ETV Bharat / city

সামাজিক দূরত্ব মেনে হাজার হাজার মানুষকে সবজি প্রদান - লকডাউন

দুর্গাপুরের 11 নম্বর ওয়ার্ডের কুড়ুরিয়া ডাঙার গণেশ স্মৃতি সংঘ ফুটবল ময়দানে আজ বিকালে দেখা গেল নজিরবিহীন ত্রাণসামগ্রী বিতরণ কর্মসূচি । সামাজিক দূরত্বকে বজায় রেখেই সবজি প্রদান করা হল ৷

durgapur
দুর্গাপুরের
author img

By

Published : Apr 7, 2020, 8:02 PM IST

দুর্গাপুর ,7 এপ্রিল: উদ্দেশ্য হল সমস্যার সম্মুখীন হওয়া মানুষদের ত্রাণ সামগ্রী দান ৷ ত্রাণ আয়োজন করা হয়েছে কয়েক হাজার মানুষের জন্য ৷ বেশ ভিড় জমছে ৷ তা সত্ত্বেও জমায়েত এড়ানোর নির্দেশ মেনেই সামাজিক দূরত্বকে বজায় রেখে সবজি প্রদান করল দুর্গাপুরের 11 নম্বর ওয়ার্ডের কুড়ুরিয়া ডাঙার গণেশ স্মৃতি সংঘ ক্লাব ৷ ত্রাণসামগ্রী দেওয়ার পাশাপাশি এই ক্লাবের সদস্যরা গলায় ঝোলালেন পোস্টার ৷ যাতে লেখা আছে কোরোনা সংক্রমণ আটকানোর জন্য কিছু সামাজিক বার্তা ৷

কোরোনা সংক্রমণ রুখতে দেশজুড়ে লকডাউনের ডাক দেওয়ার পরেও সামাজিক দূরত্বকে না মেনে বহু মানুষেরা ভিড় জমাচ্ছে । কিন্তু দুর্গাপুরের 11 নম্বর ওয়ার্ডের কুড়ুরিয়া ডাঙার গণেশ স্মৃতি সংঘ ফুটবল ময়দানে আজ বিকালে দেখা গেল নজির বিহীন ত্রাণসামগ্রী বিতরণ কর্মসূচি । লক ডাউনের সময়কালে এই ক্লাবটি ধারাবাহিকভাবে বহু মানুষের সহযোগিতায় ত্রাণসামগ্রী বিতরণ করে চলেছেন । কিন্তু শুধু সেখানেই নিজেদের দায়বদ্ধতা পালন করে তারা থেমে থাকেননি । এলাকার মানুষকে কোরোনা সংক্রমণ রুখতে সচেতন করতেও সমান তালে উদ্যোগী ক্লাবের স্বেচ্ছাসেবকরা ৷ দেখা গেল , সামাজিক বার্তা নিয়ে গলায় পোস্টার ঝুলিয়েছেন এবং তাতে লেখা আছে, "20 সেকেন্ড সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে নিন", "চোখ মুখ বা নাকে হাত দেবেন না", "বেশি লোকের জমায়েত এড়িয়ে যান"। এছাড়াও হ্যান্ড মাইক নিয়ে মাঠজুড়ে প্রচার চালিয়ে যীচ্ছেন স্বেচ্ছাসেবকরা । এর আগে গত সপ্তাহে চাল-ডাল -তেল -নুন দেওয়ার পর আজ দরিদ্র মানুষদের দেওয়া হল শাক-সবজি ,ডিম ।

ক্লাবের পক্ষ থেকে দেবরাজ চক্রবর্তী জানান ,""আমাদের উদ্দেশ্য এই এলাকার গরিব মানুষদের কে সুরক্ষিত রাখা কোরোনা ভাইরাসের সংক্রমণ থেকে । তার সঙ্গে সঙ্গে এই গরিব মানুষদের কে লকডাউন চলাকালীন সমস্ত রকম খাদ্য সামগ্রী সরবরাহ করছি খুব কষ্ট করেই । বিভিন্ন মানুষের সহযোগিতায় এই কাজ করে চলেছি।"

দুর্গাপুর ,7 এপ্রিল: উদ্দেশ্য হল সমস্যার সম্মুখীন হওয়া মানুষদের ত্রাণ সামগ্রী দান ৷ ত্রাণ আয়োজন করা হয়েছে কয়েক হাজার মানুষের জন্য ৷ বেশ ভিড় জমছে ৷ তা সত্ত্বেও জমায়েত এড়ানোর নির্দেশ মেনেই সামাজিক দূরত্বকে বজায় রেখে সবজি প্রদান করল দুর্গাপুরের 11 নম্বর ওয়ার্ডের কুড়ুরিয়া ডাঙার গণেশ স্মৃতি সংঘ ক্লাব ৷ ত্রাণসামগ্রী দেওয়ার পাশাপাশি এই ক্লাবের সদস্যরা গলায় ঝোলালেন পোস্টার ৷ যাতে লেখা আছে কোরোনা সংক্রমণ আটকানোর জন্য কিছু সামাজিক বার্তা ৷

কোরোনা সংক্রমণ রুখতে দেশজুড়ে লকডাউনের ডাক দেওয়ার পরেও সামাজিক দূরত্বকে না মেনে বহু মানুষেরা ভিড় জমাচ্ছে । কিন্তু দুর্গাপুরের 11 নম্বর ওয়ার্ডের কুড়ুরিয়া ডাঙার গণেশ স্মৃতি সংঘ ফুটবল ময়দানে আজ বিকালে দেখা গেল নজির বিহীন ত্রাণসামগ্রী বিতরণ কর্মসূচি । লক ডাউনের সময়কালে এই ক্লাবটি ধারাবাহিকভাবে বহু মানুষের সহযোগিতায় ত্রাণসামগ্রী বিতরণ করে চলেছেন । কিন্তু শুধু সেখানেই নিজেদের দায়বদ্ধতা পালন করে তারা থেমে থাকেননি । এলাকার মানুষকে কোরোনা সংক্রমণ রুখতে সচেতন করতেও সমান তালে উদ্যোগী ক্লাবের স্বেচ্ছাসেবকরা ৷ দেখা গেল , সামাজিক বার্তা নিয়ে গলায় পোস্টার ঝুলিয়েছেন এবং তাতে লেখা আছে, "20 সেকেন্ড সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে নিন", "চোখ মুখ বা নাকে হাত দেবেন না", "বেশি লোকের জমায়েত এড়িয়ে যান"। এছাড়াও হ্যান্ড মাইক নিয়ে মাঠজুড়ে প্রচার চালিয়ে যীচ্ছেন স্বেচ্ছাসেবকরা । এর আগে গত সপ্তাহে চাল-ডাল -তেল -নুন দেওয়ার পর আজ দরিদ্র মানুষদের দেওয়া হল শাক-সবজি ,ডিম ।

ক্লাবের পক্ষ থেকে দেবরাজ চক্রবর্তী জানান ,""আমাদের উদ্দেশ্য এই এলাকার গরিব মানুষদের কে সুরক্ষিত রাখা কোরোনা ভাইরাসের সংক্রমণ থেকে । তার সঙ্গে সঙ্গে এই গরিব মানুষদের কে লকডাউন চলাকালীন সমস্ত রকম খাদ্য সামগ্রী সরবরাহ করছি খুব কষ্ট করেই । বিভিন্ন মানুষের সহযোগিতায় এই কাজ করে চলেছি।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.