ETV Bharat / city

কাজ হচ্ছে না, নিজের দপ্তরেই বিক্ষোভ বিধায়কের - ujjwal chatterjee mla

কুলটির অরবিন্দ নগর এলাকায় দীর্ঘদিন ধরে নিকাশির সমস্যা । বাসিন্দাদের দাবি ছিল একটি নর্দমা করে দিতে হবে । বাসিন্দাদের চাহিদা মতো রাজ্য সরকারের কাছে আবেদন করেন কুলটির বিধায়ক । রাজ্য সরকার 4 কোটি 11 লাখ টাকা মঞ্জুর করে৷ কিন্তু, দু'বছর আগে টাকা মঞ্জুর হয়ে গেলেও সেই কাজ করেনি রাজ্য সরকারের উন্নয়ন সংস্থা ADDA ।

উজ্জ্বল চট্টোপাধ্যায়
author img

By

Published : Aug 14, 2019, 6:10 AM IST

Updated : Aug 14, 2019, 10:36 PM IST

আসানসোল, 14 অগাস্ট: একেবারে নিজের দপ্তরে এসে বিক্ষোভ দেখিয়ে ডেপুটেশন দিলেন আসানসোল দুর্গাপুর ডেভলপমেন্ট অথরিটি ( ADDA)-এর ভাইস চেয়ারম্যান তথা কুলটির বিধায়ক উজ্জ্বল চট্টোপাধ্যায় । দীর্ঘদিন ধরে একটি নর্দমা তৈরির কাজ না হওয়াতেই এই বিক্ষোভ বলে জানান তিনি । আগামী দিনে উন্নয়নের কাজে এমন গাফিলতি হলে শুধু ADDA ভাইস চেয়ারম্যান পদই নয়, বিধায়ক পদ থেকেও সরে দাঁড়াবেন বলে জানিয়েছেন উজ্জ্বল চট্টোপাধ্যায় ।

আরও পড়ুন : ভুয়ো নথি, অভিষেককে সমন আদালতের

কুলটির অরবিন্দ নগর এলাকায় দীর্ঘদিন ধরে নিকাশির সমস্যা । বাসিন্দাদের দাবি ছিল একটি নর্দমা করে দিতে হবে । বাসিন্দাদের চাহিদা মতো রাজ্য সরকারের কাছে আবেদন করেন কুলটির বিধায়ক । রাজ্য সরকার 4 কোটি 11 লাখ টাকা মঞ্জুর করে৷ কিন্তু, দু'বছর আগে টাকা মঞ্জুর হয়ে গেলেও সেই কাজ করেনি রাজ্য সরকারের উন্নয়ন সংস্থা ADDA । ওই সংস্থার ভাইস চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় নিজেই । তাঁর দাবি, বহুবার দপ্তরে চিঠি দিয়েছেন ৷ কাজ শুরু করার জন্য ৷ কিন্তু দপ্তর নির্বিকার বলেই অভিযোগ বিধায়কের ।

আরও পড়ুন : পয়সা কামাতে পারছেন না বলে তৃণমূলে ফিরে যাচ্ছেন কাউন্সিলররা : দিলীপ

অন্যদিকে, দপ্তরের বক্তব্য ওই এলাকায় দখলদার রয়েছে । যার ফলে কাজ করা যাচ্ছে না । এ ক্ষেত্রে বিধায়কের দাবি, ওই জমিটি রাজ্য সরকারের । PWD-র জমি । সে ক্ষেত্রে দখলদারদের তুলে দেওয়া ADDA-এর কাজ । পুলিশও সহযোগিতা করতে প্রস্তুত । কিন্তু দপ্তরের গাফিলতিতেই কাজ বন্ধ হয়ে আছে । তাঁর স্পষ্ট বক্তব্য, "এক সপ্তাহের মধ্যে কাজ না হলে আগামী দিনে আরও বড় আন্দোলন করব । দরকারে ছেড়ে দেব ভাইস চেয়ারম্যানের পদ ।" মানুষের জন্য কাজ করতে দরকারে বিধায়ক পদ থেকে পদত্যাগের কথাও জানান তিনি ৷

আরও পড়ুন : 'পূজা জিজিয়া কর', আয়কর দপ্তরকে ফের একহাত নিলেন মমতা

আসানসোল, 14 অগাস্ট: একেবারে নিজের দপ্তরে এসে বিক্ষোভ দেখিয়ে ডেপুটেশন দিলেন আসানসোল দুর্গাপুর ডেভলপমেন্ট অথরিটি ( ADDA)-এর ভাইস চেয়ারম্যান তথা কুলটির বিধায়ক উজ্জ্বল চট্টোপাধ্যায় । দীর্ঘদিন ধরে একটি নর্দমা তৈরির কাজ না হওয়াতেই এই বিক্ষোভ বলে জানান তিনি । আগামী দিনে উন্নয়নের কাজে এমন গাফিলতি হলে শুধু ADDA ভাইস চেয়ারম্যান পদই নয়, বিধায়ক পদ থেকেও সরে দাঁড়াবেন বলে জানিয়েছেন উজ্জ্বল চট্টোপাধ্যায় ।

আরও পড়ুন : ভুয়ো নথি, অভিষেককে সমন আদালতের

কুলটির অরবিন্দ নগর এলাকায় দীর্ঘদিন ধরে নিকাশির সমস্যা । বাসিন্দাদের দাবি ছিল একটি নর্দমা করে দিতে হবে । বাসিন্দাদের চাহিদা মতো রাজ্য সরকারের কাছে আবেদন করেন কুলটির বিধায়ক । রাজ্য সরকার 4 কোটি 11 লাখ টাকা মঞ্জুর করে৷ কিন্তু, দু'বছর আগে টাকা মঞ্জুর হয়ে গেলেও সেই কাজ করেনি রাজ্য সরকারের উন্নয়ন সংস্থা ADDA । ওই সংস্থার ভাইস চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় নিজেই । তাঁর দাবি, বহুবার দপ্তরে চিঠি দিয়েছেন ৷ কাজ শুরু করার জন্য ৷ কিন্তু দপ্তর নির্বিকার বলেই অভিযোগ বিধায়কের ।

আরও পড়ুন : পয়সা কামাতে পারছেন না বলে তৃণমূলে ফিরে যাচ্ছেন কাউন্সিলররা : দিলীপ

অন্যদিকে, দপ্তরের বক্তব্য ওই এলাকায় দখলদার রয়েছে । যার ফলে কাজ করা যাচ্ছে না । এ ক্ষেত্রে বিধায়কের দাবি, ওই জমিটি রাজ্য সরকারের । PWD-র জমি । সে ক্ষেত্রে দখলদারদের তুলে দেওয়া ADDA-এর কাজ । পুলিশও সহযোগিতা করতে প্রস্তুত । কিন্তু দপ্তরের গাফিলতিতেই কাজ বন্ধ হয়ে আছে । তাঁর স্পষ্ট বক্তব্য, "এক সপ্তাহের মধ্যে কাজ না হলে আগামী দিনে আরও বড় আন্দোলন করব । দরকারে ছেড়ে দেব ভাইস চেয়ারম্যানের পদ ।" মানুষের জন্য কাজ করতে দরকারে বিধায়ক পদ থেকে পদত্যাগের কথাও জানান তিনি ৷

আরও পড়ুন : 'পূজা জিজিয়া কর', আয়কর দপ্তরকে ফের একহাত নিলেন মমতা

Intro:খোদ নিজের দপ্তরেই এসে বিক্ষোভ দেখিয়ে ডেপুটেশন দিলেন ADDA ভাইস চেয়ারম্যান তথা কুলটির বিধায়ক উজ্জ্বল চট্টোপাধ্যায়। দীর্ঘদিন ধরে একটি হাইড্রেনের কাজ না হওয়াতেই এই বিক্ষোভ বলে জানিয়েছেন উজ্জ্বল বাবু। আগামী দিনে উন্নয়নের কাজে এমন গাফিলতি হলে শুধু ADDA ভাইস চেয়ারম্যান পদই নয়, বিধায়ক পদ থেকেও সরে দাঁড়াবেন বলে জানিয়েছেন উজ্জ্বল চট্টোপাধ্যায় ।
কুলটির অরবিন্দ নগর এলাকায় দীর্ঘদিন ধরে নিকাশীর সমস্যা। বাসিন্দাদের দাবি ছিল একটি হাইড্রেন করে দিতে হবে। বাসিন্দাদের চাহিদা মত রাজ্য সরকারের কাছে আবেদন করেন কুলটির বিধায়ক উজ্জ্বল চট্টোপাধ্যায়। রাজ্য সরকার ৪ কোটি ১১ লক্ষ টাকা মঞ্জুর করে হাইড্রেন বানানোর জন্য। কিন্তু দুবছর আগে টাকা মঞ্জুর হয়ে গেলেও সেই কাজ করেনি রাজ্য সরকারের উন্নয়ন সংস্থা ADDA (আসানসোল দুর্গাপুর ডেভলপমেন্ট অথরিটি।ওই সংস্থার ভাইস চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় নিজেই। বহুবার দপ্তরে চিঠি দিয়েছেন কাজটি শুরু করা হোক, এমনটা জানিয়ে। কিন্তু দপ্তর নির্বিকার। দপ্তরের বক্তব্য ওই এলাকায় দখলদার রয়েছে। যার ফলে করা যাচ্ছে না। উজ্জ্বল বাবুর দাবি, ওই স্থানে জমিটি রাজ্য সরকারের। PWD জমিটির মালিক। সেক্ষেত্রে দখলদারদের হটিয়ে দেওয়াও ADDA-এর কাজ। পুলিশও সহযোগিতা করতে প্রস্তুত। কিন্তু দপ্তরের গাফিলতিতেই কাজ বন্ধ হয়ে আছে।
উজ্জ্বল বাবুর স্পষ্ট বক্তব্য “এক সপ্তাহের মধ্যে কাজ না হয়, আগামী দিনে আরও বড় আন্দোলন আমরা করব। আন্দোলন করতে হবে দরকার হলে, ছেড়ে দেব ভাইস চেয়ারম্যান। প্রয়োজনে আগামী বিধানসভা নির্বাচনে এমএলএ-এর দায়িত্ব থেকে সরে যাব। মানুষের কাজের জন্য এগিয়ে যাব।
Body:..Conclusion:
Last Updated : Aug 14, 2019, 10:36 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.