দুর্গাপুর, ভবানীগঞ্জ , 28 মার্চ : কোরোনা মোকাবিলার একমাত্র দাওয়াই সামাজিক দূরত্ব বজায় রাখা ৷ সেই কারণে দেশে জারি করা হয়েছে লকডাউন ৷ মৃত্যুর পরিসংখ্যান কমাতে নেওয়া হয়েছে লকডাউনের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত ৷ সময়সীমা বাড়ার ফলে হিড়িক বেড়েছে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনে মজুত করার ৷ বিভিন্ন জেলার বাজারগুলিতে সেই কারণে ধরা পড়েছে সামাজিক দূরত্ব বজায় না রেখেই জিনিস কেনার ছবি ৷ এই পরিস্থিতিকে সামালাতে পুলিশ প্রশাসনকে নিতে হয়েছে কঠোর পদক্ষেপ ৷ তাতেও পরিস্থিতির বিশেষ কোনও পরিবর্তন হয়নি ৷ অবশেষে বাধ্য হয়ে দুর্গাপুর এবং ভবানীগঞ্জের বাজারকে খোলা মাঠে নিয়ে আসার সিদ্ধান্ত নিল স্থানীয় প্রশাসন ৷
গতকাল দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রতিনিধিরা বেনাচিতি বাজার পরিদর্শন করে বাজারকে খোলা মাঠে সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন । তারপর দুর্গাপুরবাসীকে মাইকিংয়ের মাধ্যমে জানিয়ে দেওয়া হয় বাজার সরানোর কথা ৷ সিদ্ধান্ত মেনেই আজ সকাল থেকে দুর্গাপুরের বেনাচিতি বাজারের সবজির বাজার বসল দেশবন্ধু নগর ময়দানে ৷ ভিড় কম করতেই মাছের বাজার বসলও হর্ষবর্ধনের মাঠে ৷ এখন বিরাট মাঠ দুটিতে সামাজিক দুরত্ম বজায় রেখেই চলছে বিকিকিনি।
একই সিদ্ধান্ত নেওয়া হল কোচবিহার প্রশাসনের পক্ষ থেকে ৷ ভবানীগঞ্জ বাজারে ভিড় কমাতে কোচবিহারের পুরাতন পোস্ট অফিস পাড়ার মাঠে খোলা হল অস্থায়ী সব্জি বাজার । আজ সকালে ভবানীগঞ্জ বাজারের সমস্ত সবজি বিক্রেতাদের এই বাজারে নিয়ে আসা হয় । প্রতিদিন সকাল আটটা থেকে দশটা পর্যন্ত খোলা থাকবে এই বাজার । কোচবিহার সদর মহকুমাশাসক সঞ্জয় পাল বলেন, "সবাই যাতে ফাঁকার মধ্যে বাজার করতে পারে সেজন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে ।"