দুর্গাপুর, 16 মে : হাসপাতাল থেকে লম্বা বিল ধরানো হয়েছে ৷ বাবা এখনও চিকিৎসাধীন ৷ কিন্তু খরচ যোগাতে না পেরে কুয়োতে ঝাঁপ দিয়ে আত্মঘাতী ছেলে ৷ ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের কুড়ুরিয়া ডাঙা মিলনপল্লি এলাকায় ৷
বাবা করোনায় আক্রান্ত ৷ দুর্গাপুরের বিজড়ায় এক বেসরকারি হাসপাতালে ভর্তি ৷ চিকিৎসা চলছে ৷ খরচও হচ্ছে প্রচুর ৷ হাসপাতাল থেকে ইতিমধ্যেই 3 লাখ টাকার বিল ধরিয়েছে । মাথায় হাত দুর্গাপুরের কুড়ুরিয়া ডাঙা মিলনপল্লির আকাশ করের ৷ এত টাকা জোগাড় করবেন কীভাবে !
আশিস মার্কেটে গাড়ির যন্ত্রাংশের একটা ছোট দোকান চালাতেন আকাশ ৷ দেড় লাখ টাকা এদিক ওদিক থেকে জোগাড় হয়েছিল বটে ৷ কিন্তু বাকি টাকার ব্যবস্থা আর কিছুতেই করে উঠতে পারছিলেন না ৷ একদিকে বাবা হাসপাতালে ভর্তি ৷ অন্যদিকে হাসপাতালের লম্বা বিল ৷ এত চিন্তার মাঝে মাথা ঠিক রাখতে পারলেন না ৷ ঝাঁপ দিয়ে দিলেন বাড়ির কুয়োয় ৷ যতক্ষণে তাঁকে তোলা হল, ততক্ষণে সব শেষ ৷
স্থানীয়রা আকাশকে উদ্ধার কিরে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায় । পুলিশকেও খবর দেওয়া হয় ।