা মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা লরির পিছনে ধাক্কা মারে সেটি । গাড়ির মধ্যে থাকা দু'জনের মধ্যে একজন ঘটনাস্থানে মারা যান । অপরজনের অবস্থা আশঙ্কাজনক । তাঁকে হাসপাতালে ভরতি করা হয়েছে । বুদবুদ থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায় ।

দুর্গাপুরে 2 নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা, মৃত 1

প্রত্যক্ষদর্শীদের দাবি, চারচাকার গাড়িটি বেপরোয়া গতিতে যাচ্ছিল । প্রাথমিকভাবে পুলিশের অনুমান, চালক ঘুমিয়ে পড়তে পারেন । সেই কারণে এই বিপত্তি । দু'নম্বর জাতীয় সড়কের যত্রতত্র গাড়ি দাঁড়িয়ে থাকা নিয়ে বহুদিন অভিযোগ উঠছে । দূরপাল্লার বহু লরি এভাবে জাতীয় সড়কের যেখানে সেখানে পার্ক করা থাকে । সেকারণে জাতীয় সড়কে বহু ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ স্থানীয়দের ।

পানাগড়, 17 সেপ্টেম্বর : দুর্গাপুরে দু'নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা । রাস্তার উপর দাঁড়িয়ে থাকা লরির পিছনে বেপরোয়া গতিতে ধাক্কা মারে একটি চারচাকা গাড়ি । ঘটনাস্থানে মৃত্যু হয় একজনের । আহত আরও একজন ।

বুদবুদ থানার কোটা মোড়ে দু'নম্বর জাতীয় সড়কে আজ সকালে দুর্ঘটনাটি ঘটে । কলকাতা থেকে রানিগঞ্জের দিকে যাচ্ছিল একটি চারচাকা গাড়ি । কোটা মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা লরির পিছনে ধাক্কা মারে সেটি । গাড়ির মধ্যে থাকা দু'জনের মধ্যে একজন ঘটনাস্থানে মারা যান । অপরজনের অবস্থা আশঙ্কাজনক । তাঁকে হাসপাতালে ভরতি করা হয়েছে । বুদবুদ থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায় ।

দুর্গাপুরে 2 নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা, মৃত 1

প্রত্যক্ষদর্শীদের দাবি, চারচাকার গাড়িটি বেপরোয়া গতিতে যাচ্ছিল । প্রাথমিকভাবে পুলিশের অনুমান, চালক ঘুমিয়ে পড়তে পারেন । সেই কারণে এই বিপত্তি । দু'নম্বর জাতীয় সড়কের যত্রতত্র গাড়ি দাঁড়িয়ে থাকা নিয়ে বহুদিন অভিযোগ উঠছে । দূরপাল্লার বহু লরি এভাবে জাতীয় সড়কের যেখানে সেখানে পার্ক করা থাকে । সেকারণে জাতীয় সড়কে বহু ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ স্থানীয়দের ।

For All Latest Updates

TAGGED:

Durgapur
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.