দুর্গাপুর, 2 এপ্রিল : জনবহুল এলাকার মধ্যে অবস্থিত রাজ্য সরকারের তাপবিদ্যুৎ কেন্দ্র দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড তথা ডিপিএল ৷ এই তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে প্রতিনিয়ত দূষণ ছড়াচ্ছে ৷ তাপবিদ্যুৎ কেন্দ্রের বিষাক্ত ছাই উড়ছে প্রতিনিয়ত ৷ তাতেই দূষণ ছড়াচ্ছে ৷ শরীরে বাসা বাঁধছে একাদিক রোগ ৷ এর প্রতিবাদেই শনিবার দুর্গাপুরের 32 নম্বর ওয়ার্ডের পেয়ালা এলাকার বাসিন্দরা বিক্ষোভ দেখান (DPL Pollution in Durgapur) ৷
দূষণের অভিযোগ তুলেই শনিবার দুর্গাপুরের 32 নম্বর ওয়ার্ডের অর্ন্তগত পেয়ালা এলাকার বাসিন্দরা বিক্ষোভ দেখান ৷ সমস্যার দ্রুত সামাধান না হলে আগামীদিনে পৌরসভা সহ সমস্ত ভোট বয়কট করার হুঁশিয়ারি দেন বাসিন্দারা ৷ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাই থেকে দূষণের কথা তাঁরা ডিপিএল কর্তৃপক্ষকে জানালে কোনও কাজ হয়নি ৷ তাছাড়া এলাকা জুড়ে ডিপিএলের ছাই ও ধোঁয়ায় ঢেকে যাচ্ছে ৷ তাতেই ক্ষতির শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দারা ৷
আরও পড়ুন: Protest Against Rail Privatization: রেল বেসরকারিকরণের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি মেন্স ইউনিয়নের
এলাকাবাসীর দাবি, এলাকায় তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাই যাতে না উড়ে সেব্যবস্থা করতে হবে ৷ প্রয়োজনে পুনর্বাসন দিতে হবে বলে জানান তারা ৷ এদিন স্থানীয় কাউন্সিলর মানস রায়ের আশ্বাসে বিক্ষোভ ওঠে (Local People Protest against DPL Pollution) ৷